পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጳ¢: zBB TYT CBBBDD YY fäfstätitwā :—“IKhos Galpa, Sar, 1889, pleasing tales by Gungadhar Tarkavhagis, of Halishwar.” - পৃ. ১৭৩–ঈশ্বরচন্দ্র গুপ্ত ৬ মার্চ ১৮১২ তারিখে কাচরাপাড়ায় ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম হয় । শৈশবে তিনি দুরন্তু ছেলে ছিলেন—লেখাপড়া বিশেষ শেখেন নাই, তবে মুখে মুখে ছড়া কাটিতে পারিতেন। অল্প বয়সে মাতৃহীন হইবার পর ঈশ্বরচন্দ্র কলিকাতায় আসিয়া মাতুলালয়ে আশ্রয় গ্রহণ করেন ; কলিকাতায় অবস্থানকালে তিনি অল্পস্বল্প শিক্ষালাভ করিয়াছিলেন। কলিকাতার পাথুরিয়াঘাট ঠাকুর-পরিবারের সহিত ঈশ্বরচন্দ্রের মাতামহ-বংশের পরিচয় ছিল । এই স্থত্রে ঈশ্বরচন্দ্র গোপীমোহন ঠাকুরের তৃতীয় পুত্র নন্দকুমার ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র যোগেন্দ্রমোহন ঠাকুরের সহিত পরিচিত হন। ষোগেন্দ্রমোহন ঈশ্বরচন্দ্রের সমবয়স্ক এবং ঈশ্বরচন্দ্রের কবিতার গুণগ্রাহী ছিলেন । র্তাহারই সাহায্যে ঈশ্বরচন্দ্র ‘সংবাদ প্রভাকর প্রকাশ করেন। ‘সংবাদ প্রভাকরাই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। ‘সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্রের অদ্বিতীয় কীৰ্ত্তি । তিনি আরও কয়েকখানি পত্রের সম্পাদনা করিয়াছিলেন । ভাঙ্গার সম্পাদিত পত্রিকাগুলির নাম — ( ১ ) সংবাদ প্রভাকর । • (২) সংবাদ রত্নাবলী । ( ৩ ) পাযগুপীড়ন । ( 4 ) সংবাদ সাধুরঞ্জন । ঈশ্বরচন্দ্র গুপ্তের রচনাবলীর একটি তালিকা দিতেছি – ১ । কালীকীৰ্ত্তন গ্রন্থ। yরামপ্রসাদ সেনের কৃত । শ্ৰী ঈশ্বরচন্দ্র গুপ্তের যত্নানুসারে সংগ্ৰহণ পূর্বক সংশোধিত । ১৮৩৩ সাল। ২ । কবিবর ৮ ভারতচন্দ্র রায় গুণাকরের জীবনবৃত্তান্ত । ইং ১৮৫৫ ৷ ৩ । প্রবোধপ্রভাকর । ইং ১৮৫৮ । ৪ । হিত-প্রভাকর ৷ ইং ১৮৬১ | ৫ । মহাকবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মহাশয়ের বিরচিত কবিতাবলীর সার সংগ্রহ। রামচন্দ্র গুপ্তের দ্বারা সংগৃহীত। ইং ১৮৬২.। ১২৮১ সালে প্রকাশিত এই গ্রন্থাবলীর ৮ম সংখ্যা পৰ্য্যন্ত দেখিয়াছি, তাহার পর বোধ হয় আপ কোন সংখ্যা প্রকাশিত হয় নাই । রামচন্দ্র গুপ্তের সংস্করণ ছাড়া পৰ্বৱৰ্ত্তী কালে গুপ্ত-কবির গ্রন্থাবলীর অন্ততঃ আরও তিনটি স্বতন্ত্র সংস্করণ প্রকাশিত হইয়াছিল – ' t . . (ক) কবিতাসংগ্রহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদিত। ১ম খণ্ড (১২৯২ ) ; ২য় খণ্ড (১২৯৩)। t x 敏 r. (খ ) কবিবর স্বৰ্গীয় ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী । কালীপ্রসন্ন বিদ্যারত্ন-সম্পাদিত । বসুমতী আফিস, আশ্বিন ১৩০৬ । - r