পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় ૧ફ લે সিনক্লেয়ারের পর মেদিনীপুর জেলা-স্কুলের হেডমাষ্টার নিযুক্ত হন—রাজনাবায়ণ বসু । “The present head masker, Babu Rajnaraim Bose, nominated by the Council of Education, joined his appointment on the 26th February 1851.” (General Report on Public Instruction in the Lower I’rovinces of the Bengal Presidenog for 1850-51, p. 186.) রাজনারায়ণ বসু মেদিনীপুরের কৰ্ম্মে ষোগদান করিবার পূৰ্ব্বে কলিকাতা সংস্কৃত কলেজে ইংরেজী শ্রেণীর দ্বিতীয় শিক্ষকের কার্য্য করিয়াছিলেন ; এই পদে তিনি ১২ মে ১৮৪৯ তারিখে মাসিক ৭•২ বেতনে প্রথম নিযুক্ত হন। ২১ ফেব্রুয়ারি ১৮৫১ তারিখ পর্য্যন্ত তিনি এই পদে প্রতিষ্ঠিত ছিলেন । পৃ. ৯০—বিশ্বনাথ মতিলাল এই খণ্ডে বিশ্বনাথ মতিলাল সম্বন্ধে কয়েকটি সংবাদ পাওয়া যাইবে । তাহার সম্বন্ধে স্ত্রপাচুগোপাল মুখোপাধ্যায় ‘নব্য-ভারত ও শিল্প-সম্পদ পত্রে ( ২য় বর্ষ, ১ম সংখ্যায় ) যাহা লিখিয়াছেন, তাহার অংশবিশেষ উদ্ধত করিতেছি – “বিশ্বনাথ মতিলাল - ১৭৭৯ খৃষ্টাব্দে তিনি জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন । র্তাহার পিতা রামবল্লভ ছিলেন সেকালের উৰ্দ্ধতন মধ্যবিত্ত অবস্থার লোক এবং গণিত ও জ্যোতিষ শাস্ত্রে তাহার যথেষ্ট অধিকার ছিল । জ্যোতিষচর্চায় তাহার এত দূর আগ্রহ ছিল যে তিনি বিষয় সম্পত্তি কিছুই দেখিতেন না। অপরিমিত অধ্যয়নের ফলে অল্প বয়সে র্তাহার চিত্তবিকার ঘটে এবং তিনি মৃত্যুমুখে পতিত হন। সুযোগ পাইয় তাহার আত্মীয় স্বজনের তাহার বিষয়সম্পত্তি দখল করিতে থাকেন । বিশ্বনাথের জননী তখন কলিকাতায় তাহার ভ্রাত ছৰ্গাচরণ পিথুড়ির শরণাপন্ন হন। ভগ্নীর দুঃখে বিগলিত হইয়া দুর্গাচরণ র্তাহাকে আর যাইতে দেন নাই। দুর্গাচরণের একটি মাত্র কন্যা ছিল এবং র্তাহার অবস্থাও তখন ভাল বাইতেছিল। তিনি বিশ্বনাথ ও কাশীনাথ দুই ভ্রাতাকে পুত্রস্নেহে মাম্বব করিয়া তুলেন । ...১৯০১ খৃষ্টাব্দের কলিকাতা সেন্সাস রিপোর্টের ১০৪ পৃষ্ঠায় লিখিত হইয়াছিল— ‘বিশ্বনাথ মতিলাল বহুবাজারের মতিলাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এক লবণের গোলায় মাসিক ৮ টাকার মুহুরী হইয়। তিনি জীবিকা অর্জনে প্রবৃত্ত হন। তিনি ১৫ লক্ষ টাকা রাখিয়া পরলোক গমন করেন '. ...১৮৯১ খৃষ্টকে ম্যাকিটশ কোম্পানী এবং ক্রুটিগুন কোম্পানী ফেল হয়। বিশ্বনাথ এই দুইটি কোম্পানীর সহিত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। ইহাদের হোসে বিশ্বনাথের যথেষ্ট টাকা খাটিত । ইহার কিছুকাল পরেই কলিকাতার বিশিষ্ট ব্যক্তিদিগের দ্বারা পরিচালিত পিপলস ব্যাঙ্কও ফেল হয়। পর পর কতকগুলি কুঠি ও একটি ব্যাঙ্ক ফেল হওয়ায় বিশ্বনাথকে ঋণগ্রস্ত হইতে হয়। এই ঋণ পরিশোধের জন্য বিশ্বনাথের উইলের নির্দেশ অনুযায়ী ভাঙ্গার অছিগণ মতিলালদিগের বড়বাজারের কাসারিপটি ক্রশ স্ট্রীটের