পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBS সংবাদ পত্রে মেকালেৰ কথা আশ্চৰ্য্য সম্প্রদায় এই স্ত্রীলোকের দল । স্ত্রীলোকেতে কৃষ্ণ সাজি করয়ে কৌশল । ললিতা বিসখা চিত্রা আর রঙ্গদেবী। স্বদেবী চম্পকলতা তং বিদ্যাদেবী। ইন্দুরেথ সাজি সবে রাসলীলা করে। পুরুষে বাজায় বাদ্য নারী তাল ধরে । কৃষ্ণের সহিত রঙ্গ করয়ে রসিকা । রসিকার রূপ শুন নাহিক নাসিকা । গুণবতীদিগের গুণ অতি উচ্চস্বরা । শুনিলে সে মিষ্টম্বর না যায় পাসরা । বাদ্যতালে নৃত্য বটে কিন্তু লম্ফঝম্প । গান করে জয়দেব মুদ্রা তার কম্প । ( ১৬ সেপ্টেম্বর ১৮২৬ ৷ ১ আশ্বিন ১২৩৩ ) নৌকামগ্ন —পরম্পরা অবগত হওয়া গেল যে চারি পাচ দিবস হইল এক সম্প্রদায় কালীয়দমন যাত্রাওয়ালা পাথুরে ঘাট দিয়া খেয়া পার হইতেছিল.। সং কেীং । ( ৫ মে ১৮২৭ । ২৩ বৈশাখ ১২৩৪ ) রাজা বিক্রমাদিত্যের যাত্রা –গত ২ বৈশাখ শনিবার রাত্রিতে শ্ৰীযুত বাৰু জগন্মোহন মল্লিকের কালু ঘোষের দরুণ বাগানবাটীতে রাজা বিক্রমাদিত্যের যাত্রা হইয়াছিল এ যাত্রার সম্প্রদায় সংপ্রতি প্রস্তুত হইয়াছে শুনা গিয়াছে যে জোড়াসাঁকে নিবাসি কতকগুলিন রসিক গুণী এবং ভদ্রলোকের সস্তান একত্র হইয়া সোয়াক করিয়া এই ব্যাপার করিয়াছেন চারি পাচ স্থানে ইহার আমোদপ্রমোদ হইয়াছিল কিন্তু তাহাতে শ্রবণ জন্ত সৰ্ব্বত্র নিমন্ত্রণ না হওয়াতে প্রচরন্দ্রপে রাষ্ট্র হয় নাই তৎপ্রযুক্ত তাহার বিশেষ কিঞ্চিল্লিখনাবশ্বক হইল। - রাজা বিক্রমাদিত্যের অষ্টসিদ্ধির প্রকরণ যাহার সংস্কৃত ও বাঙ্গলা ভাষায় পুস্তক প্রকাশ আছে সেই পদ্ধতিমত রাজা অমাত্য লইয়া সভায় আছেন এমত কালে একটা রাক্ষস তিনটা শবের মস্তক হস্তে করিয়া রাজসভায় উপনীত হণ্ডত জিজ্ঞাসা করে ইহার মধ্যে উত্তম মধ্যমাধম কহিয়া দেও রাজা পণ্ডিতবর্গকে তাহার উত্তর করিতে অনুমতি দেন ইত্যাদি ইহাতে নানাপ্রকার সং অতি স্থসজ্জিত হইয় আইসে এবং ব্যক্তি বিশেষের সং আসিয়া প্রথমতো নান রাগরাগিণীযুক্ত স্বস্বরে গান করে এই সকল দর্শন শ্রবণ করিয়া তাবৎ লোক হায় হায় ধ্বনি করিয়াছিলেন ।