পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ Sesh হয় নাই ঐ দিবস প্রাতে গাত্ৰোখান করুণান্তর যে নিয়মিতমত প্রতি দিবস স্বকীর্ষ্য সাধন করিয়া থাকেন তাহা করিয়া পুত্রের বিবাহ নিৰ্ব্বাহের নানা পরামর্শ ও অন্ত বাবুদিগের সহিত তদ্বিষয়ের বহুবিধ কথোপকথন করিলেন এপৰ্য্যস্ত কোন ব্যামোহ বোধ হয় নাই তৎপরে প্রায় বেলা এগার ঘন্টার সময়ে বহির্দেশে গমন করিয়া সেখানহইতে আসিয়া কহিলেন আমার শরীর অবসন্ন হইতেছে এইপ্রকার দুই চারি বাক্য ব্যয়ের পরেই শ্বাশাদি মৃত্যু লক্ষণ হইবাতে ঐ বাটীর মধ্যে সহোদরাদি পরিবার র্যাহারা ছিলেন র্তাহারদিগের সহিত সাক্ষাৎ ও কথা হইয়াছিলমাত্র ইহার এই মৃত্যু সংবাদে বহুজনের খেদ হইয়াছে এবং হইবেক যেহেতুক ইনি অতি শিষ্ট সাম্প্রদায়িক মৰ্য্যাদক পরোপকারক সহ্যশীল মনুষ্য ছিলেন তাহার সহিত যাহার আলাপ হইয়াছে তিনিই বিশেষ জানেন । সং চং ( ১৯ এপ্রিল ১৮২৮ । ৮ বৈশাখ ১২৩৫ ) জেনরল ষ্টুয়ার্টের মৃত্যু –জেনরল ষ্টুয়ার্ট এই বাঙ্গালার পণ্টনভূক্ত ছিলেন তিনি প্রাচীন হইয়া কৰ্ম্মচ্যুত হইয়াছিলেন সংপ্রতি তিনি কোন পীড়ার উপলক্ষে পঞ্চত পাইয়াছেন এই ইয়ার্ট সাহেব এই বঙ্গদেশীয় ভাষার ধারার রীতি এমত অভ্যাস করিয়াছিলেন এবং এমত বাঙ্গালিপ্রিয় ছিলেন যে সকলে ইহঁাকে হিন্দু ষ্টুয়ার্ট কহিত স্বতরাং ইনি বাঙ্গালিদিগের সহিত সতত আলাপন করাতে ও শাস্ত্র শ্রবণ করাতে বাঙ্গালিদিগের তাবৎ বিষয় জ্ঞাত হইয়াছিলেন । ইহঁার এমত সচ্চরিত্র এবং দয়া ছিল ষে ইনি সদাসৰ্ব্বদা লোকের উপকার করিতেন এবং শত২ অনাথ ইহাহইতে প্রতিপালিত হইত গত দুই বৎসরাবধি জেনরল ষ্টুয়ার্ট সাহেব চৌরঙ্গির নিজ বাটাতে বাস করিতেন ইহাতে এই বাঙ্গালার নানাপ্রকার পুরাতন চমৎকার২ দ্রব্য সকল অর্থাৎ উত্তম২ প্রতিম ও অভরণ ও অস্ত্রপ্রভৃতি সংগ্ৰহ করিয়া রাখিয়াছিলেন এবং যে কেহ ইহা দেখিতে ইচ্ছুক হইতেন তাহাকে স্বয়ং আপনি কিম্ব লোক দ্বারা ঐ সব চমৎকৃত দ্রব্য দেখাইতেন। জেনরল ছুঘাট সাহেব এই সকল ত্রব্য আগামি শীতকালে বিলাতে লইয়া যাইতে মনস্থ করিয়াছিলেন কিন্তু মৃত্যুতে র্তাহার এ আশা নিরাশা হইয়াছে। ( ২৬ এপ্রিল ১৮২৮ । ১৫ বৈশাখ ১২৬৫ ) মৃত্যু —কলিকাতার মধ্যে প্রায় এমন লোক নাই যে সরকস সাহেবকে না জানেন দশ পোনর বৎসর হইল তিনি পরলোকগত হইয়াছেন কিন্তু সমাচারে আমরা দেখিতেছি যে গুহার স্ত্রী গত সপ্তাহে ৭৬ বৎসরবয়স্ক হইয়া পরলোকপ্রাপ্ত হইয়াছেন। ( ৮ নবেম্বর ১৮২৮। ২৪ কাৰ্ত্তিক ১২৩৫ ) vবাৰু রমানাথ ঠাকুর বিদ্যারত্ন ভট্টাচার্ঘ্যের পরলোকগমন —আমরা মহাখেদাৰিত হইয়া প্রকাশ করিতেছি যে গত ১৬ কাৰ্ত্তিক শুক্রবার রাত্রি দুই প্রহরের পর পাথরঘাটানিবাস