পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ২২৫ ( ১৭ নবেম্বর ১৮২১ । ৩ অগ্রহায়ণ ১২২৮ ) ইস্তাহার –ইস্তাহার দেওয়া যাইতেছে ষে মোকাম কলিকাতার শ্ৰীযুত রোস্তমঙ্গী বইরমজী কোম্পানী খ্যাত ছিল সন ১৮২১ শাল ১৪ নবম্বর ইস্তক বইরমজী কওয়াশজী আপন অংশ লইয়া ভিন্ন হইলেন এই তারিখ ইস্তক রোস্তমজী কোওয়াশজী কোম্পানী খ্যাত থাকিল । ( ৫ জানুয়ারি ১৮২২ । ২৩ পৌষ ১২২৮ ) প্রশংসা পত্র ॥—সুপ্রীমকোর্টের প্রধান জজ শ্ৰীযুত সর এস্বর্দ হৈড ইষ্ট সাহেব ইংগ্রণ্ডে যাইতেছেন তিনি এতদ্দেশীয় অনেক লোকের অনেক মত উপকার করিয়াছেন অতএব তাহার তুষ্টির বিবেচনা কারণ মোং কলিকাতার টেনহালে ২১ দিসেম্বর শুক্রফুর কলিকাতাশ্ব ভাগ্যবান লোকেরা একত্র হইয়াছিলেন তাহাতে সেই সভার মধ্যে শ্ৰীযুত বাৰু হরিমোহন ঠাকুর কহিলেন যে অদ্যকার সভার প্রধান শ্ৰীযুত রাজা গোপীমোহন দেব ইহাতে সভাস্থ সকলেই অনুমতি করিলেন । পরে তাহারা চান্দা করিয়া টাকার বিলি করিলেন যে সে টাকার দ্বারা শ্ৰীযুত সাহেবের প্রতিমূৰ্ত্তি স্থাপন হয়। এবং তাহাকে শুনাইবার কারণ র্তাহার এক প্রশংসাপত্র লিথিয়া তাহাতে শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুর ও শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত রাজা গোপীমোহন দেব ও শ্রযুত বাবু বৈদ্যনাথ মুখোপাধ্যায় ও শ্ৰীযুত বাবু চন্দ্রকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব ও শ্রযুত বাবু বিষ্ণুচরণ মল্লিক ও শ্ৰীযুত বাবু রামগোপাল মল্লিক ও শ্ৰীযুত বাবু রামদুলাল দে ও শ্ৰীযুত বাবু রামকমল সেন ও খ্ৰীযুত বাবু নবীনচন্দ্র ঘোষ ও শ্ৰীযুত বাবু, তারিণীচরণ মিত্র দস্তখত করিলেন । ( ১৯ জাগুয়ারি ১৮২২ । ৭ মাঘ ১২২৮ ) প্রশংসা পত্র ॥—কলিকাতার অনেক ভাগ্যবান লোকেরা শ্ৰীযুত সর এস্বৰ্গ হৈড ইষ্ট সাহেবকে পত্র শুনাইতে গত মঙ্গলবারে সকলে একত্র হইয়াfছলেন । এবং দুই প্রহর এক ঘণ্টা বেলার কিঞ্চিৎ পরে সাহেবের নিকট মুখ্যাতি পত্র দিলেন সে পত্র চৰ্ম্মে লিখিত চতুদিগে স্বর্ণ মণ্ডিত । পারসী ও বাঙ্গাল ও ইংরেজী এই তিন ভাষাতে লিখিত । শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুর কহিলেন যে পত্র পাঠ করিয়া শুনান কৰ্ত্তব্য । তাহাতে শ্ৰীযুত বাবু রাধাকাস্ত দেব ক্রমে তিন ভাষাতে পাঠ করিয়া পত্র শুনাইলেন সে পত্রের বয়ান । আমরা শুনিলাম যে আপনি আট বৎসরপর্য্যন্ত এ দেশের এই প্রধান কৰ্ম্ম করিয়া অতিশীঘ্র এ দেশ ত্যাগ করিবেন ইহাতে আমরা অতিশয় থিদ্যমান হইলাম ইহাতে আপনাকে স্তব করিতে আমরা সকলে একত্র আসিয়াছি । আপনার আমলে আমরা অনেক উপকার পাইয়াছি এবং আপনার যথার্থ বিচারুদ্বার। অতিশয় সুখ্যাতি হইয়াছে এবং আপনি যে হিন্দু কলেজ করিয়াছেন তদ্বার! আমারদিগের বালকেরদের অনেক উপকার হইয়াছে। এখন আমারদিগের এই প্রার্থনা যে আমারদিগের এ দেশের কারণ আপনি যে উপকার করিয়াছেন তাহার কারণ こ、? -