পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՖWՑ মংবাদ পত্রে মেকালের কথা E. T. Co. (p. ৪৪) পুস্তকে লিখিয়াছেন ষে রামমোহন রায়ই হিন্দুকলেজের আদিকল্পক (prime mover) । এই উক্তির সপক্ষে তিনি সুপ্রীম-কোর্টের বিচারপতি সাৰ্ব্ব এডওয়ার্ড হাইড ঈষ্টের একখানি দীর্ঘ পত্রের কিয়দংশ উদ্ধত করিয়াছেন। পত্ৰখানি হিন্দুকলেজ স্থাপনার ইতিহাস সম্পৰ্কীয়। এই পত্রের যে-অংশটি ঠিক-মত না-বুঝিবার ফলে তিনি এই অসতর্ক উক্তি করিয়াছেন, তাহ এইরূপ :– ...About the beginning of May [1816], a Brahmin of Calcutta, whom I knew, and who is well known for his intelligence and active interference among the principal Native inhabitants, and also intimate with many of our own gentlemen of distinction, called upon me and informed me, that many of the leading Hindus were desirous of forming an establishment for the education of their children in a liberal manner... 4-sto “a Brahmin of Calcuttn, whom I knew,...” ories of 39 o রামমোহনকে উদ্দেশ করিয়া লিখিয়াছেন, মেজর বসু এইরূপ ধরিয়া লইয়া রামমোহন হিন্দুকলেজের *tfo-o (5 of st" oftticon foss “a Brahmin of Calcutta, whom I knew,..." rotteso into "stoof fifton –“This of course refers to Raja Ram Mohun Roy.” - * কিন্তু প্রকৃতপক্ষে "a Brahmin of Calcutta,”—যাহার সহিত হাইড ঈষ্ট্রের পরিচয় ছিল ("whom I knew") তিনি যে রামমোহন রায় হইতে পারেন না, তাহ। হাইড ঈষ্টের পত্রের নিম্নাংশ পাঠ করিলেই জানা যাইবে ; এই অংশে স্পষ্ট উল্লেখ আছে যে রামমোহন রায়ের সহিত তখন পর্য্যন্ত র্তাহার আদৌ পরিচয় বা পত্র-ব্যবহার ছিল না । হাইড ঈষ্ট লিখিতেছেন – - ‘I do not know', I observed, ‘what Rammohun's religion is'... ‘not being acquainted or having had any communication with him ;..." হাইড ঈষ্টের পত্রের এই অংশটি মেজর বস্তু তাহার পুস্তকে উদ্ধত করা সঙ্গত মনে করেন নাই, যদিও ইহার ঠিক আগের ও পরের অংশ তিনি উদ্ধত করিয়াছেন। এই অংশটির উপর বিশেষ দৃষ্টি পড়িলে তিনি কখনই রামমোহনকে হিন্দুকলেজের আদিকল্পক বলিয়া ধরিয়া লইতেন না । awa first, otos #& “a Brahmin of Calcutta, whom I knew,...” “Go Go ? এই কথাগুলি হাইড ঈষ্ট যে রামমোহন রায়ের আত্মীয়-সভার অন্যতম সভ্য রাজা বৈদ্যনাথ মুখোপাধ্যায়কে (হাইকোর্টের পরলোকগত বিচারপতি অনুকুলচন্দ্র মুখোপাধ্যায়ের পিতামহ ) উদ্দেশ করিয়া লিখিয়াছেন তাঙ্গতে সন্দেহ নাই ।” শিবনাথ শাস্ত্রী হিন্দুকলেজ-প্রতিষ্ঠা-সম্পর্কে লিখিয়াছেন – “...আত্মীয় সভার অন্যতম সভ্য বৈদ্যনাথ মুখোপাধ্যায় এই প্রস্তাব তদানীন্তন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সার হাইড ঈষ্ট মহোদয়ের নিকট উপস্থিত করেন এবং র্তাহার উৎসাহ ও যত্নে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।”—‘রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ', পৃ. ৪৭ ৷ .