পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 মংবাদ পত্রে মেকালেৰ কথা ( ২২ নবেম্বর ১৮২৮ । ৮ আগ্রহায়ণ ১২৩৫ ) সকের কবিবিষয়ক —মহামহিম শ্ৰীযুত চন্দ্রিকাগ্রকাশক মহাশয়েযু নিবেদন মিদং কতক দিবস গত হইল শুনিয়াছি আপনকার চন্দ্রিকায় প্রকাশ হইয়াছিল যে বিলাতি স্থতার আমদানি হইয়| এতদেশীয় দুঃথি বিধবা স্ত্রী লোকদিগের অন্ন গিয়াছে এবং বাম্পের নৌকা হইয়া দাড়ি মাজি অনেকের অন্ন পাওয়া দুষ্কর হইয়াছে এবং মৎস্ত ধরার এক কারখানা স্থাপিত হইবার উদ্যোগ হইতেছে তাহাতেও অনেক মেছুয়ার অন্ন যাইবেক অতএব এইরূপ কতই নূতন ব্যাপার হইয়া কত লোক অল্প বিগর ছন্ন হইয়াছে কিন্তু সংপ্রতি আমারদিগের অন্ন কতকগুলিন বিশিষ্ট সন্তানেরা মারিয়াছেন যেহেতুক ইহারা সকের কবির দল করিয়া বিনামূল্যে অন্তের বাটীতে বেতনভুক্ত কবির দলহইতে অধিক পরিশ্রম করিয়া নৃত্য গীতাদি করেন সুতরাং অামারদিগকে লোকের অrর ডাকে না অামারদিগের উপরে এইরূপ দৌরাত্ম্য আর একবার নেড়ী বৈষ্ণবীরা করিয়াছিল অর্থাৎ তাহারা প্রায় সকল পরবে লোকের বাটতে নাচিয় কবি গাহিত কিন্তু তাহ সদরে কোন উপায় করিয়া নেড়ীর দায়হইতে প্রায় রক্ষা পাইয়াছি কিন্তু চন্দ্রিকাকর মহাশয় এক্ষণে এই সৌকিন নেড়ারদিগের দায়হইতে কিসে রক্ষা পাই তাহার কোন উপায় থাকেতো আমারদিগকে কহিয়া দিবেন নতুবা পেটের দায়ে মারা যাই অধিক দুঃখ আর কি জানাইব ।—ভব ঘুরে মুচে ডোম কবিওয়ালা । ( ૨8 জানুয়ারি ১৮২৯ । ১৩ মাঘ ১২৩৫ ) কবিতা সঙ্গীত সংগ্রাম –এই নগর মধ্যে শ্ৰীযুত বাৰু গুরুচরণ মল্লিকের দয়েহাটার বাটীতে গত ৬ মাঘ শনিবার রাত্রিতে বাগবাজারনিবাসি ও যোড় সাকোনিবাসিদিগের দুই দলে কবিতা সংগীতের ঘোরতর সমর হইয়াছিল তদ্বিশেষ এই বাগবাজারবাসি নানাকাব্যাভিলাযি রসিক রসজ্ঞ গান বাদ্যাদি বিদ্যায় বিজ্ঞবিশিষ্ট সন্তান কএক জন এক সম্প্রদায় তন্মধ্যে শ্ৰীযুত বাবু হরচন্দ্র বস্থ অগ্রগণ্য অর্থাৎ দলপতি । আর যোড় সাকোস্থ ব্রাহ্মণ কায়স্থ তন্ত্রবায়ুপ্রভৃতি কএক ব্যক্তির এক দল এ দল বড় সবল যেহেতুক শ্ৰীযুত বৃন্দাবন ঘোষাল ও শ্রীযুত রামলোচন বসাক ইহারদিগের দুই জনের দুই দল ছিল এই উভয় দল মিলিত হইবায়ু সবল বলা যায় দুই দলপতি অতিবিলম্বে অর্থাৎ দুই প্রহর রাত্রির পর প্রায় । এক ঘণ্টার সময় স্বজনগণ সমভিব্যাহারে আসরে আসিয়া উপস্থিত হইলেন প্রথমতঃ বাগবাজারবাসির গানারম্ভ করিবেন তদুদযোগ যে সাজ বাজান কারণ যন্ত্রের মিলনকরণে অধিক যন্ত্রণ মন্ত্রণাপুৰ্ব্বক সভাস্থ প্রায় সকলকেই দিলেন ফলতঃ বিস্তর বিলম্ব হওয়াতে প্রায় তাবতে তিক্তবিরক্ত হইলেন এমত সময়ে একেবারে ঘন্ত্রিবরে ঢোলক তাম্বুরা মোচঙ্গ মন্দির পরিপাটী সিটি বাদ্যোদ্যম করিলেন তাহ শ্রবণে বহুজনে ধন্যবাদ করিলেন অনস্তর গানারম্ভ প্রথমতঃ ভবানীবিষয় পরে সখীসম্বাদ পরে খেউড় ইহাতে উভয় দলে কবিতা কৌশলে তান মান বাণস্বরূপ হইয় ঘোরতর সমর হইয়াছিল সে রণে রসিক বিচক্ষণসমূহের