পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মেনকালেৰ কথা تیمسوt ঐরামপুরের মিশন ছাপাখানায় । ভাষা ব্যাকরণ হইতেছে । ভারতবর্ষের ইতিহাস হইয়াছে। ভাষা অভিধান হইতেছে । পারসী ও বাঙ্গলা অাইন হইতেছে। ( ১১ ফেব্রুয়ারি ১৮২৬ । ১ ফণন্তুন ১২৩২ ) বিজ্ঞাপন –সৰ্ব্ব গুণগ্রাহক মহাশয়েরদিগের প্রতি নিবেদনপূর্বক জ্ঞাত করা যাইতেছে যে বিদ্বন্মোদতরঙ্গিণী সংস্কৃত গ্রন্থ এবং তদনুযায়ি ভাষা বিরচিত পদ্য শ্ৰীযুত রাধামোহন সেনকৃত কলিকাতার শোভাবাজারের রাজবাটীর বিশ্বনাথ দেবের ছাপাখানায় মুদ্রাঙ্কিত হইয়াছে তাহাতে বৈষ্ণব শৈব শাক্ত হরিহরাদ্বৈতবাদী নৈয়ায়িক মীমাংসক বৈদাস্তিক পৌরাণিক আলঙ্কারিক সাংখ্য পাতঞ্জলিকপ্রভৃতির সভায় আগমন এবং ব্রহ্ম নিরূপণার্থে তাহারদিগের বিচার এবং তাহার মীমাংসা ইত্যাদি আছে যদ্যপি মহাশয়েরদিগের প্রয়োজন হয় তবে ঐ রাজবাটীতে কিম্বা ঐ ছাপাখানায় অথবা সমাচার চন্দ্রিকণযন্ত্রালয়ে লোক প্রেরণ করিলে পাইবেন প্রত্যেক গ্রন্থের মূল্য ২ দুই টাকা নিরূপিত হইয়াছে।—সং চং { সমাচার চন্দ্রিকা । * ( ১১ মার্চ ১৮২৬ । ২৯ ফাল্গুন ১২৩২ ) বিজ্ঞাপন –বহুকারণপ্রযুক্ত বহুকাল জ্যোতিষের প্রত্যক্ষ জ্যোতিরাচ্ছন্ন হইয়াছিল পুনৰ্ব্বার সকলকার উপকার এবং প্রত্যক্ষতার নিমিত্তে বহুতর আকুঞ্চন ও বহুবিধ গ্রন্থের অনুশীলন এবং বহুদেশীয় জ্যোতিজ্ঞের মতের একত্রীকরণপূর্বক যাহা ফলের সহিত ঐক্য হইল তাহার মধ্যে আদেী জাতকোষ্ঠী প্রকরণে জ্যোতিষের প্রথম অভিার প্রথম কিরণে পরমায়ু প্রকাশ নামক এক গ্রন্থ শ্রযুত বাবু নীলরত্ব হালদার মহাশয় সৰ্ব্ব সাধারণের সুগম বোধার্থে গৌড়ীয় ভাষায় রচনা করিয়া ৭২ বাহাত্তর আকটেবো পেজে স্বকীয় যন্ত্রালয়ে মুদ্রাঙ্কিতপূর্বক প্রস্তুত করিয়াছেন তাহাতে অনায়াসে সকলেই পরমায়ু সংখ্যাকাল যথার্থরূপে জানিতে পরিবেন --- ( ৮ জুলাই ১৮২৬ । ২৫ আষাঢ় ১২৩৩ ) গ্রন্থ প্রকাশ ।-বাঙ্গাল হরকারানামক প্রসিদ্ধ ইংরাজি সমাচার পত্রদ্বারা অবগত হওয়া গেল যে শ্ৰীযুত দেওয়ান রামমোহন রায় মহাশয় যিনি আপন নৈপুণ্য ও সৌজন্যদ্বারা সৰ্ব্বত্র ধন্য২ রূপে বিখ্যাত হইয়াছেন তিনি সংপ্রতি বাঙ্গলা ভাষা স্বন্দররপ শিক্ষার কারণ বিস্তর তর্কামুতৰ্কদ্বারা নির্ধ্যাস করিয়া ভাষাতে এক ব্যাকরণ রচনা করিয়া প্রকাশ করিয়াছেন - সং কৌং [ সম্বাদ কৌমুদী ]