পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6.8 अप9बताध्न ध्रtरडत रञ्शब्दकारल्नब्द द*२hा গোবিন্দ চন্দ্র বসাক স্থাপন করেন এইক্ষণে তৎকার্য্য শ্ৰীযুত চন্দ্রমোহন বসাকের দ্বারা সম্পাদন হইতেছে। এই বিদ্যালয়ে মৃনাধিক ১৩০ জন বালক ছয় সম্প্রদায়ে বিভক্ত থাকিয়া শিক্ষা প্রাপ্ত হন । এই পরীক্ষা শিক্ষক ও শিক্ষিত উভয় পক্ষে অতিপ্রশংসনীয় হষ্টয়াছে । ( ১০ ডিসেম্বর ১৮৩১ । ২৬ অগ্রহণয়ণ ১২৩৮ ) হিন্দু বিনিবোলেণ্ট ইনষ্টিটিউসন —শ্ৰীযুত বাবু শারদাপ্রসাদ বম্বজ মহাশয় যে এক চেরিটি অর্থাৎ দাতব্য স্কুল স্বীয় ভবনে সংস্থাপিত করিয়াছেন ঐ বিদ্যালয়ের ছাত্ৰগণের এক মণ্ডলী একজামিন অর্থাং মাসিক পরীক্ষা গত রবিবার দিবসে হয় তাহাতে হিন্দু কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষক শ্ৰীযুত পাস্কেল সাহেব ঐ বালকদিগের পরীক্ষা লওনপূৰ্ব্বক পরিতুষ্ট হইয়া সাধুবাদ প্রদান করিয়াছেন। উক্ত বিদ্যালয়ের বালকেরা সৎপথাবলম্বী এবং শারদা বাবুর স্কুলেতে বিশেষ মনোযোগ আছে সুতরাং ভালই হইবে এবং ক্রমে২ বিদ্যা বুদ্ধি বৃদ্ধি হইবেক এ কোন বিচিত্র কথা ইতি –সং প্রং । ( २ ० cभ st>७४ । v &छTछे २२88 ) হিন্দু বিনিবোলেণ্ট ইনষ্টিটিউসন – ১৫ মার্চ মাসে ১৮৩১ সালে শু্যামপুষ্করিণীস্থ ১৫ নং বাটীতে স্থাপিতা । পশ্চাল্লিখিত মহাশয়গণ বর্তমান বর্ষে উক্ত পাঠশালার কৰ্ম্মাধ্যক্ষতায় নিযুক্ত হন এবং দর্শক শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর সি এম আর এ এস মহোদয়স্বারা প্রস্তাবিত পাঠশালার নিয়মচয় তথাকার কার্য্যাধ্যক্ষৈক মহাশয়দিগের মনোনীত হইলে ধাৰ্য্য হয় । ১৮৩৭ সাল ৫ মে |• • • দর্শক -- শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর । পরীক্ষক —শ্ৰীযুত এম সিরেট সাহেব ও শ্ৰীযুত বাবু কাশীপ্রসাদ ঘোষ এবং শ্ৰীযুত বাৰু যাদবচন্দ্র ঘোষ । স্থাপক —শ্ৰীযুত বাবু শারদাপ্রসাদ বস্থ ।. অধ্যক্ষ —শ্ৰীযুত রেবেরও জে বেটমান এম এ ও শ্রযুত সি ই টি বিলিয়ন সাহেব ও শ্ৰীযুত ডি মাকফালন সাহেব ও শ্ৰীযুত ডবলিউ এচ ডফ সাহেব ও শ্রীল নওয়াব তহববরজঙ্গ বাহাদুর ও মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর ও শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাবু, কাশীপ্রসাদ ঘোষ এবং শ্ৰীযুত বাবু কাশীনাথ বস্থ । প্রধান সম্পাদক —শ্ৰীযুত বাবু কৃষ্ণহরি বস্থ । প্রধান শিক্ষক —শ্ৰীযুত বাবু কালিদাস পালিত । দ্বিতীয় ঐ —শ্ৰীযুত বাৰু দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়।