পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে সেকালেৰ কথা سمياه তেমন গ্রাহকেরদের নিকট প্রেরণ করা যাইবেক । ঐ পুস্তকের প্রত্যেক নম্বরের মূল্য ছয় টাকা নিরূপিত হইয়াছে - ৭ আমরা এতদ্বিষয়ে অবগত হইয়া লিখিতেছি যে ঐ গ্রন্থ উত্তম হইয়াছে যেহেতুক প্রত্যেক শব্দের বাহুল্যরূপে যথার্থ অর্থ হইয়াছে। ডেকসিয়ানরি প্রস্তুত করা অপেক্ষায় সহিষ্ণুতার কৰ্ম্ম আর নাই পৃথিবীর মধ্যে নানা , লোকেরা নানাবিষয়ে পরম মুখ বলিয়া বর্ণনা করিয়াছেন কেহ২ এক মুদ্রার উপর অন্ত মুদ্র। রাখিয়া রাশী করণে পরমসুখ জ্ঞান করেন কেহবা বৃক্ষ মূলে বসিয়া নৃতম২ কাব্য পাঠ করিতে পরমসুখ জ্ঞান করেন কেহবা আপন জ্যেষ্ঠ সন্তানের প্রথম বাক্যেতে পরমসুখ জ্ঞান করেন কেহবা সমুদ্রতীরে বসিয়া তরঙ্গ দেখিতে পরমাপ্যায়িত হন আরো কেহ বালক্রীড়ার স্থান পুনর্দর্শনে পরমতুষ্ট হন কিন্তু ইহার কোন মুখ ডেকসিয়ানরি করার তুল্য স্বথ নয় । 3. কিন্তু রহস্য ছাড়িয়া যথার্থ কহিতে হইলে ডেকসিয়ানরি প্রস্তুত করার তুল্য পরিশ্রম পৃথিবীর মধ্যে আর কোন কৰ্ম্মে নাই । ডেকলিয়নরিকর্তার বিদ্যার মজুর তাহারী মাল মশালা প্রস্তুত করিয়া দেন অন্যেরা ঘর গাথে । যদি আমারদের কোন শক্ৰ থাকিত এবং তাহাকে কোন দণ্ড দেওয়া কৰ্ত্তব্য হইত তবে আমরা তাহাকে পোনর বৎসরপর্য্যস্ত কেবল ডেকসিয়ানার প্রস্তুত করিতে নিযুক্ত করিতাম। কিন্তু অন্য পক্ষে দৃষ্টি করিলে এইরূপ ডেকসিয়ানরি করাতে যত পরিশ্রম ততোধিক সংন্দ্রম। উত্তম কোষকৰ্ত্তারা সত্য অমর হন যত কালপর্য্যন্ত ভাষা থাকে ততকালপর্য্যস্ত র্তাহারা স্মরণীয় থাকেন। ( ৯ জুলাই ১৮২৫ । ২৭ আষাঢ় ১২৩২ ) অমরকোষ --পূৰ্ব্বে কোলব্রুক সাহেব ইংরাজী অর্থের সহিত অমরকোষ গ্রন্থ ছাপাইয়াছিলেন সেই গ্রন্থ কালক্রমে দুল্লভ হওয়াতে শ্রীরামপুরের ছাপাখানায় ক্ষুদ্র নাগরী অক্ষরে ইংরাজী অর্থের সহিত পুনমুদ্রিত হইয়াছে যদি কেহ তাহা লইতে বাসনা করেন তবে দ্বাদশ মুদ্রাতে পাইতে পরিবেন। কপিলদেবকৃত সাংখ্যস্বত্র সটীক নাগরী অক্ষরে ছাপা হইয়াছে এবং তাহার মূল্য ৬ ছয় টাকা । ( ২৩ জুলাই ১৮২৫ । ৯ শ্রাবণ ১২৩২ ) নূতন গ্রন্থ –এতদ্দেশে পূৰ্ব্বকালে ন্যায় স্মৃতি জ্যোতিষ পুরাণপ্রভৃতি শাস্ত্রের অধিক আলোচনা ছিল এবং তত্ত্বচ্ছাস্ত্রে মহামহোপাধ্যায় পণ্ডিতগণ ছিলেন অদ্যপি তাহারদিগের কৃত গ্রন্থ চলিতেছে পরে কিছু কালাবধি সে সকলের ক্রমে২ ক্ষীণত হইয়াছিল কিন্তু এইক্ষণে এতদ্দেশে ছাপাযন্ত্র প্রকাশ হওয়া অবধি ভাবল্লোকের পূর্বাহুষ্ঠিত বিষয়ে অধিকাঙ্কুশীলন বৃদ্ধি