পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য tہصلى الله عليه وسلم سو ( ৩০ মে ১৮২৯ । ১৮ জ্যৈষ্ঠ ১২৩৬ ) রামায়ণ ।—কৃত্তিবাস পণ্ডিত রচিত সপ্তকাণ্ড রামায়ণ বহুকালপর্য্যন্ত এতদ্দেশে প্রচলিত আছে কিন্তু ঐ রামায়ণ গ্রন্থে লিপিকর প্রমাদে ও শিক্ষক ও গায়কদিগের ভ্রমপ্রযুক্ত অনেক২ স্থানে বর্ণচ্যুতি ও পয়ারভঙ্গ ও পয়ার লুপ্তইত্যাদি নানা দেয হইয়াহে এইক্ষণে ঐ গ্রন্থ স্থপণ্ডিতদ্বারা বর্ণশুদ্ধ্যাদি বিচারপূর্বক শ্রীরামপুরের ছাপাখানাতে উত্তম কাগজে ও উত্তম ক্ষরে ছাপারম্ভ হইয়াছে দুই তিন কাণ্ড মুদ্রিত হইলে বিশেষরূপে সকলকে জানান যাইবে । কিন্তু আমারদের বোধ হয় যে ইহার মূল্য ১২ টাকার অধিক হইবে না। ( ১৫ আগষ্ট ১৮২৯ । ৩২ শ্রাবণ ১২৩৬ ) সদগুণ ও বীৰ্য্যের ইতিহাস —গত ১ আগস্ত তারিখে সদগুণ ও বীর্যের ইতিহাসের প্রথম ভাগ শ্রীরামপুরে প্রকাশ হইয়াছে সেই পুস্তকের এক পৃষ্ঠে আসল ইঙ্গরেজী এবং তাহার সম্মুখ পৃষ্ঠে বাঙ্গল তৰ্জমা আছে। তাহ চারি ভাগে সমাপ্ত হইবে প্রত্যেক ভাগের মূল্য ১ টাকা । ( ১৫ আগষ্ট ১৮২৯ । ৩২ শ্রাবণ ১২৩৬ ) বিজ্ঞাপন –চোরবাগাননিবাসি শ্ৰীযুত মথুরামোহন মিত্রকে প্রকাশ পত্রের দ্বার। আমরা সম্বাদ দিতেছি যে ১২৩৬ সালের গত ২৪ শ্রাবণ তারিখের তিমিরনাশকনামক সমাচারপত্রের দ্বারা অবগত হইলাম যে তিনি চন্দ্রকান্তনামক পুস্তক কোন ব্যক্তির অমুমতানুসারে মুদ্রণঙ্কিত করিতে উদ্যোগ করিতেছেন অতএব তাহাকে জ্ঞাত করাইতেছি যে ঐ পুস্তক আমারদিগের দ্বার রচনা হইয় এবং অর্থব্যয়ের দ্বার বিক্রয়ার্থে ছাপা হইয়াছে এক্ষণে তাহার ৯০০ নয় শত পুস্তক আমারদিগের নিকট প্রস্তুত আছে তাহ বিক্রয় হয় নাই যদ্যপি তিনি ঐ চন্দ্রকান্ত পুস্তক পুনৰ্ব্বার ছাপ করেন তবে আমারদিগের ঐ প্রস্তুত পুস্তকের বিক্রয়ের ক্ষতির নিশ। তাহাকে করিতে হইবে এবং একের রচিত গ্রন্থ অন্য ব্যক্তি তাহার অনভিমতে ছাপা করিলে তদ্বিযয়ের যে আইন নিরূপণ আছে তদনুসারে উচিত ফলপ্রাপ্ত হইবেন জ্ঞাপনমিতি তারিখ ২৬ শ্রাবণ ১২৩৬ সাল । শ্ৰীদেবীচরণ পরামাণিক । ( ২২ আগষ্ট ১৮২৯ । ৭ ভাদ্র ১২৩৬ ) বিজ্ঞাপন –পাঠক মহাশয়েরা জ্ঞাত থাকিবেন এবং জ্ঞাত কারণ লিখিতেছি যে ৪০৬ সংখ্যার চন্দ্রিকাতে যাহা প্রকাশ হয়। চন্দ্রকাস্তনামক গ্রন্থ তৃতীয়বার হইবার অন্তে কোন ব্যক্তি উত্তম কাগজ দিয়া নূতন হরপে উত্তম করিয়া ছাপাইতে উদ্যোগ করিয়াছেন তাহা কোন ব্যক্তির শৈর্ষ্যেদ্বারা অধৈৰ্য্য হইয়া আইন দৰ্শাইয় স্ব গুণপ্রকাশ করিয়াছেন যখন তিনি রিপ্রণ্ট বহীর অর্থাৎ তৃতীয় বারে আপনি ছাপিয়াছেন তখন র্তাহার আইন