পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ SY$ বরযাত্রিকেরদের গাত্রে উঠিতে লাগিল তাহাতে বরষাত্রিকের ঐ সকল বীভৎসাকার সর্পভয়ে ভীত হইয়া উচ্চৈঃস্বরে বাপরে মলেমরে ওরে সাপে খেলেরে তোমরা এগোওরে বলিয়া মহা ব্যস্ত সমস্ত হওয়াতে গ্রামের চৌকিদার প্রভৃতি ডাকাইত পড়িয়াছে বলিয়৷ ধাবমানে আসিয়া পরিহাস শুনিয়া হাসিয়া দ্বার খুলিয়া দেওয়াতে সকলে বাহির হইয়া একপ্রকার রক্ষা পাইল এবং সর্প সকলও ক্রমে২ প্রস্থান করিল যাহা হউক এতদ্বিষয় অামারদিগের প্রকাশের তাৎপৰ্য্য এই যে এতৎ প্রদেশীয় অনেক২ বৈবাহিক বরযাত্রিকেরদের মধ্যে বিবিধ রহস্য ও অবস্থা শ্রত দৃষ্ট হইয়াছে কিন্তু এমত অদ্ভুত রহস্য কেহ কুত্ৰাপি দেখেন নাই এবং শুনেনও নাই –সং কোং [ সম্বাদ কৌমুদী ] ( ১৮ জুন ১৮২৫ । ৬ আষাঢ় ১২৩২ ) কন্ত বিক্রয় —কএক দিবস হইল মোং বৰ্দ্ধমানহইতে এক বৈষ্ণবী আপন দ্বাদশ বর্ষীয় সুন্দরী কন্যা সমভিব্যাহারে মোং কলিকাতায় বাবু রামদুলাল সরকারের শ্রাদ্ধের দান উপলক্ষে আসিতেছিল তাহাতে মোং ফরাসডাঙ্গায় আসিয়া অবগত হইল যে শ্রাদ্ধ হইয়া দান সকলকে দিয়া বিদায় করিয়াছেন এজন্য ঐ বৈষ্ণবী ধন লোভে শ্ৰীযুত রাজা কিষণচাদ রায় বহাদরের নিকট যাইয়া ঐ কন্যাকে ১৫০ দেড় শত টাকায় আপন স্বেচ্ছাপূৰ্ব্বক বিক্রয় করিয়া দেশে প্রস্থান করিয়াছে ইতি । ( বাঙ্গাল সমাচারপত্রহইতে নীত । ) ( ৯ জুলাই ১৮২৫ । ২৭ আষাঢ় ১২৩২ ) বলাৎকার –শুনা গেল যে মোং মীরজাপুরনিবাসি কোন কায়স্থের এক পরম স্বন্দরী যুবতী স্ত্রী সমীপবৰ্ত্তিনী পুষ্করিণীমধ্যে গাত্রধেীতাৰ্থ গমন করিয়াছিল ইতিমধ্যে ঐ কামিনীকে একাকিনী পাইয়া তত্রস্থ বদ্ধিষ্ণু সীতারাম ঘোষের পুত্র বাবু পীতাম্বর ঘোষ কএক জন লোক সমভিব্যাহারে আসিয়া বলে অবলার অম্বর ধরিয়া অন্তঃপুরে লইয়া স্বাভিলাষ পূর্ণ করিয়া পরিত্যাগ করাতে কামিনী রাগিণী হইয়া অতিদ্রুত গমনে পটলডাঙ্গার থানায় গমন করিয়া সমুদায় বিবরণ নিবেদন করাতে পরদিবস প্রাতে জমাদার সকলের জবানবন্দি লিথিয় এক্ষণে পুলিশে প্রেরণ করিয়াছে এতাবন্মাত্র শুনা গিয়াছে পরে বিচার হইলে এ বিষয়ের সত্য মিথ্যা যাহা হয় তাহা প্রকাশ করা যাইবেক । সং কোং ( ১৫ মার্চ ১৮২৮ । ৪ চৈত্র ১২৩৪ ) বৃদ্ধাবস্থায় বিবাহ করিতে গমন ।—বলীপলিত কলেবর ধবলিত কুন্তল শেখর আসন্ন সময়াসঙ্গ কম্পিত সৰ্ব্বাঙ্গ বিগলিত দশনাবলীক প্রাচীন গৃহশূন্ত জন্য মতিচ্ছন্নাবসন্ন কোন শিল্পবিদ্যাপন্ন ব্যক্তি পুনৰ্ব্বার বিবাহ বাসনা নিতান্ত বিভ্রাস্ত বুদ্ধিপ্রযুক্ত তদ্বিষয়াসক্তচিত্ত হইয়৷ অন্তরঙ্গ নিকটে কোন প্রসঙ্গ না করিয়া তলে২ ঘটক সহায়তাবলে কলে কৌশলে বাৰ্দ্ধক্যকালে