পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sግ£ মংবাদ পত্রে চেনকালের কথা কষ্টে প্রাণধারণ হইতেছিল। ঐ সাহেবদিগের কর্ণগোচর হইল যে হিজলী ও তমোলুকের নিমকমহালে ১৩৩৮৮ তের হাজার তিন শত অষ্টাশী পরিজনসমেত আজোরা মলঙ্গীরা আছে এবং তাহারা দুই তিন শত বৎসরাবধি এইরূপ ক্লেশ পাইতেছে । বিবেচনাকরণানন্তর বোর্ডের সাহেবেরা ইহা ঠাহরাইলেন যে ইহার পূৰ্ব্বে অল্প মূল্যে নিমকের সরবরাহকরণের নিয়মে ঐ আজোরার স্বকীয় ভূমি নিষ্কররূপে অথবা অতিশয় নূ্যন খাজানায় ভোগ করিল কিন্তু কালক্রমে জমীদারেরা নানাছলে লবণের মূল্যের কিছু বৃদ্ধি না করিয়া সেইং ভূমির খাজানা সম্পূর্ণরূপে ঐ বেচার মলঙ্গীরদের স্থানে লইতে লাগিলেন । বোর্ড ত্রেডের সাহেবেরা ইহা অবগত হইবামাত্র আজোরারদের লবণের মূল্য ঠিক মলঙ্গীরদের লবণের তুল্য করিতে গবৰ্ণমেণ্টকে পরামুর্শ দিলেন এবং অবিলম্বে গবর্ণমেণ্ট তাহাতে সম্মত হইলেন । নিমকের এজেণ্ট সাহেবের গবর্ণমেণ্টকে আরো এই নিবেদন করিলেন যে ঠিক মলঙ্গীরদের স্থানে যে হারে লবণ লঙয়া যাইতেছে তাহাতে তাহারদের উপযুক্তরূপে গুজরাণ হয় না। ঐ সাহেবেরদের পরামর্শক্রমে নিমকের চুক্তির মূল্য শতকরা ৫৫ টাকাঅবধি ৭৭ টাকাপৰ্য্যন্ত বৃদ্ধি করা গেল। নিমকের মূল্য এইরূপে বৃদ্ধি হইলে এজেণ্ট সাহেবেরা অধিক লবণ প্রস্তুত করাইতে লাগিলেন এবং এইরূপে মলঙ্গীরদের উপকার এবং সরকারেরো লাভ হইল। নিমক পোক্তানীর দ্বারা সরকারের ষে লাভ হয় তদ্বিষয়ে নীচের লিখিত তফসীল প্রকাশ করা যাইতেছে । או টাকা । ১৭৬৬ সালের লবণ জাত রাজস্ব । 移琼 s ۰۰۰۰۰ هد ১৭৮০ সালে । 哆 穆 哆 8 o o e to a o ১৮১ e}১১৭১২ সালে । - 哆 食玄 У X * 26. * o o ১৮২১৷২২ সালে । 始登 喇 ఇbr86yసిe ১৮২৫২৬ সালে । @ ↔曾 >登brbrむや* বর্তমানকালে কলিকাতা ও বোম্বে ও মান্দ্রাজজাত সমস্ত লবণের বিক্রয়েতে ২৫৮২০৩৮৬ টাকা উৎপন্ন হয়। নিমকপোক্তানীর খরচ ৭৭০৮৪৪৯ টাকা হয় অতএব নিমকের কার্য্যে কোম্পানির খরচ বাদে লাভ বৎসরে 象警 彎 У bro e o a o a . ( ৫ মে ১৮২১ । ২৪ বৈশাখ ১২২৮ } কোম্পানির কাগজ --১৮১১ ও ১৮১২ সালের কোম্পানির শতকরা ছয় টাকার স্থদের কাগজ ক্রয় করিতে হইলে শতকরা তিন টাকা প্রিমিয়ম । বিক্রয় করিতে হইলে শতকরা তিন টাকা গ্রিমিয়ম । তাহার পশ্চাৎ সনের ঐ স্থদের কাগজ ক্রয় করিতে হইলে বার টাকা প্রিমিয়ম বিক্রয় করিতে হইলে এগার টাকা আট আনা প্রিমিয়ম।