পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য છે૯ ২ দুই তস্ক মূল্য নিরূপিত হইয়াছে যে কেহ গ্রাহক হন বঙ্গদূত যন্ত্রালয়ে পত্র পাঠাইলে গ্রন্থ প্রস্তুত হইলে পাইতে পারিবেন। ইং ১৮২৯ সাল ১২ দিসেম্বর। শ্রীরামদাস ন্যায়পঞ্চাননস্ত। বঙ্গদূত । ( ২৬ ডিসেম্বর ১৮২৯ । ১৩ পৌষ ১২৩৬ ) শুড়া লিথোগ্রেফিক প্রেষ। অর্থাৎ গুড়ায় পাতুরিয়া ছাপাখানা —এই পাষাণযন্ত্রের অধ্যক্ষ তাহাতে নানাবিধ গ্রন্থ ও নানাপ্রকার প্রতিমূৰ্ত্তি অর্থাৎ ছবি ছাপা করিবেন সংপ্রতি তিন কৰ্ম্মারম্ভ হইয়াছে , - । অপূৰ্ব্ব এক যন্ত্র স্থির করিয়া লিখিয়াছেন যাহাতে ইঙ্গরেজী ১৬০০ সাল অবধি ১৯৯৯ সনপৰ্য্যন্ত ৩৯৯ বৎসরের দিবস স্থিরহইতে পারিবেক এই অপূৰ্ব্ব এবং প্রয়োজনীয় দ্রব্যের মুল্য ২ দুই টাকা মাত্র স্থির করিয়াছেন । - অপর চিত্রবিদ্যাবিষয়ক যাহা সৰ্ব্বজনগ্রাহ বিশেষতঃ এতদ্দেশে শ্ৰীশ্ৰী yপ্রতিমার প্রতিমূৰ্ত্তি চিত্র করিতে ও গৃহে রাথিতে সকলেরি অভিলাষ হয় কিন্তু চিত্রবিদ্যা শিক্ষা করিবার কোন উপায় এদেশে না থাকাতে অনেকের তাহতে মনোযোগ নাই এবং পটুয়াআদি যাহারা জানে তাহারাও উত্তমরূপে পারে না এপ্রযুক্ত চিত্রবিদ্যা সৰ্ব্বজন শিক্ষার নিমিত্ত ইঙ্গরেজী উত্তম চিত্রাভিজ্ঞ সকলের মত গৌড়ীয় ভাষায় সঙ্কলন করিয়া ও চিত্র আদর্শ নিমিত্ত মনুষ্য ও পশ্বাদির ছবি ১৫ খান পরিমাণ বিশেষ করিয়া এক গ্রন্থ প্রস্তুত হইয়াছে ঐ গ্রন্থ শুড় পাষাণযন্ত্রে মুদ্রিত হইবেক তাহার মূল্য ৪ চারি টাকা স্থির করিয়াছেন । এ দেশে অক্ষর লিখিবার তাহার কোন গ্রন্থ নাই এজন্ত শুড়া পাষাণযন্ত্রাধ্যক্ষ অতিস্বন্দর বড় অক্ষরে স্বর ও ব্যঞ্জন এবং যুক্তাক্ষর এবং বর্ণসকলের উচ্চারণের স্থান বিশেষ করিয়া অক্ষর লেখা শিক্ষা করণোপযোগী এক গ্রন্থ পাষাণযন্ত্রে মুদ্রিত করিতে মনস্থ করিয়াছেন• • • —সং চং { ২৭ ফেব্রুয়ারি ১৮৩০ । ১৭ ফণন্তুন ১২৩৬ ) এক্ষণে প্রকাশ হইয়াছে —. সদগুণ ও বীৰ্য্যের ইতিহাস বাঙ্গলা ও ইঙ্গরেজী তাহার দ্বিতীয় ভাগ । মূল্য ১ টাকা । ( ৩০ জানুয়ারি ১৮৩০ । ১৮ মাঘ ১২৩৬ ) গত বৎসরের প্রকাশিত পুস্তক —আমরা অতিশয় সন্তোষপূর্বক গতবৎসরে কলিকাতার মধ্যে এতদেশীয় ছাপাখানাতে যে সকল পুস্তক মুদ্রাঙ্কিত হইয়াছে তাহার ঘেপৰ্য্যস্ত সংখ্যা করিতে পারিয়াছি তাহ পাঠকবর্গের নিকট জ্ঞাপনার্থ প্রস্তাব করিতেছি । এতদ্দেশীয় লোকের মধ্যে বিক্রয়ার্থে বাঙ্গালা পুস্তক মুদ্রিতকরণের প্রথমোদ্যোগ কেবল ১৬ বৎসরাবধি হইতেছে ইহা দেখিয়া অামারদের আশ্চর্য্য বোধ হয় যে এত অল্পকালের মধ্যে