পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় کی یہ ԳծԳ পরিচালক—গঙ্গাকিশোর ভট্টাচাৰ্য্য ও হরচন্দ্র রায় জীবিত, কিন্তু তাহার কেহ এই উক্তির প্রতিবাদ করিয়াছিলেন বলিয়া আমার জানা নাই। ইহা ছাড়া, ১৮৩১ সনে ‘সমাচার দর্পণ"-সম্পাদকও দৃঢ়তার সহিত অনুরূপ কথা বলেন ; তাহার মতে ‘বাঙ্গাল গেজেটি'র প্রকাশকাল ‘সমাচার দর্পণের “কদণচ পূৰ্ব্বে নহে,” “ভারতবর্ষের মধ্যে বঙ্গভাষায় যে সকল সম্বাদ পত্র প্রকাশ হয় তন্মধ্যে দর্পণ আদি পত্র ইহা আমরা স্পষ্ট জ্ঞাত হইয়া” ইত্যাদি । এই কারণে ‘সমাচার দর্পণকে ‘বাঙ্গাল গেজেটি'র অগ্রজ মমে করিলে অসঙ্গত হইবে না । 擎 肇 嶽 এই প্রসঙ্গে একটি নূতন সংবাদ সম্প্রতি জানা গিয়াছে। ১৮১৯ খ্ৰীষ্টাব্দের জানুয়ারি সংখ্যা ‘এশিয়াটিক জনালে ১৮১৮ খ্ৰীষ্টাব্দের ১৬ই মে তারিখের ‘ওরিয়েন্টাল ষ্টাব’ পত্রিকা হইতে निग्वद्र। সংবাদটি মুদ্রিত হইয়াছে – * BENGALEE NEWSPAPER. From the Oriental Star, May 16.-Amongst the improvements which are taking place in Calcutta, we observe with satisfaction that the publication of a Bengalee newspaper has been commenced. The diffusion of general knowledge and information amongst the natives must lead to beneficial effects ; and the publication we allude to, under proper regulations, may become of infinite use, by affording the more ready means of communication between the natives and the European residents.-The Asiatic Journal and Monthly Register (London) for January 1819, p. 59. দেখা যাইতেছে, ১৬ মে ১৮১৮ তারিখে 'ওরিয়েণ্টাল ষ্টার’ কলিকাতায় বাঙালী-প্রবর্তিত একখানি বাংলা সংবাদপত্রের কথা জ্ঞাপন করিতেছেন । এই সংবাদপত্র যে ‘বাঙ্গাল গেজেটি, তাহাতে সন্দেহ নাই ; কারণ, স্ত্রীরামপুর হইতে ‘সমাচার দর্পণ প্রকাশিত হয় পরবর্তী ২৩এ মে (শনিবার ) তারিখে । কিন্তু এই সংবাদটিকে আমি "বাঙ্গাল গেজেটি’ প্রকাশ সম্বন্ধে প্রমাণ বলিয়া মনে করিতে পারিতেছি না । আমার সংশয়ের কারণ বলিতেছি । ১৪ মে ১৮১৮ তারিখের ‘গবর্মেন্ট গেজেটে প্রকাশিত, ১২ই মে তারিখযুক্ত একটি বিজ্ঞাপনে (ইতিপূর্বে উদ্ধত ) ‘বাঙ্গাল cksib offs: sista” (“intends to publish”) *fool of fore হইয়াছে এবং ‘ওরিয়েণ্টাল ষ্টারে'র ১৬ই মে তারিখের সংবাদে দেখা যাইতেছে, "The publication of a Bengalee Newspaper has been commenced.” sfsĩ s#* >s# s#Is svề cs তারিখের মধ্যে কোন একটি দিনে ‘বাঙ্গাল গেজেটি' প্রকাশিত হইয়াছিল। ‘বাঙ্গাল গেজেটি প্রতি শুক্রবার প্রকাশিত হইত, সুতরাং ১৫ মে ১৮১৮ ( শুক্রবার ) তারিখে উহা প্রকাশিত হইয়াছিল ধরিতে হইবে । ‘বাঙ্গাল গেজেটি' “বাহির হইবে”—এই বিজ্ঞাপন ১৪ই মে বাহির হইবার পর-দিনই ১৫ই মে তারিখে কাগজ বাহির হইয়াছে এবং এই ১৫ই তারিখেই ওরিয়েন্টাল ষ্টারে'র সাহেব সম্পাদক সেই পত্রিক দৃষ্টি সেই দিনই তাহার উপর মন্তব্য লিখিয়াছেন ও সেই মন্তব্য তাহার পরের দিন অর্থাৎ ১৬ই প্রকাশিত হইয়াছে—এই জাতীয় তৎপরতা সে-যুগে সম্ভব ছিল কি না, বিশেষভাবে বিবেচ্য।