পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ম্পাদকীয় qqo বসুমতী অফিস হইতে পরে ১ম ও ২য় ভাগ গ্রন্থাবলী বঙ্কিমচন্দ্রের ভূমিক-সহ একত্রে প্রকাশিত হয় । (গ) গ্রন্থাবলী । ৮ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রণীত । ভ্রমণীন্দ্রকৃষ্ণ গুপ্ত সম্পাদিত। ১ম ও ২য় খণ্ড, | সাল مو! ه ٧9 خ ৬ । বোধেন্দু বিকাশ । ইং ১৮৬৩ ৷ * সত্যনারায়ণের ব্ৰতকথা । ১৯১৩ । চুচুড়, সাহিত্য-আলোচনা সমিতি হইতে প্রকাশিত । 称 素 肇 ঈশ্বরচন্দ্র গুপ্তের অনেকগুলি অপ্রকাশিত রচনা ১১শ-১৩শ বর্ষের বসুধা’ পত্রিকায় প্রকাশিত হইয়াছে । ঈশ্বরচন্দ্র দীর্ঘজীবী ছিলেন না। ২৩ জানুয়ারি ১৮৫৯ তারিখে, ৪৭ বৎসর বয়সে র্তাহার মৃত্যু হয়। যাহারা ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্বন্ধে বিস্তৃত বিবরণ পাঠ করিতে ইচ্ছুক, তাহারা বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ কর্তৃক প্রকাশিত সাহিত্য-সাধক-চরিতমালার ১০ম পুস্তক ঈশ্বরচন্দ্র গুপ্ত পাঠ করিতে পারেন। পু. ১৭৫—গঙ্গাকিশোর ভট্টাচাৰ্য্য এই গ্রন্থের প্রথম খণ্ডে (২য় সং, পৃ. ৪৪৩-৪৭) “সম্পাদকীয়"-বিভাগে গঙ্গাকিশোর সম্বন্ধে আলোচিত হইয়াছে। ইহার পর পরিষৎ হইতে প্রকাশিত সাহিত্য-সাধক-চরিতমালার ৭ম পুস্তক ‘গঙ্গাকিশোর ভট্টাচার্ষ্যে আমি গঙ্গাকিশোর সম্বন্ধে আরও অনেক নূতন তথ্য প্রকাশ করিয়াছি। পৃ. ১৭৫—‘বাঙ্গাল গেজেটি ংলা ভাষায় আদি সংবাদপত্র কোনখানি, ইহা লইয়া অনেক দিন হইতে আলোচনা চলিতেছে । এক পক্ষের মতে স্ত্রীরামপুরের ‘সমাচার দর্পণ’ই প্রথম বাংলা সংবাদপত্র । অপর পক্ষ বলেন, এই সম্মান গঙ্গাকিশোর ভট্টাচার্য্যেয় ‘বাঙ্গাল গেজেটি'র প্রাপ্য । ১৮৫২ সনে ঈশ্বরচন্দ্র গুপ্ত র্তাহার ‘সংবাদ প্রভাকরে সংবাদপত্রের ইতিবৃত্ত প্রকাশ করেন ; তাহাতে তিনি লেখেন যে, ঐরামপুর মিশন কর্তৃক ১৮১৮ সনে প্রবর্জিত ‘সমাচার দর্পণ প্রথম বাংলা সংবাদপত্র নহে,-প্রথম বাংলা সংবাদপত্র ‘বাঙ্গাল গেজেটি ১২২২ কিম্বা ১২২৩ (ইং ১৮১৫-১৬ ) সালে গঙ্গাধর ভট্টাচাৰ্য্য কর্তৃক প্রকাশিত হয়। পাদরি লং ১৮৫০ সনে ‘সমাচার দর্পণকে প্রথম বাংলা সংবাদপত্র বলিয়াছিলেন,ঞ্চ কিন্তু ১৮৫৫ সনে—সম্ভবত: ঈশ্বরচন্দ্র গুপ্তের উক্তি পাঠ করিয়া, তিনি পূৰ্ব্বমত বর্জন করেন । তদবধি প্রথম বাংলা সংবাদপত্র কোনখানি—এই লইয়া আলোচনা চলিয়া « as ziątega sternah warty v cx ovas stfirws Englishman and Military Chronicle.*1tgt

  • थकांतिछ हड़ेब्राहिण ।
  1. The Galcutta Review for 1850, p. 145. f Long's Descriptive Catalogue of Bengali Works.

>轮