পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अनऽपtख्ञ RN:వ ত্রিপুরার রাজার উকীল শ্ৰীযুত রামধন বন্দ্যোপাধ্যায়কে এক যোড়। শাল ও এক গোসআরা দিয়াছেন ••• অপর আতর তাম্বুল প্রদানপূর্বক সকলের সম্মান করিয়া বিদায় করিয়াছেন । ( ২৭ মার্চ ১৮২৪ । ১৬ চৈত্র ১২৩০ ) খানা –১৮ মার্চ বৃহস্পতিবার বৈকলে শ্ৰীযুত বাবু গুরুচরণ মল্লিক কলিকাতার বড়বাজারের বাটতে অনেক সাহেব লোককে নিমন্ত্ৰণ করিয়া নানাপ্রকার উত্তম২ দ্রব্য ভোজন পান করাইয়াছেন ও ভোজনাস্তে উত্তম বাইয়ের নাচ দেখাইয়া বাদশাহী ইংগ্রওঁীয় বাদ্য শ্রবণ করাইয়। সকলকে সস্তুষ্ট করিয়াছেন । - ( ১ মে ১৮২৪ ৷ ২০ বৈশাখ ১২৩১ ) সভা —২১ এপ্রিল বুধবার রাত্রিতে শ্ৰীযুত লার্ড বিসোপ সাহেবের বাটতে সভা হইয়াছিল তাহাতে শ্ৰীযুত গবৰ্ণর জেনেরাল ও শ্ৰীমতী লেডি আমহাষ্ট ও শ্ৰীমতী লেডি পুলর ও শ্ৰীযুত চিপজুষ্টীস সাহেব প্রভৃতি কলিকাতাস্থ প্রায় যাবদীয় উচ্চপদাভিষিক্ত সাহেবলোক এবং মহামহিমানিতা বিবি লোক গিয়াছিলেন সকলের আগমনানন্তর অপূৰ্ব্ব গান বাদোদ্যম হইতে লাগিল ও অনেক সাহেব লোক ও বিবি লোক ঐ বাদ্যোদ্যমে নৃত্য করিয়াছিলেন এবং শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুর ও শ্ৰীযুত বাবু উমানন্দন ঠাকুর ও শ্ৰীযুত বাবু খামলাল ঠাকুর ও খ্রযুত বাবু রাধাকান্ত দেব ও শ্ৰীযুত বাবু লালচাদ বস্থ ও শ্ৰীযুত কাশীনাথ মল্লিক ও শ্ৰীযুত বাবু গুরুচরণ মল্লিক ও ঐযুত বিশ্বম্ভর পানি প্রভৃতিও ঐ সভারোহণে নিমন্ত্রিত হইয়া নির্ণীত সময়ে গিয়াছিলেন। শ্ৰীযুত লার্ড বিসোপ সাহেব এবং তাহার লেডি বাবুরদিগের আগমন সময়ে মহাহর্ষে অভ্যর্থনা করিলেন বাবুর সাহেবের বিশেষ সমাদরে বাধিত হইয়া বহুকালপর্য্যস্ত সে স্থানে থাকিয়া নৃত্যাদি দর্শন শ্রবণ করিলেন অনস্তর ইহারদিগের বিদায়কালীন শ্ৰীযুত লার্ড বিসোপ এবং লেডি উভয়ে আসিয়া বাৰুবদিগের প্রত্যেকে আতর ও গোলাপ ও পানের থিলি প্রদানপূর্বক মৰ্য্যাদা করিয়া বিদায় করিলেন । ( ১৪ আগষ্ট ১৮২৪ । ৩১ শ্রাবণ ১২৩১ ) সহগমন –কএক দিবস হইল মোং খিদিরপুর গ্রামে দেওয়ান গোকুলচন্দ্র ঘোষাল মহাশয়ের দৌহিত্ৰেয় দুর্গাদাস মুখোপাধ্যায় রোগবিশেষে পরলোকপ্রাপ্ত হইয়াছেন তাহার বয়ঃক্রম ত্রিশ বৎসরের অধিক নহে তাহার স্ত্রী পতির বিচ্ছেদ জালায় জলাতনা হইয়। শবসহ জলজ্ঞানে জলদগ্নি প্রবেশ করিয়াছেন ।