পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা a^ల ইহা কহিয়া মামারদের সন্তোষ জন্মাইতে চাহেন । কিন্তু তাহার কথাতে আমারদের মন কোনপ্রকারে যে লইবে না ইহা তিনি ভালরূপে জ্ঞাত থাকুন। যে হিন্দুরদের চক্ষু ফুটিয়াছে তাহারদের প্রতিকুলে নানা সময়ে তিনি যে গ্লানি উক্তি কহিয়াছেন তাহাতে কি আমরা মনোযোগ করিয়াছি কদাচ নহে • • •মাধবচন্দ্র মল্পীকস্ত । ৩০ সেপেস্বর ১৮৩১ । ( ৭ নবেম্বর ১৮৩৫ । ২২ কাৰ্ত্তিক ১২৪২ ) মহারাজ। কালীকৃষ্ণ বাহাদুর —ইঙ্গলিসমেন সম্বাদপত্রে লেখে যে শ্ৰীলশ্ৰযুক্ত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর হিন্দু ফ্রি স্কুল স্বপ্রতিপালনার্থ অপূৰ্ব্ব দানশৌণ্ডত প্রকাশকরত সম্পূণ পঞ্চ মুদ্র চাদায় স্বাক্ষর করিয়া স্বদেশীয় লোকেরদের বিদ্যাভ্যাসের উন্নতিবিষয়ে স্বীয় অসীম বাঞ্ছা জ্ঞাপন করিয়াছেন । - ( t> ७ट्टिश st-७१ । २१ £ल्लङ >२8७ ) আমরা আহলাদপূর্বক পাঠকবর্গকে বলিতেছি হিন্দু ফ্রিস্থলের ছাত্রেরদের পরীক্ষা যাহ। টাকার অভাবে গত দুই বৎসর হয় নাই ঐ পরীক্ষণ অদ্য দশ ঘণ্টাসময়ে হিন্দুকলেজের হালেতে হইবে অতএব আমরা প্রার্থনা করি এতদেশীয় বালকদিগের বিদ্যাশিক্ষাবিষয়ে র্যাহারদিগের অতুরাগ আছে তাহারা ঐ কালীন উপস্থিত হইয়া পরীক্ষণ দর্শন করেন র্তাহারদিগের আগমনেতে দৃষ্টি সৌষ্ঠব আছে এবং শিক্ষক ছাত্ৰসকলেই বিদ্যা দান গ্রহণ বিষয়ে উৎসুক হইবেন বিশেষতঃ হিন্দু ফ্রিস্থলেতে কি উপকার হইতেছে তাহ সাধারণের গোচর হইলে ঐ বিদ্যালয়ের ব্যয়বিষয়ে অধিক সাহায্য হইতে পারিবে । পাঠকবর্গের মধ্যে অনেকে জানেন প্রথমত হিন্দুকালেজের ছাত্রের এই বিদ্যালয় স্থাপন করেন এবং বেতনদানে অক্ষম লোকেরদের নূ্যনাধিক দুই শত বালক ঐ খানে বিদ্যাভ্যাস করিতেছে এই বিদ্যালয়ের খরচ এপর্য্যস্ত প্রজার দানেতেই চলিয়াছে কিন্তু শ্ৰীযুত বাবু ভুবনমোহন মিত্র যিনি অবিশ্রাস্ত পরিশ্রমেতে নির্বাহ করিয়া থাকেন তাহার হস্তে এইক্ষণে টাকা অধিক নাই অতএব আমরা ভরসা করি এতদেশীয় লোকেরদের শিক্ষার্থ এডুকেসন কমিটির হস্তে যে টাকা ন্যস্ত আছে প্রতিমাসে তাহার কিঞ্চিদংশ দিয়া এই বিদ্যালয় রক্ষা করিবেন এতদ্বিষয়ে এডুকেসন কমিটির নিকট প্রার্থনা করণেতে আমারদিগের লজ্জা বোধ হয় কিন্তু হিন্দু ফ্রিস্থলের সাহায্যকরণ র্যাহারদিগের অবশু কৰ্ত্তব্য র্তাহারদিগের মনোযোগাভাবে অগত্য প্রার্থনা করিতে হইয়াছে —জ্ঞানান্বেষণ । ( ৩১ মার্চ ১৮৩৮ । ১৯ চৈত্র ১২৪৪ ) হিন্দু ফ্রি স্কুল –গত শনিবারে টেনহালে হিন্দু ফ্রি স্কুলস্থ ছাত্রেরদের পরীক্ষণ হইল । তাহার পরীক্ষক শ্ৰীযুত ডেবিড হের সাহেব ছিলেন । এই বিদ্যালয় ১৮৩৪ সালে শ্ৰীযুত