পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԱ, মংবাদ পত্রে মোকালের কথা মোং মীরজাপুরে সম্বাদতিমিরনাশক ছাপাখানায় শ্ৰীকৃষ্ণ মোহন দাস কৃত জ্যোতিষ দিন ८कोभूौ। রতিমঞ্জরী & } তর্পণ এবং শূদ্র ও ব্রাহ্মণের প্রণাম শিক্ষা বিবরণ। " > পদাঙ্ক দূত। Ş পঞ্চাঙ্গ সুন্দরী X আনন্দলহরীর পয়ার Ֆ রাধিক মঙ্গল S. মোং শাখারি টোলার মহেন্দ্রলাল ছাপাখানাতে শ্রীশিবচন্দ্র ঘোষকৃত বত্রিশ সিংহাসন S শ্ৰীবদনচন্দ্র পালিতকুত নারদসম্বাদ 5 * মোং মীরজাপুরে মুন্সী হেদাতুল্লার ছাপাখানায় শ্ৰীদেবীপ্রসাদ রায়ুকৃত লেডিরূল নামে পারসী ইংরাজী ও বাঙ্গালাতে এক কেতাব হয়। N মোং আড়পুলির ছাপাখানায় শ্ৰীবারাণসী আচাৰ্য্যকতৃক ছাপাকৃত কালীর সহস্ৰ নাম Ş বিষ্ণুর সহস্ৰ নাম S রাধিকার সহস্ৰ নাম S হনুমচরিত্র ও কাকচরিত্র ও চক্ষুরাদি স্পন্দনের ফলাফলসূচক এক গ্রন্থ > এবং ঐ ব্যক্তিকৃত ভাষাতে জ্যোতিষের তর্জমা এক গ্রন্থ * এবং শ্ৰীমন্ত রায়কতৃক ছাপাকৃত ভগবতীগীত এবং তাহার ভাষা S এবং কলিকাতার বাহিরে মোং বহেড়াতে * শ্ৰীগঙ্গাকিশোর ভট্টাচাৰ্য্যকৃত দ্রব্য গুণ ভাষা Ş শ্ৰীযুত লক্ষিনারায়ণ ন্যায়ালঙ্কার কর্তৃক মিতাক্ষর গ্রন্থের ব্যবহারকাগু সংস্কৃত সমেত ভাষাতে উত্তম কাগজে ছাপা হইয়াছে। তাহার পত্র সংখ্যা পাচ শত পাচ পৃষ্ঠ। এই গ্রন্থ বড় উপকারী তাহার মূল্য ষোল টাকা যাহার গ্রহণেচ্ছ হয় তিনি কলুটোলায় চন্দ্রিকাযন্ত্রালয়ে গেলে পাইতে পাব্লিবেন । - অন্য পণ্ডিতকতৃক মনু গ্রন্থেরও ভাষা হইয়াছে কিন্তু গ্রাহকের অভাবে ভাষাকর্তা ছাপাইতে পারেন নাই। মন্ত্র গ্রন্থ ব্রাহ্মণের অবশুই গ্রাহ ইহাতে যে এদেশে গ্রাহকের