পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা 8& শত ছাত্রের সমাগম হইয়াছে। অতএব উপলব্ধি হয় যে এতত্ত্ব ল্য ভাগ্যবস্ত বিদ্যালয় ভারতবর্ষে দুষ্প্রাপ্য যাহা হউক এইক্ষণে ইঙ্গরেজী ভাষাভ্যাসি অন্তেবাসির অত্যস্তাতিশয্যতা বশত এতৎপাঠশালায় সে সাত জন বিচক্ষণ শিক্ষক ও দুষ্ট জন মনিটর নিযুক্ত হইয়াছেন এতন্মধ্যে বিজ্ঞবর শ্ৰীযুত আই এচ কুপর সাহেব যিনি পূৰ্ব্বাবধি কলিকাতাস্থ প্রধান বিদ্যা মন্দিরে পাঠানুকূল্যার্থে নিযুক্ত ছিলেন । ইহঁার সুবিচক্ষণতা ও শৌর্য্য বীৰ্য্য গাম্ভীৰ্য্যতা ও বিষ্ঠাবুদ্ধিবিষয়ক কার্য্যে অজস্র পরিশ্রমের প্রাচুর্য্যতা ও পাঠশালার রীতিনীতি সংবৰ্দ্ধন ও সংশোধন ও ছাত্ৰগণে শিক্ষা প্রদানের আয়াসের আতিশয্যত দর্শনে আমরা কিপর্য্যস্ত বিনোদিত হইয়াছি। তদ্বর্ণনে অস্মল্লেখনী নিতান্ত শ্রাস্তা। দ্বিতীয়তঃ পরমোপযুক্ত শ্ৰীযুক্ত কেলী সাহেব যিনি অধুনা দ্বিতীয় শ্রেণীস্থ ছাত্রবর্গের অধ্যয়নান্তকুল্যাৰ্থ নিযুক্ত আছেন। ইহার বিজ্ঞতা ও ছাত্ৰগণের বিদ্যাবৃদ্ধিবিষয়ক কর্য্যে প্রচুর মনোযোগতাবলোকনে ভরস হইতেছে যে উক্ত শ্রেণীস্থ ছাত্রবর্গের ঐ ভাষায় অচিরে কৃতকাৰ্য্য হইতে পারিবেন । তৃতীয়তঃ স্ববিচক্ষণ সজ্জন স্বধৰ্ম্ম পরায়ণ শ্ৰীযুত ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় যিনি পূৰ্ব্বে নিখিল গুণযুত শ্ৰীযুত স্মিথ সাহেবের নূতন কলেজে নিযুক্ত হইয়াছিলেন ইঙ্গার বিচক্ষণতা ও পরিশ্রমের পারিপাট্যত দৃষ্টে উপলব্ধি হয় যে তদীয় তৃতীয় শ্রেণীস্থ সমস্ত অজ্ঞান ও অবিদ্যারূপ নিদ্রায় নিদ্রিত ছাত্রবর্গেরা অচিরে আলস্য স্বরূপ শয্যাহইতে উঠিয়া জ্ঞানরূপ চৈতন্য প্রাপ্ত হইতে পরিবেক । সম্পাদক মহাশয় এইক্ষণে এই পাঠশালার কার্য্য ইঙ্গরেঞ্জী ও আরবি ও পারস্য এই তিন ভাষায় চলিতেছে পরে আগামি সোমবাসরাবধি সংস্কৃত ভাষাধ্যাপনার্থ যে দুই জন বিজ্ঞতম বুধ শ্ৰীযুত গোপালচন্দ্র গোস্বামী ও শ্ৰীযুত অভয়াচরণ তর্কালঙ্কার নিযুক্ত হইয়াছেন । ইহারদিগের কায্যের উপষ্টভ হইবেক । আর দর্পণসম্পাদক মহাশয় অবগত থাকিতে পারেন যে সাধারণের উপকারার্থে এতৎসাহিত্যে সংবদ্ধিত রূপে যে এক চিকিৎসালয়ের কল্পনা জল্পনা হইয়াছিল। এইক্ষণে কল্পতরু তুল্য রাজাধিরাজের কৃপায় ঐ ক্লত কল্পনা সফল হইয়া অস্মদেশীয় সৰ্ব্বশাস্ত্রার্থ বেত্ত জনেক কবিরাজ মহাশয় যাহার নিখিল গুণবিষয়ক এক পত্র মহাশয়ের সর্বব্যাপি দৰ্পণে দেদীপ্যমান আছে । সংপ্রতি বিজ্ঞবর শ্ৰীযুত ডাক্তর ওয়াইস সাহেবের পূর্ব বাগদানানুসারে উক্ত মহাশয় ঐ চিকিৎসালয়ের এক জন প্রধান চিকিৎসক হইয়াছেন । ইহাতে অস্মদেশীয় মহাশয়েরা কিপর্য্যন্ত সন্তুষ্ট হইয়াছেন দপণপ্রকাশক মহাশয় উক্ত বিদ্যালয়ের ছাত্রবর্গের লিখন পঠন বিষয়ে আপাতত এতন্নিয়ম সমস্ত সংস্থাপিত হইয়াছে যে বেলা দশ ঘণ্টাসময়ে ছাত্রবর্গ উপস্থিত হইয়া চারি ঘণ্টাপৰ্য্যন্ত তখায় অবস্থিতি করিবেন এতন্মধ্যে আধ ঘণ্টা লিখিবেন । এবং অৰ্দ্ধ ঘণ্ট জন্য একবার অবকাশ পাইবেন মাত্র । অপিচ পারস্য ভাষাভ্যাসি ইঙ্গরেজী বিদ্যার্থি বালকের ভিন্ন চারি শ্রেণীতে বিভক্ত হইয়াছেন । ইহঁারা দুই ঘণ্টা ইঙ্গরেজী পড়িবেন অণধ ঘণ্ট" লিখিবেন । পরে তাবৎক্ষণ পারস্ত ভাষাভ্যাসে রত থাকিবেন । এইক্ষণে ইত্যাদিরূপ নিয়মে এতৎপাঠশালার কার্য্য নিম্পাদিত হইতেছে । পরে প্রধানাধ্যাপক