পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে মোকালেৰ কথা وف3صيح يج যে কাব্যরত্ন ঐ রত্নাকর হইতে উখিত হইয়াছে তাহার অনুবাদ করণ ফলবিহু নহুে । কিন্তু ঐ অভাগ্য বালকের সপক্ষে কৌমুদীতে যাহা প্রকাশ হইয়াছে এবং চfন্দ্রকার এক প্রেরিত পত্রের একাংশে তদ্বিষয়ে যাহা লিখিত হইয়াছে তাহ আমরা জ্ঞাপনার্থ প্রকাশ করিলাম । ( ১৩ মার্চ ১৮৩০ । ১ চৈত্র ১২৩৬ ) শ্ৰীযুত সম্বাদ কৌমুদী প্রকাশক মহাশয়ে — ...কোন কলিকাতানিবাসি বিজ্ঞ মহাশয় যিনি এক্ষণে অন্মদাদির গ্রামবাসী হইয়াছেন তিনিই সাধারণের উপকারের নিমিত্তে ইষ্টকাদির দ্বার রাজপথ নিৰ্ম্মাণ করিয়া দিতেছেন তাহার প্রশংসা করা গিয়াছিল কিন্তু মনে করি চন্দ্রিকাকার ধৰ্ম্মসভার চাদার ফর্দের মধ্যে র্তাহার নাম দেখিতে না পাইয়া তৎপ্রশংসাপত্র প্রকাশ করেন নাই।-- দ্বিতীয় কএক দিবস হইল চন্দ্রিকাপত্রে কোন হিন্দুকলেজের ছাত্রের জবন নিৰ্ম্মিত রুট খাওনের বিষয় যাহা প্রকাশ হইয়াছিল তাহার যৎকিঞ্চিৎ বৃত্তান্ত লিখিতেছি যে বালকের প্রতি লক্ষ্য করিয়া চন্দ্রিকাকার লিখিয়াছিলেন তেঁহ অম্মদাদির আত্মীয় হয়েন তাহাকে এই বিষয় জিজ্ঞাসা করিয়াছিলাম তেঁহ কহিলেন যে ইহা কেবল চন্দ্রিকাকারের কল্পনামাত্র যদ্যপি হইয়াই থাকে তাহাতেই বা কি দোষ হইতে পারে যেহেতুক কেহ ঐরূপ আহার করে এক্ষণে দলপতি মহাশয়ের যে২ লোককে ধৰ্ম্মসভার সম্পাদক করিয়া তাহারদের সহিত আহার ব্যবহার করিতেছেন তাহারা যদি সেরূপ কদাচারী হইয়াও ধৰ্ম্মসভার চাদায় স্বাক্ষর কিম্বা তৎবিষয়ের সহকারকরণ হেতু শুচি হয় তবে অভিপ্রায় করি এক্ষণে লোকে কত রুট ভক্ষণ করুক কিন্তু চাদার এক টাকা স্বাক্ষর করিলেই রত ঠাকুরের সন্তানের ন্যায় মান্ত হইবেক অতএব চন্দ্রিকাকার আকাশে থুতকার নিক্ষেপ আর না করেন ইহাতে অনেক বিষয় ঘটিবেক । কস্তচিৎ শুড়া নিবাসিনঃ । সং কৌং আমোদ-প্রমোদ ( ১৬ অক্টোবর ১৮১৯ । ১ কাৰ্ত্তিক ১২২৬ / নৰ্ত্তকী –শহর কলিকাতায় নিকী নামে এক প্রধান নৰ্ত্তকী ছিল কোন ভাগ্যবান লোক তাহার গান শুনিয়া ও নৃত্য দেখিয়া অত্যন্ত সন্তুষ্ট হইয়া এক হাজার টাকা মাসে বেতন দিয়া তাহাকে চাকর রাখিয়াছেন।