পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ8Ե- সংবাদ পত্রে মোকালের কথা পৃ. ১৫৫–‘বিপ্রভক্তি চন্দ্রিক।” ইহা পুথির আকারে তুলট কাগজে ছাপা, পৃষ্ঠা-সংখ্যা ১০ । "কলিকাতা নগরে সমাচার চন্দ্রিক যন্ত্রেণাঙ্কিত শকাবদা: ১৭৫৪” । মতিলাল শীল ধৰ্ম্মসভায় প্রশ্ন করেন, “শূদ্রবৈষ্ণব ব্রাহ্মণের নমস্ত কি না। ঐ বৈষ্ণব ব্রাহ্মণকে প্রণাম করিলে ঐ ব্রাহ্মণ সেই বৈষ্ণবকে প্রণাম করিবেন কি না এবং শুদ্রবৈষ্ণবের প্রসাদ ব্রাহ্মণ ভোজন করিতে পারেন কি না।" ধৰ্ম্মসভার পণ্ডিতবর্গ—নিমাইচন্দ্র শিরোমণি, শম্ভুচন্দ্ৰ শৰ্ম্ম, জয়গোপাল তর্কালঙ্কার ও হরনাথ শৰ্ম্ম এই প্রশ্নের উত্তরে যে ব্যবস্থাপত্র দেন তাহা ভাষার্থসহিত এই পুস্তিকায় মুদ্রিত হইয়াছে। এই প্রসঙ্গে ধৰ্ম্মসভার সম্পাদকরূপে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সহিত মতিলাল নীলের যে কয়খানি পত্র-ব্যবহার হয়, তাহাও ইহাতে স্থান লাভ করিয়াছে । পৃ. ১৫৬—যোগধ্যান মিশ্র ১৮২৬ সনের এপ্রিল মাসে স্থির হয়, কলিকাতা গবমেণ্ট সংস্কৃত কলেজের সাহিত্য ও অলঙ্কার শ্রেণীর ছাত্রবর্গকে অস্ততঃ এক বৎসর ভাস্করাচার্য্যের লীলাবতী ও বীজগণিত পড়িতে হইবে । এই বিষয়ে অধ্যাপনার জন্ত পরবর্তী মে মাসে, উইলসন সাহেবের সুপারিশে, যোগধ্যান মিশ্র নামে এক জন পণ্ডিত মাসিক ৮০ বেতনে নিযুক্ত হন । এই কৰ্ম্মে নিযুক্ত হইবার পূৰ্ব্বে যোগধ্যান দুই বৎসর উইলসন সাহেবের অধীনে পণ্ডিতের কার্য্য কবিয়াছিলেন । ২১ নবেম্বর ১৮৪৯ তারিখে কাশীতে র্তাহার মৃত্যু হয় । তাঙ্গার স্থলে সংস্কৃত কলেজে প্রিয়নাথ শৰ্ম্ম নিযুক্ত হন । i ১৮৩৯ সনে সারস্বধানিধি যন্ত্র হইতে যোগধান মিশ্র ( হরচন্দ্র ও উলেষ্টন সাহেবের সহযোগে ) ‘ক্ষেত্রতত্ত্বদীপিকা দেবনাগর অক্ষরে প্রকাশ করেন । ক্ষেত্রতত্ত্বদীপিক' হটনের ইংরেজী পুস্তক অবলম্বনে রচিত । পৃ. ১৬২—গৌরীশঙ্কর তর্কবাগীশ অচ্যুতচরণ চৌধুরী-প্রণীত 'শ্রীহট্টের ইতিবৃত্ত পুস্তকে প্রকাশ — "গৌরীশঙ্কর ইটার পঞ্চগ্রামে কৃষ্ণাত্রেয় গোত্রীয় ব্রাহ্মণকুলে ১৭৯৯ খৃষ্টাব্দে জন্ম গ্রহণ করেন । ইহার পিতার নাম জগন্নাথ ভট্টাচাৰ্য্য।.গ্রামের চতুষ্পাঠীতেই গৌরীশঙ্করের ব্যাকরণ ও সাহিত্য শিক্ষা সমাপ্ত হয়। তৎপূর্বেই তাহার মাতৃবিয়োগ হইয়াছিল। তিনি যখন কিশোরবয়স্ক, পিতা জগন্নাথ তখন পরলোক গমন করেন । পিতৃবিয়োগে গৌরীশঙ্কর অত্যস্ত বিষাদিত হন এবং একদা রাত্ৰিযোগে কাহাকেও কিছু না বলিয়া বাট পরিত্যাগপূর্বক নবদ্বীপ গমন করেন। তখন গৌরীশঙ্করের বয়স পঞ্চদশ বর্ষ মাত্র, পঞ্চদশবর্ষীয় বালক অপরিচিত নবদ্বীপে জনৈক অধ্যাপকের গৃহে উপস্থিত হইয় স্বায়াধ্যয়নের অভিপ্রায় জ্ঞাপন করেন।...গৌরীশঙ্কর যথাকলে অধ্যাপক হইতে তর্কবাগীশ