পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় ' ጫፍgጫ বাগবাজার— - ১ । রাজ রাজবল্লভ বাহাদুরের পুত্র রাজা মুকুন্দবল্লভের দত্তক পুত্র রাজা গৌরবল্লভ । ২ । উদয়চরণ মিত্রের পুত্র ভগবতীচরণ মিত্র । ৩ । গোকুলচন্দ্র মিত্রের পৌত্র হরলাল মিত্র । ৪ । দুর্গাচরণ মুখার্জির পুত্র শম্ভুচন্দ্র মুখার্জি । ৫ । দুর্গাচরণ মুখার্জির দৌহিত্র ভগবতীচরণ গাঙ্গুলী । ৬ । তারিণীচরণ বসুর পুত্র কাশীনাথ বসু । শুrামবাজার— ১ । কৃষ্ণকাস্ত বস্ত জমিদারের পুত্র গুরুপ্রসাদ বস্ব এবং কালাচাদ বস্ত । ২ । তুলসীরাম ঘোসের পৌত্র কাশীপ্রসাদ ঘোষ । ৩ । মহারাজা রাজবল্লভের ভাগিনেয় ( অথবা ভ্রাতুষ্পপুত্র nephew ? ) কাশীপ্রসাদ রায় । ৪ । রায় জগন্নাথপ্রসাদের পুত্র কৃষ্ণপ্রসাদ রায় । শোভাবাজার— - ১ । রাজা নবকৃষ্ণের পৌত্র এবং রাজ রাজকৃষ্ণের পুত্র রাজা শিবকৃষ্ণ, কালীকৃষ্ণ প্রভূতি । ২ । রাধাকান্ত দেব ও তাহার পুত্র । ৩ । জগমোহন বিশ্বাসের পুত্র কৃষ্ণানন্দ বিশ্বাস । ৪ । কালীশঙ্কর ঘোষের পুত্র হরচন্দ্র ঘোষ । * ৫ । গুরুপ্রসাদ মিত্রের পুত্র জয়নারায়ণ মিত্র । ৬ । বৃন্দাবন বসাকের পুত্র কৃষ্ণমোহন বসাক । জোড়াবাগান— ১ । রাধামাধব ব্যানাজী । গরাণহাটা— ы. ১ । পামার সাহেবের দেওয়ান গঙ্গানারায়ণ সরকারের পৌত্র শিবচন্দ্র সরকার । নিমতলা ১ । কাশীনাথ দত্তের পুত্র বিশ্বেশ্বর দত্ত । ২ । মদনমোহন দত্তের পৌত্র উদয়ৰ্চাদের পুত্ৰ মহেশচন্দ্র দত্ত । সিমলা— ১। ফেয়ারলি কোম্পানীর দেওয়ান রামদুলালের পুত্র আশুতোষ দে } ২ । রামদুলাল সরকারের জামাত। রাধাকৃষ্ণ মিত্র । . - ৩ । রসময় দত্ত ।