পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミミs চৈতন্তচরণ শেঠ ভোলানাথ মিত্র কৃষ্ণপ্রসাদ শেঠ রামচন্দ্র ঘোষ মদনমোহন শেঠ নীলকমল মজুমদার প্রাণকৃষ্ণ শেঠ বৈষ্ণবদাস মল্লিক রামগোপাল মল্লিক কৃষ্ণচন্দ্র রায় মহারাজ রামচন্দ্র রায় রাজনারায়ণ সেন রূপচরণ রায় স্বরূপচন্দ্র দে রঘুনাথ চন্দ্র মদনমোহন মল্লিক কুঁষঃমোহন দত্ত হলধর দে গোলকচন্দ্র দাস মৌলবি আবদেল হামিদ চন্দ্রশেখর দাস মৌলবি দোরবেশালি বিষ্ণুলাল চৌবে সেথ আগবদেtল্পী vউদয়করণ দাস শাহ। সৈয়দ দেলের আলি আলি আকবর লাল খোসালচন্দ্র মৌলবি মহম্মদ মোরাদ প্রাণভূষণ দাস ৷ ইত্যাদি মহাজনবর্গ নবকৃষ্ণ সিংহ মৌলবি মহম্মদ রশিদ সেথ গোলাম হোসেন নীলমণি দত্ত মির বন্দে আলি খ প্রাণকৃষ্ণ বিশ্বাস শেরাজুদ্দীন আলী খ রামচন্দ্র বিশ্বাস এফ পরের নীলমণি দে জান হেনরি পীতাম্বর ঘোষ বন্ধ স্বাক্ষর করণী স্থানাভাবে স্বাক্ষর করিতে পারেন নাই। ( ১২ জানুয়ারি ১৮২২ - ৩০ পৌষ ১২২৮ } গত পরীক্ষা ॥—কলিকাতার শ্ৰীযুত গোপীকৃষ্ণ দেবের জামাতা শ্ৰীযুত হরিদাস বস্থর বিষয় ২৯ দিসেম্বরের সমাচার দর্পণে ছাপান গিয়াছে এই ক্ষণে জানা গেল যে সেই পরীক্ষার স্বখ্যাতিদ্বারা শ্ৰীযুত মেকিণ্টস ফুলণ্টন কোম্পানীর বাটতে শ্ৰীযুত কালডর সাহেব তাহাকে অনুগ্রহ করিয়া ৫ জানুআরিতে কেরাণীগিরি কৰ্ম্মে নিযুক্ত করিয়াছেন । ( ২ ফেব্রুয়ারি ১৮২২ । ২১ মাঘ ১২২৮ ) মরণ —২৫ পৌষ সোমবার ৭ জাস্থআরি মহিষাদলের জমাদার জগন্নাথ গগ লোকান্তর গত হইয়াছেন তাহার শ্রাদ্ধ ৫ মাঘ বৃহস্পতিবার সমারোহ পূর্বক হইয়াছে।