পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় * శీఏసీ লিখিত হইয়াছে, তাহা হইতেও গ্রন্থকারের নাম ও পুস্তকের প্রকাশকাল জানা যায়। ফ্ৰেণ্ড অব ইণ্ডিয়া’ লেখেন :– 彎> On the Burning of Widows. ...a small work in defence of this practice just published in quarto without name or date ; but a manuscript note on the first blank leaf informs us that it is published by Oassee-nath-turkubagish, by the desire of Cala-chund-bhose. It is in the form of a dialogue, written in Bengalee with an English Translation.— The Friend of India for July 1819, pp. 332-33. কলিকাতার ঘোষালবাগানে কাশীনাথ তর্কবাগীশের চতুষ্পাঠী ছিল ; এই চতুষ্পাঠীর ব্যয়ভার বহন করিতেন প্রধানতঃ গুরুপ্রসাদ বস্থ—কালাচাদ বসুর পিতা । ( ‘সংবাদপত্রে সেকালের কথা, ১ম খণ্ড, ২য় সংস্করণ, পৃ. ৪২৩ দ্রষ্টব্য ) পৃ. ৭৩–‘স্ত্রী শিক্ষাবিধায়ক’ এই গ্রন্থের ১ম খণ্ডের “সম্পাদকীয়" অংশে (পৃ. ৪০২-৩) গৌরমোহন বিদ্যালঙ্কার সম্বন্ধে কিছু লিখিয়াছি। এখানে তাহার ‘স্ত্রী শিক্ষাবিধায়ক’ পুস্তকখানি সম্বন্ধে কিছু আলোচনা করা গেল। প্রসঙ্গতঃ বলিয়া রাখা প্রয়োজন, এই পুস্তকথানির ৩য় সংস্করণ আমরা "তুষ্প্রাপ্য গ্রন্থমালা"য় পুনমুদ্রিত করিয়াছি । ‘স্ত্রী শিক্ষাবিধায়ক’ পুস্তকখানির কোন সংস্করণেই গ্রন্থকারের নাম নাই। প্যারীচঁাদ মিত্রের উক্তি“Raja Radhacaunt offered the [Calcutta Juvenile] Society the manuscript of a pamphlet in Bengali the Stri Siksha Vidhyaka...” হইতে অনেকে ধরিয়া লইয়াছেন যে রাধাকাস্ত দেবই ইহার লেখক । কিন্তু প্রকৃতপক্ষে ইহার লেখক—কলিকাতা স্কুল-বুক সোসাইটি ও কলিকাতা স্কুল সোসাইটির পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কার ; ইনি কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজের সাহিত্যাধ্যাপক, বজরাপুর-নিবাসী স্বনামধন্ত জয়গোপাল তর্কালঙ্কারের ভ্রাতু-পুত্র । কলিকাতা স্কুল-বুক সোসাইটির পঞ্চম ( ১৮২২-২৩) ও ষষ্ঠ ( ১৮২৪-২৫ ) রিপোর্টে, পাদরি লঙের Bengal Missions (১৮৪৮) ও বাংলা পুস্তকের তালিকায় (১৮৫৫), এবং ১৮৫৯ সনে প্রকাশিত রাধাকান্ত দেবের জীবনীতে ‘স্ত্রী শিক্ষাবিধায়কের রচয়িতা-হিসাবে গৌরমোহন বিদ্যালঙ্কারের নামের l - "on- ঠিক কোন সালে প্রথম প্রচারিত হয়, সে-সম্বন্ধে মতভেদ আছে। বিলাতের ব্রিটিশ মিউজিয়মে প্রথম সংস্করণের এক খণ্ড পুস্তক আছে। তাহার আখ্যাপত্ৰ হইতে প্রকাশকাল “বা সন ১২২৮" "1822" পাওয়া যায়। ইহ | জুবিনাইল সোসাইটির পক্ষে ইহার আখ্যা- :سیسی కాకిగా శ్వా অর্থাৎ । পুরাতন ও ইদানীন্তন ఆఫ్రో স্ত্রী লোকের / শিক্ষার দৃষ্টান্ত। কলকাতার মিখন গ্রাহে ত্রিত হইল বা সন ১২২৮/ The