পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ RN9N9 লোক শ্ৰীশ্ৰীযুতের নিকটে গিয়া এই২ বিষয় তাহার আজ্ঞা লইবেন। অতএব ঐ সাহেব লোক সেখানে গিয়া সে বিষয়ে শ্ৰীশ্ৰীযুতের আজ্ঞাপ্রাপ্ত হইয়াছেন। গবর্ণরমেস্ত গেজেটহইতে এই সমাচার লওয়া গেল যে শ্ৰীযুত মহারাজ রাজকৃষ্ণ বহদির ও শ্ৰীযুত বাবু গোপীমোহন দেব ও শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব ও শ্ৰীযুত বাৰু কৃষ্ণসখ। ঘোষ ও শ্ৰীযুত বাবু রামরত্ব মল্লিক ও শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুর ও শ্ৰীযুত বাৰু বৈষ্ণব দাস মল্লিক ও শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত বাবু লাডলী মোহন ঠাকুর ইহার কলিকাতার সরীফ শ্ৰীযুত কালডর সাহেবকে পত্র লিখিয়াছেন যে এতদেশীয় লোকের কলিকাতার মধ্যে এক সভা করেন ও ঐ সভাতে শ্ৰীশ্ৰীযুতের প্রশংসা পত্র প্রস্তুত করা যায় তাহাতে কালডর সাহেব হুকুম দিয়াছেন যে ঐ সভা ২১ দিসেম্বরে শনিবারে টেনহালে হইবেক ।... ( ২৮ ডিসেম্বর ১৮২২ । ১৪ পৌষ ১২২৯ ) প্রশংসাপত্র ॥—গত ২১ দিসেম্বর শনিবার শ্ৰীশ্ৰীযুত মারকিস আফ হেষ্টিংস বহাদরের বিদায় ও মুখ্যাতিপত্র বিবেচনা করিতে কলিকাতাবাসি বাঙ্গালি ভাগ্যবান একত্র হইয়াছিলেন । শ্ৰীযুত সরীফ কালডর সাহেব তৎ সভা হওনের কারণ সকলকে জ্ঞাত করিলেন। তাহাতে শ্ৰীযুত বাবু রামকমল সেন নিবেদন করিলেন যে শ্ৰীযুত বাৰু হরিমোহন ঠাকুর এই কৰ্ম্ম সম্পাদনার্থ চৌকীতে বস্থন । পরে তিনি চৌকীতে বসিয়া ইংল্পগুীয় ভাষাতে ঐ সভা সমক্ষে নিবেদন করিলেন যে শ্ৰীশ্ৰীযুতের বিদায় ও প্রশংসাপত্র প্রস্তুত করণার্থ সভা একত্র হইয়াছেন এবং আরো কহিলেন যে এতাদৃশ দয়াশীল ও জ্ঞানী শ্ৰীশ্ৰীযুত আমারদের এখানহইতে প্রস্থানোন্মুখ হইয়াছেন এ অম্মদাদির অতিশয় খেদের বিষয় অতএব তাহার শুভ প্রস্থান কালে আমরা যে তাহার বিদায় ও প্রশংসাপত্র প্রস্তুত করি সে আমারদের অবগু কৰ্ত্তব্য । ইহার পর শ্ৰীযুত বাৰু হরিমোহন ঠাকুর পূর্ব প্রস্তুত ইংরেজী ও বাঙ্গালি ও পারসী ভাষাতে লিখিত প্রশংসাপত্ৰ ঐ সভার সম্মুখে পাঠ করিলেন পরে তৎসভাসদ সকলে সে পত্রে স্বাক্ষর করিলেন । অনস্তর শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় উঠিয়া কহিলেন যে এই পত্র অত্যুত্তম ও অত্যুপযুক্ত কিন্তু ইহার মধ্যে অন্ত দুই এক কথা বিন্যাস করিলে আরো উত্তম হয় অতএব নিবেদন করি যে এই সভা এক সম্প্রদায়রূপে মিলিত হইয়া এই পত্রে যেখানে যে কথা বিন্যাস করিলে উপযুক্ত হয় তাহ বিবেচনাপূর্বক বিন্যাস করেন ইহা কৰ্ত্তব্য। তাঁহাতে খ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুর কহিলেন যে এই পত্রে এই সভ্যেরা স্বাক্ষর করিয়াছেন অতএব আমরা যে সম্প্রদায় মিলিত হইয়া এই পত্র অন্ত মত করি ইহা অকৰ্ত্তব্য । শ্ৰীযুত বাবু গোপীকৃষ্ণ দেব কহিলেন যে শ্ৰীশ্ৰীযুত যে এতদ্দেশীয়েরদিগকে ছাপার প্রেষ করিতে অনুমতি করিয়াছেন ইহাতে এতদ্দেশের মহোপকার জন্সিয়াছে এতদ্বিষয়ক কোন কথা ঐ পত্রে অর্পণ কৰ্ত্তব্য। শ্ৰীযুত বাবু রাধাকাস্ত দেবও ঐ কথার অনুবাদ করিলেন ও ঐ