পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সনংবাদ পত্রে মেকাল্ডেনৰ কথা فة سيا ( ৯ জুলাই ১৮২৫ । ২৭ আষাঢ় ১২৩২ ) কলিকাতার নক্স —অল্প দিবস হইল কলিকাতায় মেজর সক সাহেব কর্তৃক কলিকাতা নগরের এক নকুল প্রস্তুত হইয়াছে ভারতবর্ষের মধ্যে এ অতিপ্রধান কৰ্ম্ম হইয়াছে। ঐ নক্সাতে প্রত্যেক রাস্তা ও গলি এবং সে সকলের পরিমাণপৰ্য্যস্ত স্পষ্টরূপে লিথিত হইয়াছে। সে এমত বাহুল্যরূপে প্রস্তুত করা গিয়াছে যে তাহাতে অনেক স্থানে বৃহৎ২ বাট ও সেই বাটীর স্বামিরদের নামও লিখিত আছে । যাহার কলিকাতার সৌন্দৰ্য্য ও বৃহত্ত্ব দর্শন করিতে বাসনা করেন তাহারা ঐ নক্সা ক্রয় করিলে অনায়াসে স্পষ্টরূপে তাবৎ জানিতে পারিবেন। অল্পকালেতে যে কোন নগর এমত বদ্ধিষ্ণু হইয়াছে ইহা আমরা প্রায় কখন শুনি নাই । চিতপুরের যে ব্যাঘ্র ভীতি তাহ অদ্যাপি লোকেরা কহে এবং যাহার চৌরঙ্গির বন দর্শন করিয়াছে এমত লোকও অদ্যাপি আছে । # ( ১০ সেপ্টেম্বর ১৮২৫ । ২৭ ভান্দ্র ১২৩২ ) কাশীর নকৃশ —শ্ৰীযুত প্রিনসেপ সাহেব কাশীধামে গমনপূৰ্ব্বক ঐ স্থানের প্রত্যেক রাস্তা ও গলি ও অট্টালিকা এবং কাশীতলবাহিনী গঙ্গাপ্রভৃতির নকৃশা করিয়া ইংল্লণ্ডে প্রেরণ করিয়াছিলেন এবং সেখানে পাথুরীয় ছাপাখানাতে ঐ নকশা ছাপা হইয়৷ কলিকাতায় আসিয়াছে তাহার প্রত্যেক নকৃশার মূল্য ১২ বার টাকা। যদি কেহ ঐ নকৃশ ক্রয় করিতে বাসনা করেন তবে কলিকাতায় বাঙ্গাল হরকরা আপিসে গেলে পাইতে পরিবেন। ( ১৫ অক্টোবর ১৮২৫ । ৩১ আশ্বিন ১২৩২ ) নূতন ছবি –কলিকাতার পাথরীয় ছাপাখানাতে খাজরী অবধি কানপুরপর্য্যন্ত গঙ্গানদীর এক নকুস। ছাপান গিয়াছে এবং গঙ্গার উভয় তীরে যত গ্রাম আছে সে সকল তাহাতে লিখিত আছে এতদ্ভিন্ন যেখানে যত খাল কিম্বা নদী আসিয়া গঙ্গার সহিত মিলে সে সকল স্পষ্টরূপে লিখিত আছে ঐ নক্সার উপর উত্তমরূপে রং দেওয়া গিয়াছে ইহারদ্বারা পথিক লোকেরদের যথেষ্ট উপকার হইবেক । ( ১০ ডিসেম্বর ১৮২৫ । ২৬ অগ্রহায়ণ ১২৩২ ) মেপ অর্থাৎ দেশের নক্স —ইংল্পগুদেশে এক জন সাহেব ভারতবর্ষের নকুসা খুদিয়া বাঙ্গালা অক্ষরে নানা দেশ ও নদী ও পৰ্ব্বত ও নগরপ্রভৃতির নাম দিয়া প্রস্তুত করিয়াছেন। বাঙ্গলা অক্ষরে এরূপ নকুসা ইহার পূৰ্ব্বে কথন হয় নাই এইহেতুক ঐ মেপের উপর এমত লিখিত আছে যে ভারতবর্ষের প্রথম বাঙ্গালী নকুস এই প্রত্যেক সাঙ্গ মেপের মূল্য ১০ দশ টাকা এবং অপ্রস্তুত মেপের মূল্য ৮ আট টাকা নিরূপিত হইয়াছে ।