পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য tూS ( ৫ নবেম্বর ১৮২৫ । ২১ কাৰ্ত্তিক ১২৩২ ) স্মৃতিশাস্ত্রের ভাষা ॥—সকলের উপকারার্থ শ্ৰীযুত কুমার কাশীকান্ত ঘোষাল মহাশয় আপন সভাপণ্ডিত শ্ৰীযুত নীলমণি ন্যায়ালঙ্কার ও শ্ৰীযুত রামমোহন বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য্য মহাশয়েরদিগকে লইয়া স্মৃতি শাস্ত্রের অষ্টবিংশতি তত্ত্বের পরিষ্কার বাঙ্গণলা ভাষায় তর্জমা প্রস্তুত করিতেছেন প্রস্তুত হইলে কৌমুদী প্রকাশকেরদিগকে প্রদান করিবেন ও র্তাহারা তাহা ছাপাইয়া পৃথক২ গ্রন্থ করিয়া বিক্রয় করিবেন। এ পুস্তকে সকলেরি উপকার আছে যেহেতুক ধৰ্ম্মকৰ্ম্ম পূজা প্রায়শ্চিত্ত দায়ভাগপ্রভৃতি সকলি তদধীন হয় এবং কি কৰ্ম্মে নিষেধ ও কি কৰ্ম্মে বিধি তাহ তদ্ভিন্ন জানিবার সম্ভাবন নাই। এ গ্রন্থ ছাপা করা অত্যন্ত ব্যয়সাধ্য বিবেচনা পুরঃসর তাহার মূল্য এক শত টাক। স্থির করিয়াছেন –সং চং । ( ৩ ডিসেম্বর ১৮২৫ । ১৯ অগ্রহায়ণ ১২৩২ ) নূতন পুস্তক ॥—সম্প্রতি কলিকাতার ছোট আদালতের এক জন জজ শ্ৰীযুত সি কে বারিসন [ রবিনসন ] সাহেব গৃহগ্রন্থনবিষয়ে এক নূতন পুস্তক করিয়াছেন তাহাতে গৃহগ্রন্থনের ক্রম ও স্তম্ভের উচ্চত্ব ও স্কুলত্ব এবং কুঠরি করিবার ধার ও কোন স্থানে কেমন ক্ষুদ্র কুঠরি করা যাইতে পারে এবং কিসেতেই বা শোভা হয় এ সকল বিবরণ তাহাতে আছে । এতদ্ভিন্ন বাঙ্গালি লোকের কিরূপে ঘর করিয়া থাকেন এবং তাহার ক্রম কেমন ও কোন দিগে কেমন প্রকোষ্ট করিলে শোভা হয় তাহার বিশেষ২ নকশা করিয়াছেন । ঐ পুস্তক তিন ভাগে সমাপ্ত হইবেক তাহার মধ্যে প্রথম ভাগ আগামি মাসে প্রকাশিত হইবেক এবং তাহার প্রত্যেক ভাগের মূল্য আট টাকা নিরূপিত হইয়াছে। ঐ পুস্তকদ্বারা এতদেশীয় লোকেরদের অনেক উপকার হইবেক যেহেতুক তাহারা ঐ পুস্তক দেখিয়া ইউরোপীয় ধারানুসারে স্বন্দরব্রুপে গৃহাদি নিৰ্ম্মাণ করিতে সমর্থ হইবেন । ( ১৪ জানুয়ারি ১৮২৬ । ২ মাঘ ১২৩২ ) বিজ্ঞাপন ॥—সৰ্ব্বগুণগ্ৰাহকের প্রতি নিবেদন যে এতদ্দেশীয় অনেক২ পণ্ডিতকতৃক নানাপ্রকার সংস্কৃত গ্রন্থ সাধুভাষাতে তর্জমা হইয়া মুদ্রাঙ্কিত হইয়াছে এবং তদ্বারা বিষয়ি লোকেরদের ৪ নানাপ্রকার উপকার দশিয়াছে কিন্তু স্মৃতিশাস্ত্রের মধ্যে যাহা হিন্দুলোকের সৰ্ব্বদা ব্যবহার্ষ্য অর্থাৎ তিথিতত্ত্ব তাহ অদ্যাপি কোন পণ্ডিতকতৃক প্রকাশিত হয় নাই অতএব জনপদের উপকারার্থে ঐ তিথিতত্ত্ব ও কৃত্যতত্ত্বের ব্যবস্থা সকল এবং তিথিবিশেষ বিহিতকৰ্ম্ম সকল সাধুভাষাতে তর্জমা করিয়া সজেপে প্রকাশ করিতে বাসনা করিয়াছি। ভরসা যে এই গ্রন্থ সভ্য লোককতৃক অবশু গ্রাহ হইবেক যেহেতুক বিষয়ি লোক র্যাহারা সৰ্ব্বদা বিষয়কৰ্ম্মে ব্যগ্র অথচ দৈব পৈতৃক কৰ্ম্মানুষ্ঠানে রত র্তাহারা এই গ্রন্থদৃষ্টে ব্রতোপবাস পূজা শ্রাদ্ধাদির >>