পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ყ8 মংবাদ পত্রে মোকালের কথা ( ১৪ জুলাই ১৮৩২ ৷ ৩২ আষাঢ় ১২৩৯ ) টাকির বিদ্যালয় –কৌমুদী পত্ৰহইতে অবগত হওয়া গেল যে ৩০ জুন শনিবারে টাকিহইতে শ্ৰীযুত বাবু কালীনাথ রায় চৌধুরী কলিকাতায় পহুছিয়াচেন । সংপ্ৰতি টাকিতে যে বিদ্যালয় ঐ বাবুকতৃক স্থাপিত হইয়াছে ঐ বিদ্যালয়ে অনূ্যন পাঁচ শত করিয়া বালক বিদ্যাশিক্ষার্থ প্রতিদিন আসিতেছে এবং আরে! অনেক বালক তাহাতে বিদ্যাভ্যাসেচ্ছুক আছে কিন্তু ঐ বিদ্যালয়ে স্থান সঙ্কীর্ণতাপ্রযুক্ত এইক্ষণে তাহারদের ইষ্টসিদ্ধ হইতে পারে না । কথিত আছে যে দুর্গোৎসবের পর ঐ পাঠশালা বাট আরো বাড়ান যাইবে । ( ১৩ আগষ্ট ১৮৩৬ ৩০ শ্রাবণ ১২৪৩ ) টাকির পাঠশালা –টাকির পাঠশালার শেষ পরীক্ষার বিবরণ আমরা পরমহিলাদপূর্বক প্রকাশ করিতেছি । ঐ পাঠশালা শ্ৰীযুক্ত বাবু কালীনাথ রায়চৌধুরী ও শ্ৰীযুত বাবু বৈকুণ্ঠনাথ রায়চৌধুরী স্বাৰ্থ ব্যয়ের দ্বারা স্থাপিত করিয়া বহুকালাবধি সুসম্পাদন করিতেছেন । গত ২৬ জুলাই মঙ্গলবারে ইঙ্গরেজী - পাঠকেরদের পরীক্ষা হইল। ঐ পাঠশালার নিয়ত মঙ্গলাকাজি বাগুণ্ডীর শ্ৰীযুত টেম্পেলর সাহেব ও শ্ৰীযুত বাৰু কালীনাথ রায়চৌধুরী ও শ্ৰীযুত ভবানীপ্রসাদ রায় এবং শ্ৰীযুত শ্রীকান্ত বাবুপ্রভৃতি ও টাকিবাসি অন্যান্য অনেক মহাশয়েরদের সমক্ষে শ্ৰীযুত ইয়র্ট সাহেব ছাত্রেরদের পরীক্ষা লইলেন । তাবৎ সংপ্রদায় ছাত্রেরা যে২ বিদ্য শিক্ষা করিয়াছেন তাহাতে বিলক্ষণরূপই সুশিক্ষিত হইয়াছেন এমত বোধ হইল এবং র্যাহারা পাঠমাত্র করিয়াছিলেন র্তাঃারাও অনায়াসে তাহার ভাষাস্তর করিলেন এবং যেরূপে নানা সৰ্ব্বনাম ও ইঙ্গরেজী ধাতুর নানা পদ বঙ্গভাষাতে অনুবাদ করিতে পারিলেন তাহাতে বোধ হইল তাহারা যে কেবল তোতার হ্যায় আবৃত্তি করিয়াছেন এমত নহে । পঞ্চম ও ষষ্ঠ সংপ্রদায়িকেরা ইঙ্গরেজী ভাষার মূল বিধান ও পাঠবিষয়ে অতিস্তস্বরূপ পরীক্ষা দিলেন । চতুর্থ সংপ্রদায়িকেরা ইঙ্গরেজী পদ সাধন ও ভূগোলীয় বৃত্তাস্তের আদিপৰ্ব্ব ও গণিত শাস্ত্রের মধ্যে সহজ বিদ্যা প্রকরণে উত্তমরূপে উত্তীর্ণ হইলেন । দ্বিতীয় ও তৃতীয় ংপ্রদায়েরদের পরীক্ষা এইনিমিত্ত অতিশুশ্রীষণীয়া হইল যে তাহারা অনায়াসে ইঙ্গরেজী কথার মূলস্থদ্ধ ব্যাখ্যা করিতে এবং ব্যাক্যাবলি ধারা বিলক্ষণরূপে বুঝাইতে পাবিলেন । তৃতীয় সংপ্রদায়িকের ইনস্ত্রাকটের বইতে যে সকল ধৰ্ম্মবিষয়ক ইতিহাস ছিল তাহার মৰ্ম্ম ভালরূপে অবগত হইয়াছেন বোধ হইল। এবং সৰ্ব্বাপেক্ষ উচ্চস্থ দুই সপ্রদায়ের পুরাবৃত্তের সংক্ষেপ বিবরণের ষে ভাগ অধ্যয়ন করিয়াছিলেন তাহ অত্যুত্তমরূপে বুঝাইয়া দিলেন । এবং প্রথম দুই সংপ্রদায়িরা ক্ষেত্রমাপক বিদ্যাতে ৪ কিঞ্চিং নিপুণ হইয়াছেন । দ্বিতীয় ংপ্রদায় ইউক্লিডের প্রথম গ্রন্থের আরম্ভে যে অতিকঠিন প্রস্তাব আছে তাহা অতিপারিপাট্য