পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓo চনংবাদ পত্রে মেনকালের কথা ( ১১ মার্চ ১৮২০ । ২৯ ফাল্গুন ১২২৬ ) নূতন পুস্তক ছাপা —শ্ৰীযুত গৌরচন্দ্র বিদ্যালঙ্কার সন ১২২৭ সালের নবদ্বীপ সম্মত পঞ্জিকা মোং সভাবাজারের ঐবিশ্বনাথ দেবের ছাপাখানাতে ছাপা করিয়াছেন তাহাতে অস্তই পঞ্জিকার মত অঙ্কদ্বারা বার তিথি প্রভূতি জানা যায় এবং বার তিথি নক্ষত্র যোগ করণ এই পঞ্চাঙ্গ বিশেষরূপে অক্ষরেতে পৃথকৃ২ লিখিত আছে যাহার অক্ষর মাত্র পরিচয় আছে সেও ঐ পঞ্জিকাতে দিন ক্ষণ ভাল মন্দ অনায়াসে জানিতে পারে। এবং খড়দহের শ্ৰীযুত বাবু প্রাণকৃষ্ণ বিশ্বাস পশ্চিম দেশীয় এক জন পণ্ডিতের দ্বারা নানা জ্যোতিষ গ্রন্থ বিবেচনা করিয়া ব্যবহারোপযুক্ত তাবৎ জ্যোতিষের ব্যবস্থা একত্র সংগ্ৰহ করিয়া নিরানব্বই পত্রে এক পুস্তক প্রস্তুত করিয়া ছাপা করিয়াছেন ও সে পুস্তক ব্রাহ্মণ পণ্ডিতেরদিগকে বিনা মুল্যে দিয়াছেন সে পুস্তক অতি সপ্রয়োজনক । # ( ২৫ মার্চ ১৮২০ । ১৪ চৈত্র ১২২৬ ) নূতন পুস্তক —শ্ৰীযুত কাপ্তান ফেল সাহেব মেদিনী অভিধান ইংরেজী তর্জমা করিয়া সংস্কৃত ও ইংরেজী ভাষাতে এক পুস্তক প্রস্তুত করিয়াছেন এবং তাহা ছাপা করিয়া সৰ্ব্বত্র প্রকাশ করিবেন। ঐ সাহেব সংস্কৃতে অতিবিদ্যাবান এবং যে ইংগ্রণ্ডীয় লোক সংস্কৃত শিক্ষা করিতে বাসনা করেন তাহার ঐ পুস্তকে অনেক উপকার হইবেক । ( ৩১ মার্চ ১৮২১ । ১৯ চৈত্র ১২২৭ ) ইংরেজী বাঙ্গালী অভিধান —শ্ৰীযুত ফিলিক্স কেরি সাহেব ও শ্ৰীযুত রামকমল সেন কর্তৃক ইংরেজী ও বাঙ্গলা ভাষাতে এক অভিধান তর্জমা হইয়া শ্রীরামপুরের ছাপাখানাতে ছাপা হইতেছে সে পুস্তক ক্ষুদ্র অক্ষরে দুই বালামে কমবেশ হাজার পৃষ্ঠা হইবেক । যে ব্যক্তি সহী করিবেন তিনি পঞ্চাশ টাকাতে পাইবেন তদ্ভিন্ন লোকেরদিগের লক্টতে হইলে সত্ত্বরি টাকা লাগিবেক যাহারদিগের সহী করিবার বাসনা থাকে তাহারা হিন্দুস্থানীয় প্রেসে শ্ৰীযুত পেরের সাহেবের নিকটে কিম্বা মোকাম লালবাজারে শ্ৰীযুত থ্যাকর সাহেবের নিকটে কিম্ব শ্রীরামপুরের শ্ৰীযুত ফিলিক্স কেরি সাহেবের নিকটে আপন নাম পাঠাইবেক । - { ২ জুন ১৮২১ । ২১ জ্যৈষ্ঠ ১২২৮ ) ইস্তহার —মুগ্ধবোধ কৌমুদী অথবা সংস্কৃত ব্যাকরণ ও গণ। গৌড় দেশীয় সাধু ভাষায় অর্থ। শ্ৰীবোপদেপ গোস্বামির কৃত এতদ্দেশে প্রচরন্দ্রপে চলিত মুগ্ধবোধ ব্যাকরণ ও তৎকৃত কবিকল্পক্রমনামক গণের পশ্চাৎ বক্ষ্যমাণ রীতিক্রমে এতদেশীয় সাধুভাষায় গদ্যেতে দুই খণ্ডে অর্থ প্রকাশ করা গিয়াছে।... ...কোন বিজ্ঞ ভদ্রলোক স্বপ্রয়োজনার্থে..মুগ্ধবোধ ব্যাকরণের ও গণের গৌড়দেশীয় সাধু