পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BB BBBB BBBB BBBaLL مسولي يج গুণাকর বাবু এক ভট্টাচাৰ্য স্থানে শুনিলেন যে অমুকের মাতাকে গঙ্গাযাত্রা করাইয়াছে ও চৈতন্য অতিসামান্তরূপ আছে তাঁহাতে বাবু কহিলেন যে হউক তাহাতে কিছু আইসে যায় না কিন্তু শ্রদ্ধ চমৎকার করিবেক। পণ্ডিতেরা কহিলেন যে এ শ্রাদ্ধে আমারদের নিমন্ত্রণ করাইতে হুইবেক । বাৰু কহিলেন ভাল আগেতো তাহার কাল হউক তখন বোঝা যাইবেক । মহাশয় কি আজ্ঞা করেন উপহার কাল এই যাত্রায় অবশুই হইবেক আমরা এতগুলা ব্রাহ্মণ কি সন্ধ্যা পূজা করিয়া জল খাই না তাহার মরণ না হইলে আমারদের মরণ। এই প্রকার কথোপকথনের দ্বারা প্রায় বেলা দুই প্রহর হইল। বাবু স্নান করিয়া পূজায় বসিলেন । ভট্টাচাৰ্য্য মহাশয়েরা বাসায় গিয়া কোশা লইয়া প্রাতঃস্নানে ভাগীরথীতে গেলেন । তাহার পর বাসায় আসিয়া বৈদিক তান্ত্রিকাদি নিত্য ক্রিয়া করিয়া হবিষ্যের নিমিত্ত উদ্যোগী হইলেন ওহে ভূত্য অদ্য হবিষ্যের কি আনিয়াছ । আদ্য বাজারে ভাল মাচ নাই ইহাতে শীঙ্গিমাচ আনিয়াছি আর পুয়ের খাড়া। তাঁহাই চড়চড়ি করিলেন আর স্থত দুগ্ধ দধি অপূৰ্ব্ব সেলা ভঙুলের অন্ন পাক করিয়া আড়াই প্রহরের মধ্যেই ভোজন হইল। কিঞ্চিৎ কাল বিশ্রাম করিলে কোন মান্ত লোক চৌবাড়ীতে আইলেন তাহার কোন জিজ্ঞাসা আছে। তাহাতে ভট্টাচাৰ্য্য কহিলেন ওহে ছাত্রের অদ্য তোমারদের পাঠ চাহা হইয়াছে যদি কাহারু কোন সন্দেহ থাকে তবে কিঞ্চিৎ কাল বিলম্ব কর আমি চট্টোপাধ্যায় মহাশয়কে বিদায় করিয়া কহিয়া দিব । চট্টোপাধ্যায় প্রশ্ন করিলেন মহাশয় আমার একটা সন্দেহ আছে তাহাই জিজ্ঞাসা করি । মহাভারত ব্যাসদেব কৃত কিন্তু শুনা যায় কোন স্থানে ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয় উবচৈ ইত্যাদি বহু জন উবাচ কিন্তু কোন স্থানে শুনিলাম না যে ব্যাস উবাচ তবে কি প্রকারে বলি এ ব্যাস কৃত । ভট্টাচাৰ্য্য হাসিয়া কহিলেন ও অনেক কথা আপনি কোন দিবস প্রাতে বিস্ব সন্ধার পর আসিবেন এইক্ষণে আমার ছাত্রেরা ব্যস্ত হইয়াছেন । যে আজ্ঞা তাহাই করিব । চট্টোপাধ্যায় গেলেন। ভট্টাচাৰ্য্য বাবুর কাছে গেলেন পথ মধ্যে ঐ গঙ্গাযাত্রার সম্বাদ পাইলেন যে অদ্য দেখিয়া আসিয়াছি কিছু ভাল আছেন ভট্টাচাৰ্য্য মহাভাবিত হইয়া গঙ্গাতীরে গেলেন। কেমন বাবুজী মহাশয়ের মাতা ঠাকুরাণী কেমন আছেন। মহাশয়েরদের আশীৰ্ব্বাদে বুঝি এ যাত্রায় রক্ষা পাইলেন কল্য বাকুরোধ হইয়াছিল অদ্য বিলক্ষণ কথাবাৰ্ত্ত কহিতেছেন । ইহাতে ভট্টাচাৰ্য্য মনে২ কহিতেছেন হে দেবতা কি করিলেন। পরে জিজ্ঞাসা করিলেন আহার কিছু অাছে। না ঐ বিষয়ে মহাশয় ভাবিত আছি । ভাল চিন্তা নাই দুর্গ মঙ্গল করিবেন । তাহা যে পক্ষে হউক । মহাশয় আশীৰ্ব্বাদ করিবেন। এ কেমন কথা যে দিবসাবধি ইহার পীড়া শুনিয়াছি সেই অবধি স্বস্ত্যয়ন করিতেছি। এই কথা কহিয়া গুণাকর বাবুর নিকটে আইলেন তখন রাত্রি প্রায় দুই দণ্ড । কেমন ভট্টাচাৰ্য্য অদ্য বৈকালে যে দেখি নাই। আর মহাশয় সৰ্ব্বনাশ উপস্থিত। কেমন২ বল দেখি। আর বলিব কি ছাই কথা হইয়াছে। সে কি। মহাশয় বুঝিলেন না