পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ ১নংবাদ পত্রে মোকালেৰ কথা প্রকারে দেখা যায় না ও বড় লোক কহ যায় না বরং ছোট লোক বিলক্ষণ সাবুদ হয় আর ঐ নটবর বেশ বিন্যাস দেখিলে বোধ হয় না যে কোন সভায় কিম্ব সাহেব লোকের দরবার যাইতেছেন স্পষ্ট বুঝা যায় যে বেখ্যালয়ে গমন হইতেছে। ৩ । বাক্য বিন্যাস যেখানে বলিতে হইবেক অমুক বড় কৌতুক করিয়াছে সেখানে কহেন বা কি হদ মজা করিয়াছে নিয়ে যাও তাহার স্থানে লিএজা চুচুড়া চুড়া ফারাশডাঙ্গা ফডডাঙ্গা কামড়িয়াছে বেম্ড়েছে টাকার নাম টাকা মুখের নাম ব্যাৎ করে নাম কড়ে। পরিহাস বাক্য আইস শাশুড়ে বৌও ইত্যাদি বাক্য যিনি অনেক কহিতে পারেন তিনি সুবক্তা র্যাহাকে ঐ পরিহাস করে তাহারি বা কত মনোবিনোদ হয় তিনি তাহাতে সন্তুষ্ট হইয়া সৰ্ব্বত্র কহেন অমুকের পুত্র বড় স্থজন বক্তা সকলকে লইয়া আমোদ করেন। ৪ । বিদ্যা গোট কতক বিলাতী অক্ষর লিখিতে শিখেন আর ইংরেজী কথা প্রায় দুই তিন শত শিখেন নোটের নাম লোট বডিগর্ডের নাম বেনিগারদ লৌরি সাহেবকে বলেনু নেীরি সাহেব এই প্রকার ইংরেজী শিথিয়া সৰ্ব্বদাই হুট গোটেহেল ডোনকের ইত্যাদি বাক্য ব্যবহার করা আছে আর বাঙ্গলাভাষা প্রায় বলেন না এবং বাঙ্গালি পত্রও লিখেন না সকলকেই ইংরেজী চিঠ লিখেন তাহার অর্থ তাহারাই বুঝেন কোন বিদ্বান বাঙ্গালি বিস্ব সাহেব লোকের সাধ্য নহে যে সে চিঠ বুঝিতে পারেন। সে সকল চিঠীর নকল আগামিতে পাঠাইব তাহা দেখিলে বিদ্যার বিষয় অামাকে বড় পরিচয় দিতে হইবেক না । অতএব বলি অভিমান ত্যাগ করিয়া বিদ্যোপার্জন কর তাহাতেই ভাল ব্যবহার হইবেক ও ভাল বাক্য কহিতে পারিব তখন লোকের নিকট আমি বিশিষ্ট লোক আমি বড় লোকের সস্তান বলিতে হইবেক না অনায়াসে লোকে বুঝিতে পরিবেক । ( ২ মার্চ ১৮২২ ৷ ২০ ফাস্তুন ১২২৮ ) বিদেশস্থ ব্যক্তির প্রেরিত পত্র । সমাচার দর্পণকারক মহাশয়েষ্ণু —...আমি এতদ্দেশে আগমন করিয়া তাবৎ হিন্দু মহাশয়েরদিগের রীতি নীতি দর্শন শ্রবণ করিয়া পরমাপ্যায়িত হইলাম যেহেতুক এহারা পরমধাৰ্ম্মিক দয়ালু দীনহীনশরণ্য প্রতিপালকোল্লসিতচিত্ত এবং বদ্ধিষ্ণু বিশিষ্ট মহাশয়ের ভূদেব ব্রাহ্মণকে নারায়ণ জ্ঞানপূর্বক পুরস্কার করিতেছেন। কিন্তু এক আশ্চৰ্য্য সন্দর্শনে বিস্ময়াপন্ন হইলাম যেহেতুক কোন জাতীয় মহাশয়েরা বৈষ্ণব মহাশয়েরদিগকে ব্রাহ্মণেপরিমান্ত করেন। যদ্যপি নীচ কুলোদ্ভব ব্যক্তি বৈষ্ণব হয় তবে তাহাকে বিষ্ণুপরায়ণ বলিয়৷ তাহার চরণামৃত অধরামৃত চরণরজ ইত্যাদি গ্রহণ ও ধারণ করেন । কিবা প্রভুর আশ্চৰ্য্য লীলা প্রকাশ যে ইহাতেও চিত্তবিকার জন্মে না। যদ্যপি কোন ব্যক্তি অদ্য মদ্যপানাভিভূত ধূল্যবলুষ্ঠিত থাকে আর কল্য প্রভুর দ্বারে ১ । পাচ সিক নিঃক্ষেপ করত ভেকাশ্ৰমী হইলে অতিশয় মান্ত হন। অতএব ধন্য২ কলিযুগে আশ্চৰ্য্য প্রভুর লীলা। পরন্তু তাহারদিগের পরিজনের ব্যবহার লিখিতেছি প্রথমতঃ র্তাহারদিগের কতৃক ব্রাহ্মণ নমস্ত হন না এবং