পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98 BBB SBBS BBBBD DBsLL প্রধান নৈয়ায়িক ছাত্র বলেন, “গুরুদেব! নানা শাস্ত্র পড়াইয়া বুঝাইয়া দিয়াছেন, ঈশ্বর কি বস্তু। কিন্তু ঈশ্বর কি বস্তু তাহা এক কথায় বুঝাইয়া দেন নাই ।” - অস্তর্জলী অবস্থায় তর্কপঞ্চানন ঈষৎ হাসিয়া, মনে মনে এই শ্লোকটি রচনা করিয়া ছাত্রকে বলিয়াছিলেন,— “নরাকারং বদস্ত্যেকে নিরাকারঞ্চ কেচন । বয়ন্তু দীর্ঘসম্বন্ধা নারাকারাম (নীরাকারাম) উপাম্মহে ॥ —এক দল ( ঈশ্বরকে ) নরাকার বলেন, কেহ কেহ বা নিরাকারও বলেন। কিন্তু আমরা দীর্ঘসম্বন্ধের জন্স ( অর্থাৎ বহুকাল গঙ্গাতীরে বাস করার জন্য ) নারাকারাকে ( অথবা নীরাকারাকে ) উপাসনা করি । হুগলী ঐতিহাসিক সমিতির অনুরোধে সরকার ত্রিবেণীতে তর্কপঞ্চাননের চণ্ডীমণ্ডপে মৰ্ম্মরফলকের ব্যবস্থা করিয়াছেন। তাহাতে জগন্নাথ তর্কপঞ্চাননের মৃত্যুর তারিখ—ইং ১৮০৬ বলিয়৷ উল্লেখ করা হইয়াছে । অস্থ্যান্য স্থলেও আমি এই তারিখটি দেখিয়াছি । উমাচরণ ভট্টাচাৰ্য্য নামে তর্কপঞ্চাননের এক আত্মীয় পণ্ডিতের যে সংক্ষিপ্ত জীবনচরিত প্রকাশ করেন, সম্ভবতঃ তাঙ্গাই ভিত্তি করিয়া এই তারিখটি চলিতেছে । কিন্তু জীবনচরিত হিসাবে এই পুস্তকখানির মূল্য খুব কম,—কেবল BBKBB D KBBB BBB JBB BBBB BB S SBBBBBS BS BBBBS BBB BBBBB BBBBBBBB BB BBS BB BBBB BBB BBS BBBB BB BBB BBB BBB S BBBBBB মৃত্যু-তারিখ—অক্টোবর, ১৮০৭ । ভারত-সরকারের দপ্তরখানায় অনুসন্ধানকালে, গভর্ণর-জেনারেল লর্ড মিণ্টেণকে লিখিত, তর্কপঞ্চাননের পৌত্র কাশীনাথ শৰ্ম্মার একখানি আবেদন-পত্র আমার নজরে পরে । পত্রখানিব তারিখ ৫ জানুয়ারি, ১৮০৮ । কাশীনাথ লিখিতেছেন, “ষ্ঠাহার পিতামহ জগন্নাথ তর্কপঞ্চানন BB BBBB BB BBBBBB BBB BBB BBBB BBBBBB S BBS BBB BBBBBB মৃত্যু-তারিখ স্পষ্ট জানা যাইতেছে । কাশীনাথের আবেদন-পত্রে প্রকাশ, "তর্কপঞ্চাননের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কঁহার মাসিক তিন শত টাকা পেন্সন সরকার বন্ধ করিয়া দিয়াছেন ; এই অর্থসাহায্য বন্ধ হইলে তর্কপঞ্চাননের পরিবারবর্গের সংসার চালান দুর্ঘট হইবে, সঙ্গে সঙ্গে তাঙ্গার বংশধরগণের বিদ্যানুশীলনের পথ ও রুদ্ধ হইবে "+ ১৮৮, ৮ই জানুয়ারি সরকাব হুগলীর ম্যাজিষ্ট্রেটকে কাশীনাথের আজীখানি পাঠাইয়া, তর্কপঞ্চাননের পরিবারবর্গের প্রকৃত অবস্থা অনুসন্ধান করিতে আদেশ করিলেন । , - ১৮৪৮, ১৩ই এপ্রিল হুগলীর জজ ও ম্যাজিষ্ট্রেট আর্ণ ষ্ট (T. H. Ernst) সাহেব উত্তরে কর্তৃপক্ষকে জানাইলেন,—

  • The humble petition of Kashinath Sharmana, grandson of the late Jagannath Tarkapanchanan most humbly sheweth unto your Lordship that the said Jagannath Tarkapanchanan...died in October last (1807] at the age of more than 100 years...” Public Dept. Con. 8 January 1808, No, 100. - -

+ কাশীনাথের আবেদন-পত্ৰখানি জামি Modern Review (Sep. 1929. pp. 261-69) to প্রকাশ করিয়াছি ।