পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ԳՊ অভাবে মন্ত্র ছাপা না হয় এ বড় খেদের বিষয়। যদি মল্প জীবৎ থাকিতেন তবে তিনি ইহা শুনিলে কি বলিতেন । গত এক বৎসরের মধ্যে এতদ্দেশে যত পুস্তক ছাপা হইয়াছে তাহার বিশেষ লিখিতে আমরা অতিশয় আনন্দিত হইলাম যেহেতুক এত পুস্তক ছাপা হইয়া সৰ্ব্বত্র লোকেরদের দৃষ্টিগোচর হইয়াছে এবং তদ্বারা ক্রমে লোকেরদের জ্ঞান ও সভ্যতা বৃদ্ধি হইবেক । যে লোকেরা পুস্তক পাঠের রসাস্বাদন করিবেন তাহারা বুঝি বিস্মরণ হইতে পারিবেন না ইহাতে ক্রমে ২ ছাপাকৰ্ম্মের বাহুল্য ও লোকেরদের জ্ঞানোদয় হইবেক । ( ১৯ মার্চ ১৮২৫ । ৭ চৈত্র ১২৩১ ) সামান্ত সমাচার –...শ্ৰীযুত হপ সাহেবকৃত এক বৰ্ম্ম ডেকসিয়ানরি অর্থাৎ অভিধান শ্রীরামপুরের ছাপাখানাতে ছাপা হইয়া ১০ এপ্রিল তারিখে প্রকাশিত হইবেক । ঐ পুস্তকের ক্রম এই যে প্রথম ইংরাজী অক্ষরে কথা তাহার দক্ষিণে ইংরাজী অক্ষরে বর্ম কথার উচ্চারণ ও তাহার দক্ষিণে বৰ্ম্ম অক্ষরে ব্রহ্মদেশীয় কথা ঐ পুস্তকের পত্রসংখ্যা চারি শত পৃষ্ঠার কিছু অধিক হইবেক তাহার মূল্য দশ মুদ্র নিরূপিত হইয়াছে। ( ১১ জুন ১৮২৫ । ৩০ জ্যৈষ্ঠ ১২৩২ ) বাঙ্গল! ড়েকুসিয়ানরি —আমরা অতিশয় আহলাদপূর্বক প্রকাশ করিতেছি ষে শহর শ্রীরামপুরনিবাসি শ্ৰীযুত ডাক্তর কেরি সাহেব পোনর বৎসরপর্য্যস্ত পরিশ্রম করিয়া যে বাঙ্গালী ও ইংরাজী ডেকসিয়ানরি প্রস্তুত করিয়াছেন তাহ শহর শ্রীরামপুরের ছাপাখানায় ছাপা হইয়া গত সপ্তাহে সম্পূর্ণ হইয়াছে এবং গ্রাহকেরদের নিকট প্রেরিতও হইতেছে। এই পুস্তক তিন বালামে সংপূর্ণ হইয়াছে ইহার পত্রসংখ্যা কাটাে পেজের অর্থাৎ বড় পৃষ্ঠার ২০৬০ দুই সহস্র ষষ্ঠি পৃষ্ঠা হইয়াছে এবং অতিক্ষুদ্র অক্ষরে ও উত্তম কাগজে ছাপা হইয়াছে। ইহার মূল্য চামড়া বাইওসমেত ১১০ এক শত দশ টাকা নিরূপিত হইয়াছে । বঙ্গদেশে যত শব্দ চলিত আছে সে তাবৎ শব্দ প্রায় ঐ অভিধানের মধ্যে পাওয়া যায়। প্রথম ইংরাজী অর্থের সহিত বোপদেবকৃত গণ আছে তৎপরে অকারাদিক্রমে তাবৎ শব্দ সংগৃহীত হইয়াছে।-- ( ১৮ জুন ১৮২৫ । ৬ আষাঢ় ১২৩২ ) জনসনস ডিকসিয়ানারি —শ্ৰীযুত বাবু রামকমল সেন ডাক্তর জানসন সাহেবকৃত ইংরাজী ডেকসিয়ানরির তাবৎ শব্দের যথার্থ অর্থ বাঙ্গালা ভাষাতে তর্জমা করিয়া শ্রীরামপুরের ছাপাখানাতে ছাপাইতেছেন। ঐ পুস্তকের দুই নম্বর অর্থাৎ প্রায় দুই শত পৃষ্ঠা প্রস্তুত হইয়া গ্রাহকেরদের নিকট প্রেরিত হইতেছে এবং ইহার পর এক২ নম্বর যেমন ছাপা হইবেক