পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԳՆ সংবাদ পত্রে মোকালের কথা লেখক কে তাহার কোন উল্লেখ নাই), তাহাতে রাজারামকে রামমোহনের পালিত পুত্র বলিয়া বর্ণনা করা হয় । ডাঃ কাপেন্টার তাহার রচিত রামমোহন-জীবনীতে রাজারামকে রামমোহনের কনিষ্ঠ পুত্র বলিয়। বর্ণনা করেন, ইহার উল্লেখ করিয়া পত্রপ্রেরক লেখেন,— t “কোন ভ্রম সংশোধন প্রয়োজন মনে করিলে তাহ জানাইবার জন্য আমাকে অনুরোধ করিয়াছেন । রামমোহনের চরিত্রের সুনাম রক্ষার জন্ত বাঞ্ছনীয় জ্ঞানে এইরূপ একটি সংশোধনের কথা তাহার দেশীয় বন্ধুগণ আমাকে বলিয়াছেন। ‘রাজা’ নামে যে বালককে তিনি সঙ্গে করিয়া বিলাত লইয়া যান সে র্তাহার পুত্র নহে, এমন কি হিন্দুপ্রথানুযায়ী গৃহীত দত্তক পুত্ৰও নহে ; সে পিতৃমাতৃহীন অসঙ্গয় বালক, অবস্থাচক্রে রামমোহনকে প্রতিপালন ও শিক্ষার ভার গ্রহণ করিতে হয় । যে বিশেষ ঘটনার বশে রাজারাম তাহার আশ্রয়ে আসে, সে-কথা রামমোহন আমাকে বলিয়াছিলেন—তাত এখনও আমার বেশ স্মরণ আছে এবং এ বিষয়ে আমার স্মৃতির সহিত অন্যান্য লোকের স্মৃতির মিল আছে । ঘুরিদ্বারের মেলায় প্রতি বৎসর দুই-তিন লক্ষ লোক সমাগম হয় ; উহারই একটিতে ঈষ্ট ইণ্ডিয়৷ কোম্পানীর সিবিলিয়ান ডিক (Dick) সাহেব এই শিশুটিকে অসহায় ও পরিত্যক্ত অবস্থায় কুড়াইয়৷ পান। ইহার পিতামাতা হিন্দু কি মুসলমান, তাহারা শিশুকে হারাইয় ফেলে কি স্বেচ্ছায় পরিত্যাগ করিয়া যায়,—এ সব কথা কিছুই জানা যায় নাই । সে যাহাই হউক, ডিক সাহেবই বালকটিকে অন্নবস্ত্র দিয়া প্রতিপালন করেন এবং যখন তিনি স্বাস্থ্যোন্নতির জন্য এদেশ ত্যাগ করিতে বাধ্য তন, তখন তাহাব কি ব্যবস্থা করা যায়, সে বিষয়ে রামমোহনের সহিত পরামর্শ করেন । আমার পরলোকগত বন্ধু দয়াপরবশ হইয়া কি বলিয়া উঠিয়াছিলেন, তাহা আমার বেশ স্মরণ আছে ; যখন দেখিলাম একজন ইংরেজ— একজন খ্ৰীষ্টিয়ান—এক দরিদ্র অনাথ বালকের মঙ্গলের জন্য এই ভাবে যত্ন করিতেছেন, তখন এদেশের লোক হইয়া কেমন করিয়া আমি বালককে আশ্রয় দিতে—তাহার ভরণপোষণের ভার লইতে ইতস্ততঃ করি ? ডিক সাহের আর ভারতে ফিরিয়া আসেন নাই—আমার বিশ্বাস বিলাতের পথেই তাতার মৃত্যু হয় । বালকটি রামমোহনের কাছেই রহিয়া গেল । সে র্তাহার এতই প্রিয় হইয় উঠিয়াছিল যে, অনেক সময় আমার মনে হইয়াছে—সময়ে সময়ে ঠাহাকে এ কথাও বলিয়াছি—অতিরিক্ত অাদর দিয়া তিনি তাহার .# অনিষ্ট করিতেছেন ।" * দ্বিতীয়তঃ, ১৮৩৬ সনের ২রা জুলাই তারিখের সমাচার দর্পণে আগ্র আখ বার’ নামক পত্র হইতে একটি সংবাদ উদ্ধৃত হয়। সংবাদটি এইরূপ — * “রামমোহন রায়ের পুত্ৰ –শ্ৰীযুত সর জন হবহোঁস সাহেবকতৃক সংপ্রতি যে হিন্দু যুব ব্যক্তি ইঙ্গলগুদেশে সিবিলসম্পৰ্কীয় কাৰ্য্যে নিযুক্ত হইয়াছেন র্তাহার নাম রাজা তিনি Vরামমোহন রায়ের পোষ্যপুস্ত্র এইক্ষণে র্তাহার স্বয়ঃক্রম বিংশবর্ষ হইতে পারে যেহেতু তিনি ঐ পালক পিতার সমভিব্যাহারে ৬ বৎসর হইল বিলাতে গমন করিয়াছেন গমনসময়ে র্তাহার চতুদর্শবর্ষ বয়ঃক্রম ছিল। প্রথমে ঐ বেচার পিতৃমাতৃ বিহীনঙ্গওয়াতে সিবিলসম্পৰ্কীয় খ্ৰীযুত ডিক সাহেবকতৃক প্রতিপালিত হইয়াছিলেন ঐ সাহেবের সহিত রামমোহন