পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ לא ס শ্ৰীযুত বাৰু চন্দ্রকুমার ঠাকুর ঐ কৰ্ম্মে নিযুক্ত হইয়াছেন। অতএব স্থৰ্য্যকুমার ঠাকুরের সহিত যাহারদের দেনা পাওনা ছিল তাহার এক্ষণে শ্ৰীযুত বাৰু চন্দ্রকুমার ঠাকুরের নিকট যাইবেন । ( ৩ জুন ১৮২০ । ২২ জ্যৈষ্ঠ ১২২৭ ) ইস্তাহার।—সকলকে জানান যাইতেছে যে স্বৰ্য্যকুমার ঠাকুর কমরস্তল বাঙ্কের খাজাঞ্চী ও এক অংশী ছিলেন সংপ্রতি তাহার পরলোক হওয়াতে তাহার ভ্রাতা শ্ৰীযুত বাৰু চন্দ্রকুমার ঠাকুর সেই কৰ্ম্মে নিযুক্ত হইয়াছেন । ( ৪ ফেব্রুয়ারি ১৮২৬ । ২৩ মাঘ ১২৩২ ) শুভজন্ম।—১২ মাঘ মঙ্গলবার শ্ৰীযুত দেওয়ান প্রসন্ন কুমার ঠাকুর মহাশয়ের এক নবকুমার ভূমিষ্ঠ হইয়াছেন তাহাতে আহলাদিত হইয়া বাবুজী মহাশয় সদ্বিবেচনা করিয়া বহুবিত্ত ব্যয়দ্বারা অনেক দীন দুঃখি লোকেরদের ক্লেশ দূর করিয়াছেন এবং যাবদীয় বাদ্যকরকে ধনদ্বারা সন্তুষ্ট করিয়া বিদায় করিয়াছেন তাহাতে রবাহত দীনাদি কেহ ক্ষুণ্ণমনা হইয়া গমন করে নাই । ( ২১ মার্চ ১৮২৯ ।। ৯ চৈত্র ১২৩৫ ) আসিয়াটিক সোসৈটি —আসিয়াটিক সোসৈটির শেষ বৈঠকেতে শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাবু রামকমল সেন ও শ্ৰীযুত বাবু শিবচন্দ্র দাস ও শ্ৰীযুত বাবু হরময় দত্ত ঐ সোসৈটির অন্তঃপাতী হইয়াছিলেন । ( ৬ ফেব্রুয়ারি ১৮১৯ । ২৫ মাঘ ১২২৫ ) মরণ –মোকাম কলিকাতার বাগবাজারের দুর্গাচরণ মুখোপাধ্যায় মহাশয়ের জ্যেষ্ঠ পুত্ৰ বাৰু শিবচন্দ্র মুখোপাধ্যায় বিষয় কৰ্ম্মম্বারা অনেকের উপকার করিয়াছেন ও আশ্রিত অনেক লোকেরদিগের প্রতিপালন করিয়াছেন এবং আপনিও ঐহিক সুখভোগ যথেষ্ট করিয়াছেন সম্প্রতি ১ ফেব্রুঅারি ২০ মাঘ সোমবার প্রাতঃকালে তিনি ছত্রিশ বৎসরবয়স্ক হইয়া পরলোকপ্রাপ্ত হইয়াছেন তাহার কারণ অনেকে খেদ করিতেছে । ( ১৩ মার্চ ১৮১৯ | ১ চৈত্র ১২২৫ ) মরণ –গত ২৭ ফেব্রুআরি ইং ১৭ ফাঙ্কণ বাং যশোহরের রাজা বাণীকণ্ঠ রায় মরিয়াছেন তাহার বয়ঃক্রম অনুমান ত্রিশ বৎসর হইয়াছিল । ইহার পিতা শ্রীকণ্ঠ রায় এতদ্দেশে অতিখ্যাত এবং সংস্কৃত ও পারশী ও হিন্দী ও ইংরাজীতে বিদ্যাবান ছিলেন এবং তাহার গানশক্তি ও কবিতাশক্তি অতিশয় ছিল তাহার রচিত অনেক উত্তম২ গান গায়কেরা আদ্যাপি গান করেণ। abr