পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*$8 - সংবাদ পত্রে মেকালের কথা (*) Dayabhaga, or Law of Inheritance, by Jimutavahana, with a commentary by Krishna Terkalankara. 1829. (*) The Mitakshara : A Compendium of Hindu Law ; by Wijnaneswara. Founded on the text of Yajnawalkya. The Vyavahara Section, or Jurisprudence. 1829. পৃ. ২৯, ৫১–কাশীনাথ তর্কপঞ্চানন ঈষ্ট ইণ্ডিয়া কোম্পানী যে-সকল ইংরেজকে শাসনকাৰ্য্য পরিচালনের জন্য এদেশে পাঠাইতেন, তাহাদিগকে কৰ্ম্মক্ষেত্রে প্রবেশ করিতে দিবার পূৰ্ব্বে এদেশীয় ভাষা শিক্ষা দেওয়া যে অবশুপ্রয়োজন, গবর্ণর-জেনারেল লর্ড ওয়েলেসলী ইহা বিশেষভাবে উপলব্ধি করিয়াছিলেন । এই উদেখে তিনি ১৮• • সনের শেষাশেষি কলিকাতায় ফোর্ট উইলিয়ম কলেজের প্রতিষ্ঠা করেন । ১৮০১ সনের ৪ঠা মে তারিখে কলেজ-কাউন্সিলের অধিবেশনে এই কলেজের বিভিন্ন বিভাগে পণ্ডিত, মৌলবী প্রভৃতির নিয়োগ মঞ্জুর হয়। বাংলা-বিভাগের অধ্যক্ষ নিযুক্ত হন—পাদরি উইলিয়ম কেরী। তাহার অধীনে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রধান পণ্ডিতের পদে এবং রামনাথ বিদ্যাবাচস্পতি দ্বিতীয় পণ্ডিতের পদে যথাক্রমে দুই শত ও এক শত টাকা বেতনে নিযুক্ত হইয়াছিলেন । ১৮১৩ সনে কাশীনাথ তর্কপঞ্চানন বাংলা-বিভাগের এক জন সহকারী পণ্ডিত নিযুক্ত হন । এই পদে কাশীনাথ প্রায় ১২ বৎসর কাটাইয়াছিলেন । ১৮২৫ সনের নবেম্বর () মাসে রামচন্দ্র বিদ্যালঙ্কারের মৃত্যু হইলে কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজে স্মৃতিশাস্ত্রের অধ্যাপকের পদ শূন্ত হয় । কাশীনাথ তর্কপঞ্চানন এই পদের জন্য আবেদন করেন এবং প্রতিযোগিতা-পরীক্ষায় শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া মাসিক ৮০২ বেতনে নিযুক্ত হন । তিনি ১৯ নবেম্বর ১৮২৫ তারিখ হইতে বেতন লইয়াছিলেন এবং ১৮২৭ সনের এপ্রিল মাস পর্য্যস্ত এই পদে নিযুক্ত ছিলেন। ১৮২৭ সনের মে মাসে কাশীনাথ তর্কপঞ্চানন ২৪-পরগণা জেলার জজ-পণ্ডিত নিযুক্ত হন । এই সংবাদে ‘সমাচার চন্দ্রিকা’ লিখিয়াছিলেন – “পাণ্ডিত্য কৰ্ম্মে নিয়োগ –সিমুল্য নিবাসি শ্ৰীযুত কাশীনাথ তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য্য যিনি সংস্কৃত কলেজের স্মাৰ্ত্তাধ্যাপক ছিলেন তিনি ২১ বৈশাখ ৩ মে বৃহস্পতি বারে জেলা চব্বিশ পরগণার পাণ্ডিত্যকৰ্ম্মে নিযুক্ত হইয়াছেন।”—১২ মে ১৮২৭ তারিখের “সমাচার দর্পণে উদ্ধত । - ১৮২৭ হইতে ১৮৩১ সন পৰ্য্যস্ত কাশীনাথ ২৪-পরগণার পণ্ডিত ও সদর আমীনের কাৰ্য্যে নিযুক্ত ছিলেন–সংস্কৃত কলেজের নথিপত্র হইতে ইহা জানা গিয়াছে। ইহার পর তিনি চাকুরী হইতে বরখাস্ত হন । কাউন্সিল অব এডুকেশনের ২৭ ফেব্রুয়ারি ১৮৪৭ তারিখের অধিবেশনের কার্য্যবিবরণে প্রকাশ ঃ- . . . y - - He was dismissed by order of the Sudder Dewany Audalat but by a subsequent proceedings of that Court it appearing that