পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে মেকালেৰ কথা تع سموbیخ ( ১৫ নবেম্বর ১৮২৩ । ১ অগ্রহায়ণ ১২৩০ ) সহমরণ ॥—মোং কোন নগর গ্রামের কমলাকান্ত চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি কুলীন ব্রাহ্মণ সৰ্ব্ব স্বদ্ধ বত্রিশ বিবাহ করিয়াছিলেন তাহার মধ্যে তাহীর জীবদবস্থাতে দশ স্ত্রী লোকান্তরগত হইয়াছিল বাইশ স্ত্রী বর্তমান ছিল । তাহারদের মধ্যে কেবল দুই স্ত্রী তাহার নিজ বাটতে ছিল আর সকলে স্ব২ পিত্রালয়ে ছিল। ২১ কাৰ্ত্তিক বুধবার ঐ চট্টোপাধ্যায় পরলোক প্রাপ্ত হইলে তাহার সকল শ্বশুর বাটতে অতি ত্বরায় তাহার মৃত্যু সম্বাদ পাঠান গেল তাস্থাতে কলিকাতার এক স্ত্রী ও বাসবাড়ীয়ার এক স্ত্রী ও নিকটস্থা দুই স্ত্রী এই চারি জন সহমরণোদ্যত হইল। পরে সেখানকার দারোগ। এই বিষয় সদর রিপোর্ট করিয়া সদরহইতে ইকুম আনাইতে দুই দিবস গত হইল পরে ২৩ কাৰ্ত্তিক শুক্রবার তৃতীয় দিবসের মধ্যাহ্নকালে হুকুম আইলে ঐ চারি জন পতিব্ৰতা সহমরণ করিয়াছে । এই স্ত্রীরদের বয়ঃক্রম ত্রিশ বৎসর অবধি পঞ্চাশ বৎসর পর্য্যস্ত হইবেক । i ( ১৭ এপ্রিল ১৮২৪ । ৩০ চৈত্র ১২৩০ ) সহগমন —শুনা গেল যে বংশবাটানিবাসি পঞ্চানন বস্বনামক এক ব্যক্তি বদ্ধিষ্ণু প্রাচীন কয়িং জরবিকারে অসুস্থ হইয়া ও চৈত্র পরলোকগামী হওয়াতে র্তাহার দুই স্ত্রী তৎসহগামিনী হইয়াছেন । ( ২৯ মে ১৮২৪ । ১৭ জ্যৈষ্ঠ ১২৩১ ) সহমরণ ॥—শুনা গেল যে বংশবাটনিবাসি গণেশ ন্যায়বাগীশ ভট্টাচাৰ্য্য জরবিকারে পীড়িত হইয়া ও জ্যৈষ্ঠ শনিবার পরলোকগামী হইয়াছেন তাহার স্ত্রী তৎসহগমন করিয়াছেন । ব্রাহ্মণের বয়ঃক্রম পয়ষট্টি বৎসর হইবেক ইনি দ্যায় শাস্ত্রেতে উত্তম পণ্ডিত ছিলেন । { ২৪ জুলাই ১৮২৪ । ১০ শ্রাবণ ১২৩১ ) ক্ষেত্র।—পত্রদ্বারা অবগত হওয়া গেল যে পুরীতে এক স্ত্রী সহগামিনী হইয়াছে কিন্তু ঐ স্ত্রী তিনবার প্রদক্ষিণ না করিয়া একবারমাত্র প্রদক্ষিণ করিয়া অগ্নিপ্রবেশ করিয়াছে । তাহার স্বামী এক সম্রাস্ত তালুকদার এবং ঐ জিলার মধ্যে তাহার অনেক ভূমিও আছে তাহার বয়ঃক্রম অনুমান সত্তরি বৎসর হইবেক । দুই বৎসরাবধি এই ব্যক্তি পক্ষাঘাত রোগেতে পীড়িত থাকিয়! মরণের দুই তিন মাস পূৰ্ব্বে আপন মৃত্যুকাল নিকট জানিয়া পুরীতে আসিয়াছিল। তাহার স্ত্রীর বয়ঃক্রম অকুমান যাটি বৎসর হইবেক । - বঙ্গদেশে যেরূপে স্ত্রী লোকেরা সহগমন করে সে স্থানে সেরূপ নয় তাহারা প্রথম মৃত্তিকার মধ্যে এক কুণ্ড খনন করিয় তাহাতে কতক কাষ্ঠ সাজায় ও তদুপরি ঐ শৰ শোয়াইয়া বিধ্যমুসারে অগ্নি দেয় এবং যখন অগ্নি অতিপ্ৰজলিত হইয় উঠে তখন সতী সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করিয়া