পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় ". qe সম্বন্ধে সম্প্রতি র্তাহার সহিত সার উইলিয়ম জোন্সের কথাবাৰ্ত্ত হইয়াছিল । ইহার তত্ত্বাবধানের ভার সার উইলিয়ম জোন্সের উপর । এই কাজের জন্য পূৰ্ব্বে র্যাহাদিগকে নিযুক্ত করা হইয়াছে তাহ ছাড়া জগন্নাথ তর্কপঞ্চানন নামক এক ব্যক্তিকে লইবার জষ্ঠ্য সেই সময় সার উইলিয়ম তাঙ্গকে বিশেষ করিয়া অনুরোধ করিয়াছেন । এই ব্যক্তির বয়স অধিক হইয়াছে সত্য, কিন্তু ঠাহাৰ মতামত পণ্ডিত্য ও যোগ্যতা সম্বন্ধে সকল শ্রেণীদ লোকেরই সৰ্ব্বোচ্চ ধারণ । তাহাব সাহাষ্য পাইলে এবং সঙ্কলয়িতারূপে ঠাঙ্গাব নাম যুক্ত থাকিলে গ্রন্থখানিব প্রামাণিকতা ও খ্যাতি যথেষ্ট বাড়িয়া যাইবে । গবর্ণর-জেনারেল বোর্ডকে আবও জানাইতেছেন যে, সার উইলিয়ম জোন্স জগন্নাথ তর্কপঞ্চাননকে মাসিক তিন শত, এবং ক্লাঙ্গার সহকারীদিগকে মাসিক এক শত টাক বেতন দিবার জন্য সুপারিশ করিয়াছেন । সুপারিশ গ্রাঙ্গ হইল এবং সেইমতে আজ্ঞা দেওয়া চইল "* জগন্নাথ তর্কপঞ্চাননের কিছু পরিচয় দেওয়া আবশ্যক । ১৬৯৫ খ্ৰীষ্টাকে হুগলী জেলার ত্ৰিবেণী গ্রামে ঠাঙ্গার জন্ম । তাহাব পিতা রুদ্রদেব তর্কবাগীশ তখনকার দিনেল এক জন নামজাদ পণ্ডিত ছিলেন । জগন্নাথ পিতার অধিক বয়সের সন্তান ; তাতার জন্মকালে রুদ্রদেবের বয়স ছিল ৬৬ ৷ BBBB BBBB BBB BBB BBB BBBBBBB BBB BBBBS BB BB B BB BB BB অসামান্ত ব্যক্তি হইবেন, সেই বয়সেই তাহার আভাস পাওয়া যাক্টত । বিশ বৎসর বয়স উত্তীর্ণ হইবার পূৰ্ব্বেই অসাধারণ নৈয়ায়িক বলিয়। চারি দিকে জগন্নাথের গ্যাতি ছড়াইয়া পড়িল । স্মৃতিশাস্ত্রেও তাহার গভীর জ্ঞান ছিল । কোন সমস্যায় পড়িলে ওয়াবেন হেষ্টিংস, শোব, সদর দেওয়ানী ও নিজামত আদালতের রেজিষ্ট্রার হারিংটন প্রভৃতি উচ্চ রাজকৰ্ম্মচারীরা তাঙ্গর পঞ্চামর্শ লইবার জন্য প্রায়ই ত্রিবেণীতে ছুটিতেন । জগন্নাথের অগাধ পাণ্ডিত্যের জন্য দেশের উচ্চনীচ সকলেই তাঙ্গকে অত্যন্ত BBB BBB Y BB BBB BB BBBBBB BB BBB BB BBBB BB BBBBBBB S শোভাবাজার-রাজপরিবারেব প্রতিষ্ঠাত, মহারাজা নবকৃষ্ণের সভায় সে-সময়ে অনেক জ্ঞানী-গুণীর BBBB BBB S BBB BBBBB BB BBS BBBB BBDD S HBBBB BBBB BBSBB BBBB তালুক ও পাকা বসতবাটী নিম্মাণেব উপযোগী অর্থ-সাহায্য কবিয়াছিলেন। মহারাজা একবার স্টাহাকে বাৎসরিক লক্ষ টাকা আয়ের একটি জমিদারী দিতে চাহিয়াছিলেন, কিন্তু পণ্ডিত তাহ প্রত্যাখ্যান করিয়া বলেন যে, তাহা হইলে তাতার বংশধরেরা বিলাসী হইয় পড়িবে—ধনগৰ্ব্বে বিদ্যাচর্চ বন্ধ করিয়া দিবে। মহারাজা নবকৃষ্ণের সুপারিশেই গবর্ণমেণ্ট তাহাকে তিন্দু-আইন সঙ্কলনে নিযুক্ত করেন।” : জগন্নাথ অদ্ভূত শ্ৰুতিধর ছিলেন। তাহাৰ স্মৃতিশক্তি সম্বন্ধে আজও অনেক গল্প শোনা যায়।

  • Public Dept. Consultation, 22 August 1788, No. 28. (Imperial Records.)

থয়াছেন :--- * জগন্নাথ তর্কপঞ্চাননের পণ্ডিত্য সম্বন্ধে রামমোহন রায় লিf * * * * “...Jagannatha was universally acknowledged to be the first ןi*ry character of day, and his authority has nearly as much weight as that of Raghunandana.”—Essay on the Rights of Hindoos over Ancestral Property... # N. N. Ghose : Memoirs of Maharaja Nubkisson. Bahadwr, p, 185.