পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ఆ8 মংবাদ পত্রে চেনকালেৰ কথা বাঙ্গালাতে আসিয়াছিল। এই বৎসরের প্রথম আট মাসে পঞ্চান্ন জাহাজ আসিয়াছে অতএব পূর্ব বৎসরহইতে এ বৎসরে ত্ৰিশ জাহাজ কম আসিয়াছে তথাপি লোকেরা কহে যে এতদ্দেশে যে তণ্ডুলাদির দুমূল্যতা সে কেবল ইংমণ্ডদেশে রপ্তানিপ্রযুক্ত । (১২ আগষ্ট ১৮২০ । ২৯ শ্রাবণ ১২২৭ ) কলিকাতার জাহাজ সংখ্যা । ১ আগস্ত ১৮২০ সাল –কোম্পানির চীনার জাহাজ দুই খান। বিলাতি সওদাগরের জাহাজ পোনের খান । ইংল্লণ্ডে গমনাগমনের দেশী জাহাজ চারিখান । চীনদেশে গমনাগমনের দেশী জাহাজ পাচথান । অন্য২ স্থানে গমনাগমনের দেশী জাহাজ উনত্রিশখান। খালি জাহাজ চৌত্রিশখন তাহার মধ্যে কতক বিক্রয়ের কারণ ও কতক ভাড়ার কারণ আছে। ফরাশীস জাহাজ দুইখান। মারেকিন জাহাজ দুইখান পোৰ্ত্ত গীশ জাহাজ তিনখান সৰ্ব্বগুদ্ধা ছেয়ানব্বই জাহাজ মোং কলিকাতায় আছে। # ( ২৯ জুলাই ১৮২৬ । ১৫ শ্রাবণ ১২৩৩ ) জাহাজ ভাসান –বহু দিবসাবধি এ প্রদেশে জাহাজ ভাসান রহিত হইয়াছিল এপ্রযুক্ত এতদ্দেশস্থ অনেক কারিগরদিগের কৰ্ম্মভাব হইয়াছিল কিন্তু সংপ্রতি এদেশে ও বেলাতে জাহাজের প্রয়োজন হওয়াতে কারিগর লোক সকলে নিজকৰ্ম্মপ্রাপ্ত হইয়াছে ইদানীন্তন মোং সাfলখায় মিঃ গিলমোর কোম্পানির কারখানায় এক সুন্দর চারিশত টন অর্থাৎ দশ হাজার নয়শত নয় মোন বোঝাধারি এক জাহাজ প্রস্তুত হইয় গত ২২ জুলাই বেলা দুই প্রহরের পর ভাসিয়াছে এই জাহাজ ভাসিবার কালে অনেক সাহেব লোক দর্শনার্থে আসিয়া একত্র হইয়াছিলেন। জাহাজ ভাসিলে পর ইহার নাম উইলেম রাখিলেন কারণ ঐ নামে এক ব্যক্তি ঐ সাহেবদিগের কারখানায় প্রধান ছিলেন এবং ঐ কারখানাহইতে বহুদিবস পরে অবকাশ হইয়া স্বস্থানে প্রস্থান করিয়াছেন এই জাহাজ এ প্রদেশে তেজারত বিষয়ের নিমিত্তে নিরূপিত থাকিবেক ইহা স্থির করণানন্তর জাহাজের কর্তা ঐ দর্শনাগত সাহেব লোকেরদিগের মধ্যে প্রধান২ সাহেব লোককে কিঞ্চিৎ২ উত্তম দ্রব্যাদি ভোজনস্বারা সন্তোষপূর্বক বিদায় করিলেন ইতি । ( ৩ এপ্রিল ১৮১৯ । ২২ চৈত্র ১২২৫ ) শ্রীরামপুরের সঞ্চয়ার্থ বাঙ্ক — ১ দফা। ১ মার্চ ১৮১৯ সালে সঞ্চিত টাকা নির্ভাবনাতে ন্যস্ত করিবার নিমিত্ত যে বাঙ্ক শ্রীরামপুরে স্থির হইয়াছে তাহাতে কোন ব্যক্তি রবিবার ব্যতিরিক্ত সপ্তাহের কোন দিনে এক টাকাপৰ্য্যন্ত রাখিতে পারে কিন্তু এক টাকার নুন কিম্বা ভাঙ্গ টাকা রাখা যাইবে না । ২ দফা। এই বাঙ্কের মধ্যে যত টাকা ন্যস্ত হয় তাহার স্থদ দেওয়া যাইবে । কোম্পানীর কাগজের উপরে যে স্বদ পাওয়া যায় তাহার কম স্থদ দেওয়া ষাইবে না । এবং শতকরা