পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰংবাদপত্রে সেনকালের কথা سوانح۹ পৃ. ৬৬, ৭৫—দ্বিজ পীতাম্বর দ্বিজ পীতাম্বরের নিম্নলিখিত পুস্তকগুলির সন্ধান পাওয়া গিয়াছে – ১ । শব্দসিন্ধু । ১২২৪ সাল ( কিন্তু ১৮১৮ সনে প্রকাশিত ) ৷ ২ । ‘স্ত্রীরামপঞ্চাধ্যায়ঃ’ ও ‘শ্ৰীউদ্ধবদূত’। ১৮২১ । ( সাহিত্য-পরিষৎ-পত্রিকা’, ১ম সংখ্যা, ১৩৪৪, পৃ. ৩২ ) । ৩ । ক্রিয়াযোগসারের ভাষা পয়ার । ১২৩১ সাল । ৪ । সারজ্ঞানতত্ত্ব। তথা পঞ্চ উপাসক ও ষটচক্রভেদ। ১২৫২ ৷ ৫ । আগমনি—শারদীয় মহাপূজা প্রসঙ্গ। বিবিধ ছন্দবন্ধে বিরচিত। ১৬ আশ্বিন ૭૨૭૭ મા જૂ, 8૭ । পূ. ৬৮—জয়গোপাল তর্কালঙ্কার এই গ্রন্থের প্রথম খণ্ডের “সম্পাদকীয়"-অংশে (পৃ. ৪৪৭-৪৮) জয়গোপাল তর্কালঙ্কার সম্বন্ধে কিছু সংবাদ আছে। র্তাহার সম্বন্ধে আরও দুই-চারিটি কথা জানা গিয়াছে। সংস্কৃত কলেজের নথিপত্রে প্রকাশ, ১৮২৪ সনের জানুয়ারি মাসে কলিকাতা গবমেণ্ট সংস্কৃত কলেজে প্রবেশ করিবার পূৰ্ব্বে, জয়গোপাল প্রথমে তিন বৎসর কাল কোলব্রুক সাহেবের পণ্ডিত ছিলেন, তৎপরে ১৮০৫ সন হইতে ১৮২৩ সন পৰ্য্যস্ত—১৮ বৎসর পাদরি কেরীর অধীনে শ্রীরামপুরে চাকরি করেন। শ্রীরামপুরে অবস্থানকালে তিনি কিছু দিন মিশন-স্কুলে শিক্ষকতা করেন। ১৩ এপ্রিল ১৮৪৬ তারিখে ৭৪ বৎসর বয়সে জয়গোপাল পরলোকগমন করেন । পূৰ্ব্বে আমরা জয়গোপাল-রচিত ‘শিক্ষাসার’ পুস্তকের মুদ্রণকাল “১৮১৮" বলিয়া উল্লেখ করিয়াছিলাম । প্রকৃতপক্ষে ইহা ঐ পুস্তকের দ্বিতীয় সংস্করণের প্রকাশকাল । বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি হইতে দেবনাগর অক্ষরে ‘শ্ৰীমহাভারত' প্রকাশিত হয়, তাহার তৃতীয় খণ্ড ষে তিন জন পণ্ডিত কর্তৃক “পরিশোধিত” হইয়া ১৮৩৭ সনে বাহির হয়, জয়গোপাল তর্কালঙ্কার তাহাদের অন্যতম ছিলেন । • পৃ. ৬৯–‘বিধায়ক নিষেধকের সম্বাদ' প্রথম খণ্ডের “সম্পাদকীয়"-অংশে (পৃ. ৪৫ - ) এই পুস্তকখানির রচয়িতা-হিসাবে কাশীনাথ তর্কপঞ্চাননের নামোল্লেখ করা হইয়াছে। প্রকৃতপক্ষে, “কাশীনাথ তর্কবাগীশ” কালাচাঁদ বস্তুর আদেশে ইহা রচনা করেন। . এই পুস্তকের মলাটের উপর হস্তাক্ষরে নিম্নোদ্ধত অংশ আছে – - নত্ব গ্ৰীশং বিরচিতং শ্ৰীকাশীনাথ শৰ্ম্মণ । আদেশাদতুল জীল কালাচাঁদ বসোরিদং । ১৮১৯ সনের জুলাই মাসের ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া পত্রে আলোচ্য পুস্তকের প্রাপ্তিস্বীকার করিয়া যাহা