পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ ج) وقيا রূপে জ্ঞাত হইয়াছেন এবং প্রথম সংপ্রদায় ঐ গ্রন্থের প্রথম কাণ্ড ভদ্ররূপ মৰ্ম্মজ্ঞ হইয়া দ্বিতীয় কাণ্ডেরও কতক২ বুঝাইতে পারিলেন । অপর পারস্য ও বঙ্গ অক্ষরেতে অতিমুচারু লিখিত ক এক লিপি দর্শন গেল এবং তৎসঙ্গে ইঙ্গরেজী ভাষাতে তাহার অনুবাদ লিখিত ছিল । তংপরে হিসাবের কতিপয় বহী দেখান গেল তাহাতে কতক গণিত ও অঙ্কের হিসাব উত্তমরূপ লিখিত ছিল । ফলতঃ তিন ঘণ্টব্যাপিয়া এতদ্রুপ পরীক্ষণ লওনের পর এক্ট বোধ হইল যে ইঙ্গরেজী বিদ্যাতে টাকিস্থ ছাত্রেরদের সঙ্গে কলিকাতাস্থ ছাত্রেরদের ভদ্রমতেই তুলনা হইতে পারে। র্তাহারা যেরূপ ইঙ্গরেজী ভাষার প্রকৃত উচ্চারণ জ্ঞাত হইয়াছেন সে অতিসন্তোষক । ঐ স্থানে ইঙ্গরেজী পাঠশালাভিন্ন পারস্য ও বাঙ্গলা পাঠশালাও আছে । ইঙ্গরেজী বিদ্যার পরীক্ষা সমাপনানন্তব শ্ৰীযুত বাবু ভবানীপ্রসাদ রায়ের সহিত শ্ৰীযুক্ত বাবু কালীনাথ রায়চৌধুরী স্বয়ং পারস্যের পরীক্ষা লইলেন ঐ বাবুর পারস্য ভাষাতে যেমন নৈপুণ্য তাহ প্রকাশকরণ অতিরিক্ত সৰ্ব্বত্রই স্বপ্রকাশিত আছে । ছাত্রের। পারস্য ভাষার গ্রন্থ পাঠ করিয়া হিন্দুস্থানীয় ভাষাতে অমুবাদ করিলেন তাহাতে বাবুজী অত্যন্তাহলদিত হইয়। কহিলেন যে প্রধান কএক জন ছাত্র পারস্য ভাষা উত্তম উচ্চারণ করিতে পারেন এবং তাঙ্গতে বিলক্ষণ নিপুণ হইয়াছেন । বাঙ্গালা পাঠশালাতে এইক্ষণে অতিশিশু ছাত্রেরা আছে তাহারদের মধ্যে কেহ২ বর্ণ শিক্ষা করিতেছে কেহ২ অতিরিক্ত লেখাপড়া ও করিতেছে তাহারদেরও পরীক্ষা লওয়াতে সন্তোষ জন্মিল । ( ১ জুলাই ১৮৩৭ ৷ ১৯ আষাঢ় ১২৪৪ ) পত্রপ্রেরকের স্থানে প্রাপ্ত । টাকির পাঠশালা । বাষিক পঞ্চম পরীক্ষা —গত সোমবার ১৯ জুন তারিখে টাকিস্ত জেনরল আসেমলি পাঠশালার ছাত্রেরদের বার্ষিক পঞ্চম পরীক্ষা হয় । যদ্যপি ও তৎসময়ে অত্যন্ত গ্রীষ্ম তথাপি এক শত বালকেরে। অধিক উপস্থিত BBB S BB BB BBBB BBBB C BBB C BBBBBBB BB BBBS BB BBB S ঐ পরীক্ষা শ্ৰীযুত মাকি সাহেব লগুন মিসনরি সোসৈটির ধৰ্ম্মোপদেশক শ্ৰীযুত কাম্বেল সাহেবের দ্বারা হয় । শ্ৰীযুত বাবু ভবানীপ্রসাদ রায় পারস্তের পরীক্ষা লইয়া কহিলেন যে এই পরীক্ষাতে পরম সন্তোষ জন্মিল । ইঙ্গরেজী বিদ্যা শিক্ষাবিষয়েরও বিলক্ষণ প্রতিভা অতএব তাহারদের অধ্যাপকের নৈপুণ্য ও অধিক পরিশ্রম বলিতে হইবে । যে ছাত্রেরা বহু কালাবধি বিদ্যাভ্যাস করিতেছেন তাহারদের অতিসূক্ষ্মরূপে পরীক্ষণ হইল এবং শিক্ষকেরদের যাদুশ নৈপুণ্যাদি কহিতে হয় তেমন শিক্ষিতেরদের বিষয়ে ও বক্তব্য যে র্তাহারা অতিনৈপুণ্যরূপে শিক্ষা করিয়াছেন । - ইঙ্গলগু দেশে কোন পল্লি গ্রামে যদ্যপি কোন পাঠশালাতে এত বালক দৃষ্ট হইত যে তাহারা বিদেশীয় দুই ভাষাতে নিপুণ ও ক্ষেত্রমাপক বিদ্যা ও পুরাবৃত্ত ও ভূগোলীয় ও