পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা ¢ዓ হিন্দু বিনিবোলেণ্ট ইনষ্টিটিউসননামক বিদ্যালয়ের সহকারী পাঠশালা ১৮৩৭ সালে ১ জুন তারিখে শু্যামবাজারে ৩১ নং বাটীতে স্থাপিত হয় । উপরিদর্শক —শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর । সি, এম, আর, এস, স্থাপকদ্বয় ।—শ্ৰীযুত বাবু দেবীপ্রসাদ বস্থ ও শ্ৰীযুত বাবু কৃষ্ণহরি বস্থ । প্রধান তত্বাবধারক —শ্ৰীযুত বাবু কৃষ্ণলাল দেব । ১ ও ৩ শ্রেণীর । প্রথম শিক্ষক —শ্ৰীযুত বাবু ঈশ্বরচন্দ্র সরকার । ર ૩ 8 કિ જ નિઃ । দ্বিতীয় ঐ শ্ৰীযুত বাবু দুর্গাচরণ সরকার । পণ্ডিত। শ্ৰীযুত [ নাম দেওয়া নাই ] | পরীক্ষক। শ্ৰীযুত কালীদাস তর্কসরস্বতী । উক্ত পাঠশালা রবিবার ভিন্ন প্রতিদিন প্রাতে ১১ ঘণ্টবধি ৪ ঘণ্টা পরাহ্নপৰ্য্যন্ত মুক্ত থাকিয়া মৃদ্ধ বঙ্গভাষাসম্বন্ধীয় বিদ্যা শিক্ষা হয় । ( ২৪ ডিসেম্বর ১৮৩১ । ১০ পৌষ ১২৩৮ ) বেরুলিম একাডমী ।—উক্ত দিনে [ বুধবার ১৪ ডিসেম্বর ) ও কালে [ ১০টার সময় ] এইস্থানে [ ফিমেল সেনট্রাল স্কুলে ] ইঙ্গরেজ ও বাঙ্গালী বালকেরা উত্তম পরীক্ষা দিয়াছিল এবং তদুপলক্ষে ইঙ্গরেজ ও বাঙ্গালি একত্রিত ছিলেন । ( ২৪ ডিসেম্বর ১৮৩১ । ১০ পৌষ ১২৩৮ ) ধৰ্ম্মতলা একডিমি -১৭ তারিখে ইহার পরীক্ষ দর্শনে অনেক সাহেব বিবি ও হিন্দু লোক এবং শ্ৰীযুক্ত রাজা কালীকৃষ্ণ বাহাদুর আগমন করিয়াছিলেন এবং ইমতে হান ডাক্তর এডেম ও মেষ্টর ডিরোজিউ সাহের কতৃক নীত হইল। আর ছাত্রদিগের “একূট ও স্পিচ” ইত্যাদি অবলোকন করিয়া আমোদিত হইলেন । ( ২৫ ফেব্রুয়ারি ১৮৩২ ৷ ১৮ ফাল্গুন ১২৩৮ ) অরিয়ণ্টেল সিমিনরিনামক পাঠশালার পরীক্ষা –গত ১৪ ফেব্রুঅারি ৩ ফালগুণ মঙ্গলবার উক্ত পাঠশালার বালকদিগের সাম্বৎসরিক পরীক্ষণ হইয়াছে পাঠশালাধ্যক্ষ শ্ৰীযুত বাৰু গৌরমোহন আঢ্যের বিশেষ যত্বে পরীক্ষাসময়ে এতদেশীয় ও ইঙ্গলতীয় বহুবিধ লোকের সমাগমন হইয়াছিল শ্ৰীযুত ডেবিড হার সাহেবপ্রভৃতি কএক জন বিজ্ঞ সাহেব পরীক্ষক ছিলেন তাহারদিগের প্রশ্নের সদুত্তর প্রায় তাবৎ বালকেরা করিয়াছিল তাহাতে কি