পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় a S( , the said order did not prohibit his future employment...his name was registered in the Council's list for employment... ১৮৩২ হইতে ১৮৪৬ সন পৰ্য্যস্ত কাশীনাথ কি করিয়াছিলেন, তাহা জানা যায় নাই। ১৮৪৭ সনে তিনি পুনরায় সংস্কৃত কলেজে যোগদান করেন। সংস্কৃত কলেজে ব্যাকরণ-শ্রেণীতে ছাত্রাধিক্য হওয়ায়, চারিটি শ্রেণীতে কুলাইতেছিল না। এই কারণে ব্যাকরণের পঞ্চম শ্রেণী স্থাপিত এবং মাসিক ৪০ বেতনে ঐ শ্রেণীর জষ্ঠ এক জন অধ্যাপক নিযুক্ত করিবার প্রস্তাব করিয়া সংস্কৃত কলেজের তদানীন্তন সেক্রেটরী রসময় দত্ত ২৯ জানুয়ারি ১৮৪৭ তারিখে শিক্ষা-পরিষদকে লেখেন। পরবর্তী ফেব্রুয়ারি মাসে বঙ্গীয় গবর্মেন্ট এই প্রস্তাব মঞ্জুর করেন। রসময় দত্ত এই পদে কাশীনাথকে নিযুক্ত করিবাব জন্ম শিক্ষা-পরিষদকে সুপারিশ করিয়াছিলেন ; কাশীনাথের পাণ্ডিত্য সম্বন্ধে তাহার উচ্চ ধারণা ছিল। শিক্ষা-পরিষদ ২৭ ফেব্রুয়ারি ১৮৪৭ তারিখের অধিবেশনে কাশীনাথের নিয়োগ মঞ্জুর করিয়াছিলেন। কাশীনাথ ১২ই মার্চ ১৮৪৭ হইতে মাসিক ৪০ বেতনে সংস্কৃত কলেজে ব্যাকরণের ৫ম শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হন । এই সময় তাহার বয়স ৫৯ বৎসর—একরূপ বৃদ্ধ হইয়াছেন । এই কারণে অধ্যাপনা-কাৰ্য্য আশাম্বরূপ ভাবে তাঙ্গর দ্বারা চলিতেছিল না। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হইবার প্রাক্কালে বিদ্যাসাগর মহাশয় কলেজের সাহিত্য-অধ্যাপক ও অস্থায়ী সেক্রেটরীরূপে সংস্কৃত কলেজের আমূল সংস্কারকল্পে শিক্ষা-পরিষদকে ১৬ ডিসেম্বর ১৮৫০ তারিখে এক সুদীর্ঘ রিপোর্ট পাঠাইয়াছিলেন ; কাশীনাথকে ব্যাকরণের অধ্যাপক-পদ হইতে সরাইয় গ্রন্থাধ্যক্ষ-পদে, এবং গিরিশচন্দ্র বিদ্যারত্বকে গ্রন্থাধ্যক্ষ-পদ হইতে ব্যাকরণ-অধ্যাপকের পদে নিযুক্ত করিবার প্রস্তাব এই রিপোর্টে ছিল। তিনি লিখিয়াছিলেন – The 5th Grammar Professor, Pundit Kashinath Tarkapanchanana, is not quite equal to discharge the duties of his class. He is an old Pundit and seems to be in his doege He is altogether unacquainted with that discipline which is absolutely required for so young a class as his. Big an old ಖ್ವ, he will not bear to be directed, as is usual with all Pundits of his age. 締 From all these circumstances his class is the most reçler of all. Therefore, I beg leave to propose that he be iii charge of the library with his present salary, Rs. 40 a month,... & বিদ্যাসাগরের এই প্রস্তাব শিক্ষা-পরিষদ কর্তৃক গৃহীত হইয়াছিল। কলেজের বেতনের রসিদ-বইয়ে প্রকাশ, কাশীনাথ ১৮৫১ সনের জুন মাস হইতে "গ্রন্থাধ্যক্ষ" হিসাবে বেতন লইয়াছিলেন। কাশীনাথ তর্কপঞ্চানন অনেকগুলি গ্রন্থ রচনা করিয়াছিলেন । আমরা তাহার যে কয়খানি গ্রন্থের ত পারিয়াছি, নিয়ে সেগুলির উল্লেখ করিলাম । সন্ধান করিতে পা ১ । মহর্ষি গোতমকৃত স্থায়দর্শন ; মহামহোপাধ্যায় স্ত্রীবিশ্বনাথ তর্কালঙ্কারকৃত তদীয়