পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; মংবাদ পত্রে মেকালের কথা نمونه يخ ( ১৭ সেপ্টেম্বর ১৮২৫ । ৩ আশ্বিন ১২৩২ ) বেরা ভাসান —শ্ৰীযুত চন্দ্রিক প্রকাশক মহাশয় তোমারদিগের কলিকাতায় অনেক প্রকার জাতি বাস করিতেছেন তন্মধ্যে হিন্দু মহাশয়ের পরমার্থ তত্ত্বের বিষয়ে অন্ত জাতির সঙ্গে ঐক্য করেন না তজ্জন্য অন্য জাতির দেবাৰ্চনা করা দূরে থাকুক যদ্যপি কোন হিন্দু ঘবনাদি জাতির দেবোৎসবেতে আনন্দিত হইয়া তজ্জাতির বাটতে গিয়া আমোদ প্রমোদ করিতেন তবে তাবৎ হিন্দু ঐক্য হইয় তাহাকে জাতিভ্ৰষ্ট করণে উদ্যত হইয়া তাহার প্রতি রাগ দ্বেষ প্রকাশ করিতেন। ইহার দৃষ্টাস্তার্থে এক বিষয় লিখি অনেকেও শ্রত আছেন এক ব্যক্তি প্রধান লোকের সস্তান শূদ্র অর্থাৎ কায়স্থতুল্যজাতি কোন যবনীবীরাঙ্গনার নৃত্যগীতাদিতে বশীভূত হইয়া মহরমের সময় তাহার ভবনে গমন করিয়াছিলেন সেই ছলে কলে কৌশলে হিন্দু সকলে তাহাকে অপবাদগ্ৰস্ত অর্থাৎ যবনীবীরাঙ্গনা সমভিব্যাহারে আহার বিহার করিয়াছে এই অপরাধ নিশ্চয় করিয়া সেই ক্ষুদ্র অপরাধিকে প্রায় জাতিভ্রষ্ট করিয়াছিলেন। অনন্তর সেই ব্যক্তি এই বিপৎসাগরে মগ্ন হইয়া মাতৃকৃত্য উপলক্ষে বহুতর ধন ব্যয় ও বাক্যব্যয় এবং নানা লোকের উপাসনা অর্থাৎ যাহাকে কখন তুই বলিয়া ডাকিতে নাই তাহাকে আসিতে আজ্ঞা হয় মহাশয়ের ইত্যাদি শব্দ প্রয়োগ করিয়া সম্মান করিয়াছে এবং তাহার ভূত্যের অগম্য স্থানেও স্বয়ং গমন করিয়া আপনাতে নানাপ্রকার লঘুতা স্বীকার করিয়া সে দায়ে উদ্ধার হয় তথাচ সে অপবাদ বহু কালাবধি লোপ হইল না তাহার বাটতে যিনি২ গিয়াছিলেন তাহারদিগকে লোকেরা কলঙ্কী করিত সে একটা হজম হইয়া কতক কাল ছিল । সম্প্রতি শুনিলাম এক্ষণে কলিকাতাস্থ হিন্দুলোকের মধ্যে অনেকের যবনাদি নীচ জাতির প্রতি বড় দ্বেষ নাই তাহার প্রমাণার্থে কিঞ্চিৎ লিখি এই মহানগরে কত মহারথি মহানুভব মহাশয়েরা কতই মহৎকৰ্ম্ম করিতেছেন তাহা তাবৎ লেখা অসাধ্য সম্প্রতি গত ২৫ ভান্দ্র বৃহস্পতিবার যবনেরদিগের একটা পৰ্ব্বাহ ছিল অর্থাৎ বেরাভাসান হইয়াছে তাহাতে কএক জন হিন্দু বাবু আহলাদিত হইয়া তদ্বিষয়ে বহুতর অর্থ সামর্থ্য ব্যয়দ্বারা সেই পৰ্ব্বাহ কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিয়াছেন তাহার মধ্যে কোন ধৰ্ম্মশীল বাবুর পুত্র বিদ্যাসৌজন্যাজিত যশে যশস্বী হইয়া কোন দীন নবীন যবনী বীরাঙ্গন নৰ্ত্তকীর প্রতি নিতান্ত কৃপা প্রকাশপুরঃসর ঐ বেরাভাসানবিষয়ে বহুতর সাহায্য প্রকাশ করিয়াছেন । তাহার তাবৎ লেখা অসাধ্য স্থল কিঞ্চিৎ লিখি বাবু স্বয়ং পথে পারিষদ পদাতিক সঙ্গে লইয়া বেরার পশ্চাৎ২ গমন করিয়াছিলেন ডেরা নিৰ্ম্মাণের বিষয় কি লিখিব সঙ্গে রেসালা সিপাহি ইঙ্গরাজী বাজা রোসনচৌকী গেলাসের ঝাড় পঞ্চা শক্কা দস্তিমসাল রণমসাল ইত্যাদি সমারোহের সীমা নাই এই সকল রেসালা মিছিল অর্থাৎ শ্রেণীবদ্ধ পূর্বক গমন করাতে কিবা আশ্চৰ্য্য শোভা হইয়াছিল তাহা দর্শনপূর্বক বাবুকে কে না ধন্যবাদ ও সাধুবাদ করিয়াছে কেননা ইহাতে বাবুর বিচক্ষণতা ও ধনাঢ্যতা সুশীলতা দয়ালুত দাতৃত্ব ধাৰ্ম্মিকতা বিলক্ষণ প্রকাশ পাইয়াছে। যদি বল বাবুর এত গুণ এক বেরা ভাসানেতে কি প্রকারে প্রকাশ হইল তাহার কারণ