পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭૨ মংবাদ পরে মোকালের কথা তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করিয়াছিলেন, তন্মধ্যে সংস্কৃত নাটক রামচরিত' উল্লেখযোগ্য। কিন্তু ষে-কাজের দ্বারা তিনি দেশ ও দশের মঙ্গলসাধন করিয়া অমরত্ব লাভ করিয়াছেন, এইবার তাঙ্গারক্ট আলোচনা করিব । হিন্দু ব্যবহারশাস্ত্র মতভেদ-সস্কুল। পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চানন অসাধারণ পাণ্ডিত্যের সচিত বিভিন্ন মতের সামঞ্জস্ত করিয়া বিবাদ-ভঙ্গাণব’ রচনা করিলেন । এই কাৰ্য্য তিনি একাই সম্পাদন করেন,— সময় লাগিয়াছিল তিন বৎসর। ১৭৯২, ফেব্রুয়ারি মাসে তিনি আট শত পৃষ্ঠাব্যাপী এই সুবৃহৎ গ্রন্থের পাণ্ডুলিপি সার উইলিয়ম জোন্সের হাতে দেন । - * জোন্স আশা করিয়াছিলেন, শীঘ্রই তর্কপঞ্চানন-সঙ্কলিত আইন-গ্ৰন্থখানি সংস্কৃত হইতে ইংরেজীতে অনুবাদ করিযী ফেলিতে পারবেন। ইঙ্গর ভূমিকার জন্য তিনি অনেক মূল্যবান উপাদানও সংগ্ৰহ করিয়াছিলেন । কিন্তু বিধি বাম হইলেন । ১৭৯৪, ২৭ এ এপ্রিল ঠান্ত বি মৃত্যু হয় । কিন্তু জোন্সের সাধু ইচ্ছা অপূর্ণ থাকে নাই । তাঙ্কাপ মৃত্যুর পর, গবর্ণর-জেনারেল সার স্কুল শোরের নির্দেশে, মীর্জাপুর জিলা আদালতের জজ এইচ. টি. কোলক্ৰক তর্কপঞ্চানন-সঙ্কলিত ব্যবস্থা-পুস্তকখানি Digest of Hindu Law on Contracts and Successions to solo on to ১৭৯৮ সালে ইহা কলিকাতায় মুদ্রিত হয় । এই অনুবাদ-কায্যে কোলক্রকেব তুই বৎসরের কিছু অধিক সময় লাগিয়াছিল (ডিসেম্বর, ১৭৯৬ ) । পারিশ্রমিক-স্বরূপ তিনি সবকারের নিকট হইতে পনর হাজার টাকা পাইয়াছিলেন । ● তর্কপঞ্চানমের রচনা-সম্বন্ধে কোলক্ৰক তাহার অনুবাদগ্রন্থের ভূমিকায় লিথিয়াছেন,— “হিন্দু আইনের অনেকগুলি সারসংগ্ৰহ, এবং টীকা হইতে চয়ন করিয়া বর্তমান গ্রন্থ সঙ্কলিত হইয়াছে। গ্রন্থক ভক্তিভাজন জগন্নাথ তর্কপঞ্চানন মহাশয় নিজে মূল স্বত্রগুলির মত প্রকার সম্ভব ভাষ্য করিয়াছেন ।...আধুনিক হিন্দু-আইন-সারসংগ্রহ-গ্রন্থগুলির মধ্যে এই কয়খানি বিশেষভাবে উল্লেখযোগ্য —(১) হেষ্টিংসের আদেশে সঙ্কলিত বিবাদার্ণব-সেতু', (২) সার উইলিয়ম জোনসের অনুরোধে, মিথিলার আইনজ্ঞ সৰ্ব্বরী ত্ৰিবেদী কর্তৃক সঙ্কলিত বিবাদ-সারার্ণব" এবং জগন্নাথ তর্কপঞ্চানন সঙ্কলিত বিবাদ-ভঙ্গার্ণল —যাহা ( অর্থাৎ শেষখানি ) অনূদিত হইল।”* তর্কপঞ্চানন-সঙ্কলিত বিবাদ-ভঙ্গীর্ণব গ্রন্থের একখানি হস্তলিখিত পুথি রাজ রাধাকাস্ত দেবের লাইব্রেরিতে আছে । & “বিবাদ-ভঙ্গার্ণব’ রচিত হইবার পর তর্কপঞ্চাননের মাসিক তিন শত টাকা বেতন সরকার বন্ধ করিয়া দিলেন । কিন্তু হেষ্টিংসের আমলে যে এগার জন পণ্ডিত প্রথমে ব্যবস্থাপুস্তক সঙ্কলন করেন, তাহার কাৰ্য্য শেষ হইবার পুরও পেন্সন পাইয়া আসিতেছিলেন । ১৭৯৩, জানুয়ারি মাসে জগন্নাথ শৰ্ম্ম৷ গবর্ণর-জেনারেল শোরকে পেন্সনের জন্য একখানি আবেদন-পত্র পাঠান। পত্রখানি আমি ভারতগবর্ণমেণ্টের দপ্তরখানায় আবিষ্কার করিয়াছি – -

  • Miscellaneous Essays by H. T. Galebrooke, A new edition, with notes, by E. B. Cowell, (1878), i. 405, 478. . . . . . .