পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ মংবাদ শত্রে মেনকালের কথা শিশুদিগকে বিনামূল্যে ইঙ্গরেজী ও বাঙ্গল শিক্ষা প্রদান করেন তৎপরে এক দিবস স্বয়ং গমন করিয়া দেখিলাম যে উক্ত বিদ্যামন্দিরে পঞ্চবিংশতি জন শিষ্য পাঠার্থে উপস্থিত হইয়াছেন এবং উক্ত শিক্ষক মহাশয় শিশুদিগের সহিত আমোদণহলাদে উপদেশ করিতেছেন । এবং নানা প্রকার ছবি দেখাইতেছেন যাহা হউক কিয়ং কাল শিশুগণের উপদেশ আদেশ ও কিঞ্চিং শিক্ষণ প্রাপ্ত হইলে অনেকোপকার দর্শিবে । অতএব বিজ্ঞ বিচক্ষণ মহাশয়গণের স্বীয়২ শিশুগণকে উক্ত বিদ্যালয়ে প্রেরণ করিতে কোন দ্বিধাভাব ভাবনা করিবেন ন৷ কিমধিক মিতি তারিখ ২৪ নবেম্বর ১৮৩৬ । কস্যচিৎ পূর্ণচন্দ্রোদয় ও দর্পণপাঠকস্ত । ( ৪ ফেব্রুয়ারি ১৮৩৭ ৷ ২৩ মাঘ ১২৪৩ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু — প্রথম বৎসরীয় ছাত্ৰগণের কিঞ্চিং পরীক্ষার বিবরণ শ্ৰীযুত বাবু গোবিন্দচন্দ্র মজুমদার ও শ্ৰীযুত ভোলানাথ বস্থ কত স্থাপিত BBBBBBBB BBBBD u BBBBBB BB BBBB BBB KBBBBBB BBBS পাঠাইতেছি । ঐ পূৰ্ব্বোক্ত পাঠশালার পরীক্ষা শ্ৰীযুত ৬/ দেওয়ান শাস্তিরাম সিংহের আলয়ে বেলা এগার ঘণ্টার সময় আরম্ভ হইয়া প্রায় তিন ঘণ্টা ছিল অনেক মান্ত ইউরোপীয়ান এবং এতদেশীয় বাবু লোকের দর্শনার্থে গমন করিয়াছিলেন ডাক্তর পারকিন্স তথা বাৰু কৃষ্ণচন্দ্র সিংহ দেওয়ান রামলোচন ঘোষ বাবু নন্দলাল সিংহ তথা বাৰু প্যারিমোহন বস্থ শ্ৰীযুত গৌরীশঙ্কর তর্কবাগীশ ও বাবু গোপাল মিত্র তথা বহুতর অন্য অগণনীয় মহাশয়েরা মেষ্টর ডেবিড হেয়ার সাহেব সৰ্ব্বসম্মতিতে পরীক্ষা গ্রহণ করিয়াছিলেন । ছাত্রগণ সকলে প্রশ্ন উত্তমরূপে প্রতু্যত্র করণে ও অতিশীঘ্র শিক্ষাকরণে অগণ্য ধন্যবাদ প্রাপ্ত হইয়াছেন সম্পাদক মহাশয় এই স্থানে আমি বাধ্য হইয়া কহিতেছি যে২ বালকেরা ঐ বৈঠকে স্পিচনাট করেন প্রথম কৈলাশচন্দ্রনামক এক বালক উঠিয়া ব্রটন সিজরকে হত BBB BB BBB BBB BB BBB BBBBBBB BBBB BBBBB BBBBBB মুখোপাধ্যায় যষ্টি হস্তে এক অন্ধবালকের বেশে সদ্বস্তৃতায় সকলের মনরম্য করিলেন তৃতীয় মৃধারাম বন্দ্যোপাপ্যায় এক পিতৃহীন বালকের বিলাপ ও দুঃখ অতিউত্তমরূপে ব্যক্ত করিলেন এবং অভেদ সকল করণে বিস্তর স্বখ্যাতি প্রাপ্ত হন পরীক্ষা শেষ হইলে পাঠশালার কৰ্ত্তার উত্তম২ গ্রন্থ বালকদিগকে প্রদান করেন ইতি । এন সি এম কোণনগর । ( ২৩ জুন ১৮৩৮ । ১০ আষাঢ় ১২৪৫ ) হিন্দু চেরিটেবল ইনষ্টিটিউসন । টেীনহাল । ১৪ জুন । ১৮৩৮ । শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর সভাপতি হইলেন ।