পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిష్క్రి BBD TDD BBBBB BB LL ভাষাপরিচ্ছেদঃ । শ্ৰীকাশীনাথ তর্কপঞ্চাননকৃত স্তনীয়ার্থ সাধুভাষা সংগ্ৰহঃ । গ্রন্থনাম পদার্থকৌমুদী। ১৮২১ । পৃ. ১৪৫ ৷ * ২ । আত্মতত্ব কৌমুদী । জীশ্ৰীকৃষ্ণমিশ্র কুত প্রবোধচন্দ্রোদয় নাটক, শ্ৰীকাশীনাথ তর্কপঞ্চানন জগদাধর ন্যায়রত্ন স্ত্রীরামকিঙ্কর শিরোমণি কৃত, সাধুভাষ রচিত তদীয়ার্থ সংগ্ৰহ । সন ১২২৯ শাল ( ইং ১৮২২ ], পৃ. ১৮৯ +শব্দার্থে নির্ঘণ্ট পত্র ৫ । ৩ । পাষগুপীড়ন নামক প্রত্যুত্তর । কোন ধৰ্ম্মসংস্থাপনাকাভিক্ষ কর্তৃক কোন পণ্ডিতের সহায়তায় স্বদেশীয় লোক হিতার্থ প্রস্তুত ও প্রকাশিত হইল । ১৮২৩ । পৃ. ২৮৫ । ‘ছন্দ্রাপ্য গ্রন্থমালা'র ৮ম সংখ্যক পুস্তক হিসাবে পাথওপীড়ন পুনমূত্রিত হইয়াছে। রামমোহন রায়ের ‘চারি প্রশ্নের উত্তর' পুস্তিকার প্রত্যুত্তরে ‘পাষগুপীড়ন’ লিখিত হয় । ৪ । সাধু সস্তোষিণী । ১৮২৬ । ৫ । শ্রামাসস্তোষণ স্তোত্র । $ ৮ নবেম্বর ১৮৫১ তারিখে, ৬৩ বৎসর বয়সে কাশীনাথ তর্কপঞ্চাননের মৃত্যু হয় । পৃ. ৪৫—মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই গ্রন্থের প্রথম খণ্ডের “সম্পাদকীয়"-অংশে মৃত্যুঞ্জয় সম্বন্ধে (পৃ. ৪২৮ ) কিছু লেখা হইয়াছে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা-গদ্যসাহিত্যের প্রথম সক্ষম শিল্পী । মৃত্যুঞ্জয়ের ভাষা সম্বন্ধে প্রসিদ্ধ সাহিত্যিক জীপ্রমথ চৌধুরী লিখিয়াছেন – “...এ ভাষা অন্মদীয় ভাষা হউক আর না হউক, ইহা যে খাটি বাঙ্গল সে বিষয়ে সন্দেহ নাই ! এ ভাষা সজীব সতেজ সরল স্বচ্ছন্দ ও সরস । ইহার গতি মুক্ত ;—ইহার শরীরে লেশমাত্রও জড়তা নাই ! এবং এ ভাষা যে সাহিত্য-রচনার উপযোগী উপরোক্ত নমুনাই তাহার প্রমাণ।...আমার বিশ্বাস, আমাদের পূর্ববর্তী লেখকেরা যদি তর্কালঙ্কার মহাশয়ের রচনার এই বঙ্গীয় রীতি অবলম্বন করিতেন তাহা হইলে কালক্রমে এই ভাষা সুসংস্কৃত এবং পুষ্ট হইয়া আমাদের সাহিত্যের শ্ৰীবৃদ্ধি করিত। কিন্তু তাহায় { রামমোহন রায়ের } অবলম্বিত রীতি যে বঙ্গসাহিত্যে গ্রাহ হয় নাই তাহার প্রধান কারণ তিনি সংস্কৃত শাস্ত্রের ভায্যকারদিগের রচনাপদ্ধতি অনুসরণ করিয়াছিলেন। এ গদ্য, আমরা যাহাকে modern prose বলি, তাহ নয়। পদে পদে পূৰ্ব্বপক্ষকে প্রদক্ষিণ করিয়া অগ্রসর হওয়া আধুনিক গষ্ঠের প্রকৃতি নয়।”—‘সবুজ পত্র’, ফাঙ্কন ১৩২১ { - মৃত্যুঞ্জয় অনেকগুলি গ্রন্থ রচনা করিয়াছিলেন। তাহার রচনাবলীর প্রকাশকাল-সমেত একটি তালিকা দিতেছি :- r ১ । বত্রিশ সিংহাসন। ১৮৯২ । ২ । হিতোপদেশ । ১৮৯৮ { ৩ । রাজাবলি । ১৮৯৮ |