পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫২ মংবাদ পত্রে মোকালেৰ কথা যদি এই কৰ্ম্ম হয় তবে শ্ৰীযুত পামর সাহেব ইহার খাজাঞ্চি হইবেন অতএব যিনি এই সৎকর্মের কারণ অর্থদান করিতে বাসনা করেন তিনি ঐ সাহেবের নিকট টাকা প্রেরণ করিলে তিনি তাহা তাহার নামে জমা করিয়া লইবেন এবং তৎকৰ্ম্ম সম্পন্নপর্য্যস্ত আপন জিম্মায় রাথিবেন । ঐ কৰ্ম্মের কারণ এই২ লোকেরা কমিটীরূপে নিযুক্ত হইয়াছেন বিশেষতে বাবু উমানন্দ ঠাকুর ও শ্ৰীযুত বাবু শিবচন্দ্র দাস ও শ্ৰীযুত বাবু রাধাকান্ত মজুমদার ও শ্ৰীযুত বিশ্বনাথ ভট্ট ও শ্ৰীযুত বিশ্বেশ্বর শাস্ত্রী ও শ্ৰীযুত নারায়ণ শাস্ত্রী ও শ্ৰীযুত সীতারাম শাস্ত্রী এতদ্ভিন্ন মৃসিংহ শব্দপূর্বক এক ব্যক্তির নাম আছে কিন্তু ইংরাজীতে সেই নাম এমন কদৰ্য্যরূপে লিথিয়াছে যে আমরা অৰ্দ্ধদণ্ডপৰ্য্যস্ত তাহা লইয়া বিবেচনা করিয়া কোনমতে তাহার অর্থ সঙ্গতি করিতে না পারিয়া সে নামে প্রকাশ করিলাম না । ( ২৯ এপ্রিল ১৮২৬ । ১৮ বৈশাখ ১২৩৩ ) # স্বরীতি –সংপ্ৰতি আমরা পরমহলাদিত হইয় প্রকাশ করিতেছি যে বাবু স্বরূপচন্দ্র মল্লিক মহাশয় আপন পাল মত y সিংহবাহিনী ঠাকুরাণীর সেবা প্রাপ্ত হইয় বিধি বোধিত মহাশোভা এবং সমারোহপূর্বক পূজা করত তদুপলক্ষে এক মহাকাৰ্য্য করিয়াছেন অর্থাৎ দুস্থ ঋণগ্রস্ত কারাগারাস্থ অনেক লোককে অনেক অর্থ প্রদানপূর্বক মুক্ত করিয়াছেন ইহা যথার্থ জনোপকার বটে আমরা ভরসা করি যে উত্তরোত্তর এইরূপ চিরস্মরণীয় উপকারে অনেকেই ইচ্ছুক হইবেন । 受 যে সকল লোক পূৰ্ব্বে উত্তমাবস্থায় থাকিয়া কালবশে দুস্থ অথচ বহু পরিবার বিশিষ্ট হইয়াছে তাহারদিগের অন্তঃকরণে কি আনন্দ উপস্থিত হয় এবং কাহার যথার্থ বিষয় তাহার শক্তিহীনতা প্রযুক্ত অন্ত গ্রহণ করে তাহাতে কেহ বা খরচার টাকার অভাবে কেহ বা সহায়tভাবে কিছু করিতে পারে না এপ্রকার ব্যক্তি সকলের প্রতি মনোযোগী হইয়া তাহারদিগের পুনঃসংস্থান করিলে তাহারদিগের মনে কি স্বথ জন্মে তাহ অনিৰ্ব্বচনীয় এ আনন্দ এবং মুখ ঐ সকল লোকের অধিক নহে কিন্তু উপকারকের অধিক হয়। সং কোং ( ২৭ অক্টোবর ১৮২৭ । ৫ কাৰ্ত্তিক ১২৩৪ ) ঔষধ দান —শুনিলাম শহর চুচড়া নিবাসি দ্বিজমিষ্টভাষি শ্ৰীযুত বাবু প্ৰাণকৃষ্ণ হালদার মহাশয় বহুতর ধন ব্যয় পূর্বক নানা রোগের ঔষধ প্রস্তুত করিয়া দীন দরিদ্র দ্রবিণহীন রোগিদিগকে ঐ ভেষজদানদ্বারা আরোগ্য করিয়া দিতেছেন বিশেষ শুনিলাম ধনবান অর্থাৎ র্যাহারা ধন ব্যয়দ্বারা ঔষধ প্রস্তুত করিতে পারেন এমত ব্যক্তিকে দেন না কিন্তু কাজাল রোগগ্রস্ত যত লোক যায় তাবৎকেই দিয়া থাকেন ইহাতে অবারিতদ্বার এই সংবাদ শ্রবণে আমরা আনন্দ মনে প্রকাশ করিতেছি যেহেতুক ইহাতে পাঠকবর্গের অবগুই সন্তোষ জন্সিবেক এবং সৰ্ব্বত্র রাষ্ট্র হইলে দুঃখিত পীড়িত ব্যক্তিদিগের মহোপকার হইবেক হালদার