পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় - ጭ »¢ অতিসুখজনক অথচ জ্ঞানদায়ক কথোপকথন দ্বারা হিন্দু যুবকগণের অন্ত:করণে আশ্চৰ্য্য প্রবোধোদয় করিয়াছিলেন যাঙ্গ অনেকের মনে অদ্যাপি প্রতিভাম্বিত হইয়া আছে ; আর তৎকালে উক্ত মহাত্মা ব্যক্তির সাহায্যে পারথিয়ন নামক ইংরাজী সমাচার পত্র বাঙ্গালিদিগের স্বারা প্রথমে প্রকাশিত হয়, ঐ পত্রিকার ১ সংখ্যায় স্ত্রী শিক্ষা এবং ইংরাজদেগের স্বদেশ পরিত্যাগপূর্বক ভারতবর্ষে বাস এই দুই বিষয়ের প্রস্তাব ছিল, এবং হিন্দুধৰ্ম্ম ও গবর্ণমেণ্টের বিচার স্থানে খরচের বাহুল্য এতদ্বয়ের উপরি দোষারোপ হইয়াছিল কিন্তু যদিও হিন্দু ধৰ্ম্মাবলম্বি মহাশয়ের তদশন মাত্রে বিস্ময়াপন্ন হইয়া স্ব২ ধন ও পরাক্রমানুসারে যথাসাধ্য চেষ্টা করত তাহ রহিত করিয়াছিলেন ও তাঙ্গর দ্বিতীয় সংখ্যা যাহা মুদ্রাঙ্কিত হইয়াছিল তাহাও গ্রাহকদিগের নিকটে প্রেরিত হইতে দেন নাই তথাপি পত্র প্রকাশক যুবক হিন্দুদিগের সত্যায়সন্ধানের প্রবল ইচ্ছা নিবারিত হয় নাই, তন্নিমিত্ত হিন্দু মণ্ডলীস্থ তাবৎ লোকেই ভীত হইয়াছিল এবং তাহাদিগের মত প্রকাশক সমাচার চন্দ্রিকাতেও নানা প্রকার ভয় প্রদর্শক প্রস্তাব প্রকাশিত হইয়াছিল ও অনেক ব্যক্তি স্ব২ বালকদিগকে কালেজ হইতে বহিস্কৃত করিয়া অন্য পাঠশালায় প্রেরণ করিয়াছিলেন এবং তৎকালে বাঙ্গাল সংবাদ পত্রে বিদ্যালয়স্থ বালকদিগের মুসলমানের দোকানে রুটি ও বিস্কুট আহার করণরূপ গুরুতর অপরাধ নানালঙ্কার সহিত বারম্বার প্রকটিত হওয়াতে তাতাদের পিতামাতা ও অ্যাক অভিভাবকেবা সভয় হইয়া বালকগণকে প্রহার কারারুদ্ধ ও বিষভক্ষণ করাইয় তাহাদিগের প্রাণ পৰ্য্যস্ত নষ্ট করিতে উদ্যত হইয়াছিলেন, এতদ্রুপে উক্ত ডিরোজিউ সাহেবের অত্যন্ত্র সংখ্যক শিষ্য হিন্দু সমাজ মধ্যে মহাগোলযোগ উপস্থিত করিয়া হিন্দুধৰ্ম্ম স্বরূপ বৃক্ষের মূলে প্রথমত অস্ত্রাঘাত করেন ; উক্ত বালকের সকল প্রকার উত্তম২ রীতি নীতি শিক্ষ করিয়াছিলেন এবং তাহাদিগের সবল ও নিষ্কপট অস্তঃকরণ মধ্যে সত্য প্রতি আশ্চৰ্য্য প্রতি তদৃদ্ধির নিমিত্ত এতাদৃশ উৎসাহ জন্মিয়ছিল যে তদৃষ্টি সকলের অনুমান হইয়াছিল - হিন্দুদিগের প্রাচীন রীতি বস্তু অতিশীঘ্র পরিবর্ত হইবেক, ধৰ্ম্ম সভার সভ্যগণের এতদগুরুতর ব্যাপার নিবারণার্থে বিবিধ চেষ্টা করিয়াছিলেন কিন্তু তাহাদিগের যত্ন সফল হয় নাই।-- পৃ. ৩৩—দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় দক্ষিণানন্দন ( পরে দক্ষিণারঞ্জন ) মুখোপাধ্যায় সব' বিস্তৃত বিবরণ শ্ৰীমন্মথনাথ ঘোষের রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় পুস্তকে পাওয়া যাইবে । পৃ. ৩৪—হিন্দুকলেজের আদিকল্পক ডেবিড হেয়ার গ্রনোগেশচন্দ্র বাগল তাহার উনবিংশ শতাব্দীর বাংল" (১৩৪৮) পুস্তকে ডেবিড হেয়ারের প্রামাণ্য জীবনী প্রকাশ করিয়াছেন । হিন্দুকলেজের আদিকল্পক কে—এই প্রসঙ্গে একটি ভ্রাস্ত মত আমাদের মধ্যে চলিতেছে । মেজর বামনদাস বসুই সৰ্ব্বপ্রথম এই মত প্রচার করেন । fafi, Šišta Education in India. Under